উঠ, শুধিতে হবে ঋণ

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৯ এপ্রিল, ২০১৪, ০৩:১৭:৫৩ দুপুর

তুমি না বিপ্লবী

বিপ্লব কি আপোষে হয়?


তুমি না বিদ্রোহী,

তাহলে বিদ্রোহ ছাড়া কি আসে জয়?

তুমি না আপোষহীন

কেন আপোষের এত জোট,


তুমি না দুর্বার

তাহলে ভিক্ষা চাও কেন ভোট?



তুমি না সত্যর পতাকাবাহী

তাহলে সত্যর জন্য উঠাও না কেন আওয়াজ?


তুমি না দু:সাহসি

তাহলে ভেঙ্গে দাওনা কেন বাতিলের রাজ?



তুমি না কোরানের সৈনিক

জিহাদের পোষাকে ছেড়েছ ঘর,


তুমি না দুনিয়া ত্যাগী

তাহলে কেন কাপিছ থর থর?

তুমি না পথ চলা মুসাফির

তাহলে কেন এত আয়োজন?


তুমিনা জান্নাতের ফ্ল্যাট প্রত্যাশী

তাহলে দুনিয়া দখলে কেন এত প্রহসন?

ওহুদ, খন্দক, বদরে দেখেছো

আবু জেহেলের সজ্জিত যুদ্ধের বহর?


দেখোনি, কিভাবে বাঘ হয়ে মেতেছিল

আবুবকর, আলী, ওসমান আর ওমর?

নবী ডেকেছে যেতে হবে যুদ্ধে

তাকায়নি পিছন ফিরে,


শিশুর ক্রন্দন থেমে দিতে পারেনি

এ চলা যে ফেরার নয় নীড়ে।

দুনিয়া ভোগে লাথি মেরে

বাঁচিয়েছে যারা দ্বীন,


তোমরাও তাদেরই উত্তরসূরি

উঠ, শুধিতে হবে ঋণ।

বিষয়: বিবিধ

১৪৪৭ বার পঠিত, ৪৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210064
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : বাহ, কি বিদ্রোহ কবিতায়।
২০ এপ্রিল ২০১৪ রাত ০১:১৫
158847
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। বাকহীন। মনের ক্ষোভটা কিছুতেই প্রকাশ হচ্ছেনা। তবুও চেষ্টা চলছে। ধন্যবাদ।
210070
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ এপ্রিল ২০১৪ রাত ০১:১৫
158848
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ধন্যবাদ ভূয়সী প্রশংসার জন্য।
210134
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মনের ভেতর লুকিয়ে থাকা কথা বলেছেন ভাইয়া
২০ এপ্রিল ২০১৪ রাত ০১:১৬
158849
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। কিন্তু তবুও যেন বাকী রয়ে গেল। উগলে দিতে পারিনি সব জমা ক্ষোভ।
210140
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩২
জেদ্দাবাসী লিখেছেন : Rose Rose Rose Praying
নী্রবতা ভেংগেছে কবি
আস সবাই মিছিলে,
প্ররবাস থেকে দুআ করি
মুনাজাতে হাত তুলে ।
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০০
161918
প্রবাসী মজুমদার লিখেছেন : হতাশা নয়, রুখে দাঁড়াও
নেই পথ পালাবার,
শহীদ কাফেলার কাফনের মিছিল
শবযাত্রা কারবালার।
210184
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
বিন হারুন লিখেছেন : খুব ভাল লাগল. দেশের সীমানা রক্ষার ডাক আসবে কবে. সকল বাঙালি দেশ রক্ষার তাগিদে ঝাপিয়ে পড়বে কবে. সেদিনের অপেক্ষায়
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০০
161919
প্রবাসী মজুমদার লিখেছেন : মহা প্রভূর কাছে কসম খেয়ে
জীবনোৎসর্গকারীরা এসো,
বন্দীত্বের শৃঙ্খল ভেঙ্গে মুক্তির এ মিছিলে
গগন বিদারী আওয়াজে কাপিয়ে দিই
জালিমের চোখ ধাঁধানো তখত।

ঐ দেখো।
হযরাত আমীর হামজার নেতৃত্বে
জান্নাত অভিমুখি মিছিল ধেয়ে আসছে।
ঈমানের অগ্নীপরীক্ষায় উত্তীর্ন
শহীদ মালেকের মিছিলের সারি
আজ অনেক লম্বা।
210194
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০০
সিটিজি৪বিডি লিখেছেন : যুদ্ধ ছাড়া কোন উপায় দেখছি না।
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০১
161920
প্রবাসী মজুমদার লিখেছেন : ঐ যে,
ঘূমন্তরা আজ জেগে উঠছে,।
ধ্বমনির প্রতিটি শিরায় প্রবাহিত
ঈমানের এ্যাটমিক রিএ্যাকশন শূরু হয়েছে।
210218
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১২
ফেরারী মন লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০১
161921
প্রবাসী মজুমদার লিখেছেন : ওমর, আবু বকর কিংবা
একজন হয়রত আলী আসার অপেক্ষা আর নয়।
প্রতিটি ঈমানদারই হোক
এক একজন ওমর, ওসমান কিংবা আলীর প্রতিবিম্ব।
210235
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
আহমদ মুসা লিখেছেন : দারুন সুন্দর হয়েছে কবিতাটি। আসলে আমি কবিতা লিখতে পারি না। কিন্তু কেউ সুন্দর কবিতা লিখলে তা পাঠ করতেও লোভ সামলাতে পারি না।
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০২
161922
প্রবাসী মজুমদার লিখেছেন : ঐ যে,
রাসুলের রেখে যাওয়া কলেমার পতাকা
মক্কার হেরার পাহাড় হতে আবারও
পত পত করে উড়ে আসছে আমাদের দিকে।

এসো,
জুলুমের দেয়াল ভেঙ্গে
সীসা ঢালা প্রাচীরের মত
গড়ে তুলি অপ্রতিরোধ্য ভ্রাতৃত্ববন্ধন।
210251
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
সবুজেরসিড়ি লিখেছেন : যুদ্ধ ছাড়া জয় অবশম্ভাব যুদ্ধই তো এক মাত্র পথ . . .
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০৩
161923
প্রবাসী মজুমদার লিখেছেন : হাজী-গাজী ঠাসা কাবার আঙ্গিনায়
খূঁজেছি হযরত আলী,
ভোজনে-বিলাসে ভূষনে কেবলী
দেখেছি ছেঁড়া কাপড়ের তালি।

কোথায় আজি ওসমানের মত
দানশীল মুসলমান,
মসজিদ খানকা মাদ্রাসায়ও পাইনি
রাসুলের দ্বীনের প্রাণ।
১০
210254
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose Rose
ভালো লাগলো
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০৩
161924
প্রবাসী মজুমদার লিখেছেন : দোয়ার মাঝেই বুক ভাসাই কেঁদে
দাও প্রভু হে কোরানের রাজ,
ওহুদ খন্দক, তাবুক ছাড়াই
ফিরে দাও হারানো তাজ
১১
210265
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কবে যে বাংলার আকাশের আবার স্বাধীনতার সূর্য উদিত হবে?
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০৪
161925
প্রবাসী মজুমদার লিখেছেন : গগন বিদারী মিছিলের আওয়াজে
বাতিলের প্রসাদ কি করে করিব কম্পমান,
পদলোভীরা আজও দ্বীনের দায়ী সাজে
কমীদের মুখে শূধু শুনি জিহাদের গান।

আহা!
সব সত্যাম্বেষীরা যদি দ্বীনের লাগিয়া
বিলিয়ে দিতো ক্ষনিকের এ জীবন,
দ্বীনের বিজয় ঠেকাতো কে গো বলো,
রহমত ঢেলে দিতে প্রভু খূলে ঐ গগন।
১২
210407
২০ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৭
অজানা পথিক লিখেছেন : অসাধারন পোষ্ট । আল্লাহ আপনার কলমকে আর ও শানিত করুন
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০৫
161926
প্রবাসী মজুমদার লিখেছেন : দাও ফিরে মোর ক্ষ্যাতা বালিশ
হারিকেন আর মোমবাতি,
কেরোসিনের বাত্তির যুগে
ছিলনা মোর কম খ্যাতি।

তাল পাতার ঐ পাখা দিয়ে
হতো রাতে দারুন ঘুম,
ব্যান্ড বিহীন সেই গায়ের বিয়ে
পড়তো যে আনন্দের ধূম।

১৩
210440
২০ এপ্রিল ২০১৪ রাত ০২:২৪
জুমানা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০৬
161927
প্রবাসী মজুমদার লিখেছেন : দোযখের ভয়ে মোরা
কেঁদে হই হয়রান,
কর্মে দ্বীনহীন
বুকে নেই ফোরকান।।


তাকে রাখা কোরানে
চুমু খাই নিত্য,
মুকুট না চিনে আজি
হয়ে গেছি ভৃত্য।
১৪
210475
২০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৭
আহ জীবন লিখেছেন : অনুভূতিহীন হয়ে গেছি আমরা।
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০৮
161930
প্রবাসী মজুমদার লিখেছেন : আবুজেহেল লাহাব মরেনি আজও
রোদন করে ক্ষণে ক্ষণে,
ক্ষমতার নেশায় দিশেহারা হয়ে
ফন্দিজাল বুনে মনে।

সত্য প্রতিস্ঠায় নবীরা লড়েছে
দায়ীরা ছেড়েছে ঘর,
হেরার নবীকে তাড়াতে গিয়ে
মরেছে ক্ষমতাধর।
১৫
210518
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ..
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০৮
161928
প্রবাসী মজুমদার লিখেছেন : ত্যাগের মহিমা চিরশ্বাস্বত
সত্যর নেই পরাজয়,
মিথ্যার ক্ষণিক বিজয় দেখে
বিশ্বাসীরা করেনা ভয়।

আমীর হাজমার মিছিলের সারী
বাড়িছে দিনে দিন,
রক্তে ভেজা শহীদের ভুমিতে
বিজয় হবে এই দ্বীন।
১৬
210681
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৯
মারইয়াম উম্মে মাবরুরা লিখেছেন : অসম্ভব সুন্দর হয়েছে কবিতাটি।
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০৮
161929
প্রবাসী মজুমদার লিখেছেন : চাহিনা আমি বলিতে দাড়িয়ে
ক্ষমা করো হে মোর শ্রষ্টা,
তায়েফ ধ্বংস করিলে কভূ
মিটিবে কি দ্বীনের তেষ্টা।

মুহাম্মাদ যদি অভিশাপে সেদিন
করে দিতো তায়েফ শেষ,
রহমানের নবী হতোনা কবু
আরব- হতোনা পুন্যোর দেশ।

আমরাও তা্ই নবীর মত বলিব
ওঠো, ছড়িয়ে দাও সত্যর বানী,
প্রতিবাদের প্রদিধ্বনিতে রুখিতে হবে
উলঙ্গ সভ্যতার গ্লানী।
১৭
210774
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
সন্ধাতারা লিখেছেন : নজরুলের কবিতার গন্ধ পাচ্ছি আপনার কবিতায়। অপূর্ব! অনেক ভালো লাগলো।
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০৯
161931
প্রবাসী মজুমদার লিখেছেন : এসো হে আকাশ রমনী
চাঁদের হয়ে ছড়াও আলো,
দিগন্তে ঢুবা আলোর প্রতিবিম্ব হয়ে
দীপ্তিময় করে দাও সব কালো।
১৮
210817
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
শেখের পোলা লিখেছেন : শাব্বাশ৷ লা জওয়াব৷ এমন করের সুপ্ত চেতনা জাগিয়ে তুলুন৷ ধন্যবাদ৷
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:০৯
161932
প্রবাসী মজুমদার লিখেছেন : তাহাজ্জুদে রাত কেটে দেই
তাসবীহ গুণি লক্ষ বার,
জিকির করে দিন চলে যায়
হয়নাযে প্রভুর দীদার।

কর্মহীন আজ ধর্মে ব্যাস্ত
ঘরের কোনেই আস্তানা,
কেবলা বাবার দরগাহে গায়
ভন্ড মুরিদ মাস্তানা।
১৯
210868
২০ এপ্রিল ২০১৪ রাত ০৯:১২
সুমাইয়া হাবীবা লিখেছেন : ক্ষোভ পর্যাপ্তই আছে। ভবিষ্যতে লিখতে লিখতে আরো উগরে আসবে এমনিতেই.. Happy Rose
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:১০
161934
প্রবাসী মজুমদার লিখেছেন : রাজার ভয়ে রুদ্ধ প্রজা
ধর্ষনে সব সর্বনাশ,
দোয়ার মাঝেই ক্ষ্যান্ত বাবা
ছাড়ে কেবল দীর্ঘশ্বাস।

বুকভেসে যায় রাসুল প্রেমে
জিহাদ বিহীন আউলিয়া,
ধর্ম বাবার ভক্তরা সব
ধর্ম জ্ঞানে দেউলিয়া।

ধর্মশাস্ত্রে সবাই পন্ডিত
ধর্মহীন আজ মাও্লানা,
জিহাদ বিমুখ ঈমান আলীর
ধর্মালঙ্কেও নেই মানা।
২০
213503
২৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৮
আমি মুসাফির লিখেছেন : কবিতাতেও যে ভাল দখল । ধন্যবাদ।
২৬ এপ্রিল ২০১৪ রাত ১১:১১
161935
প্রবাসী মজুমদার লিখেছেন : কে বলেছে কবি আমি
শব্দ-ভাষায় নেই জুড়ি,
মন-জ্বালা মিটাই লিখে
কল্পনায় উড়াই ঘুড়ি।

কখনও বা চ্যাকা খেয়ে
শব্দে ঝাড়ি মনের ক্ষোভ,
প্রেম যাতনার প্রতিবাদে
কবিতাতে তাড়াই রোগ।


রাগে-ক্ষোভে ক্ষুব্ধ কবি
কলম কাঁদায় কাগজে,
কাব্যভাষায় ভ্রষ্ট কাদায়
কল্পনার রাজ মগজে।

প্রেম যাতনায় রুক্ষ কবি
আপন মনে গায় যে গান
কল্প রাজ্যে হেঁটে লিখে
কাব্য-ভাষায় জুড়ায় প্রাণ।
২৭ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৫০
162024
শেখের পোলা লিখেছেন : কল্পনা নয়, বাস্তবে যে
উড়ছে ঘুড়ি আকাশ ময়,
অবাক চোখে তাকিয়ে থাকি,
দিচ্ছে উঁকি কি বিষ্ময়!
গান ঠিকই এ রক্ত ঝরা,
বিষ্ফোরিত যন্ত্রনা,
কলম কাগজ সামন এলে,
দেয় কেবা এই মন্ত্রনা!
২৭ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৩
162119
প্রবাসী মজুমদার লিখেছেন : আহা। কবিতার ভাষায় শব্দ যাদুকরের ছন্দে সব আলোকিত হয়ে গেলো।

এই কবি তু্ই কই ছিলিরে
কোথায় ছিল এত তেজ,
কাঁদেনা ক্যান তোর কলম আজি
রক্তে ভাসে আমার দেশ?
জাগবি কবে লিখতে ছন্দ
করবে কলম আর্তনাদ,
বুকফাটা ঐ আওয়াজ হবে
অন্ধ রাজার সর্বনাশ।
বারুদ ঢেলে সাজাও আজি
ছন্দে গাহ জয়গান,
লক্ষ যুবক রনসাজে
ছুটবে পেয়ে ছন্দে প্রাণ।
২১
214776
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৫
উদাস পথিক লিখেছেন : পাঞ্জেরী! রাত পোহাবার কত দেরী?
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৪
163061
প্রবাসী মজুমদার লিখেছেন : দর্শক অনেক। এখন কর্মী দরকার। কলমী যোদ্ধা দরকার। সেই যোদ্ধাদের মিছিলে আপনাকে দেখতে চাই। ধন্যবাদ।
২২
217137
০৪ মে ২০১৪ সকাল ০৯:১০
অলীক সুখ লিখেছেন : রক্ত গরম করা!!!! Happy
০৪ মে ২০১৪ দুপুর ০৩:১৯
165472
প্রবাসী মজুমদার লিখেছেন : এতদিন পর আমাকে খুজে বের করে পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
০৪ মে ২০১৪ রাত ০৮:৪৭
165641
অলীক সুখ লিখেছেন : আসলে সোমোয় করে উঠটে পারি না। যখন পড়ি, তখন সব একসাথে পড়ি। Happy
২৩
226473
২৬ মে ২০১৪ বিকাল ০৫:১৬
আইন যতো আইন লিখেছেন : কাকে আপনি এভাবে ধমকাইলেন-
আর ধমকে কে যে চমকাইলেন,
বুঝিলাম না?
তাকেও ঝুজিলাম না!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File