রঙ্গের মানুষ - (পর্ব-২৩)

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৫ এপ্রিল, ২০১৪, ০২:২৩:০৮ রাত

পর্ব-২২

বাস্তব হোক আর কল্পনা হোক, বিপু আমাকে নিয়ে স্বপ্ন দেখেছে। এটিকে আপাতত বিপুর মাথা থেকে সরাতে না পারলে খবর আছে। নিজের মাঝেই কল্পলোকে এক অজানা অনুভুতির জাল বুনতে শূরু করবে। মানুষ কিছু পারুক আর নাই পারুক, এ বিষয়ে ক্রিয়েটিভিটি খুব দ্রুত কাজ করে।

অফিসের বড় বসের মেয়ে পড়াই। সমস্যা হলে আমও যাবে ছালাও যাবে। জীবনের শুরুতেই নিজের ক্যারিয়ারে সর্বনাশা ঝড় ধেয়ে আসবে। এ নিয়ে কানে কানে সারাজাহানে ছড়িয়ে পড়বে হাজারো কল্প কাহীনি।

বিপুর ভেতরের মতিগতি বুঝার জন্য রোগের কিছু উপসর্গ সনাক্ত করার চেষ্টা করলাম। কোন ছেলে বা মেয়ে প্রেমে পড়লে প্রেম রোগ নির্ণয়ের দু ধরনের পরীক্ষা রয়েছে। বিজ্ঞজনের দীর্ঘ রিচার্চের সারসংক্ষেপ হলো - কোন ছেলে প্রেমে পড়লে, গাইতে না পারলেও গুণ গুনিয়ে গান গাওয়ার চেষ্টা করবে। প্রেমিকার বাড়ী বা ঘরের পাশ দিয়ে অযথা আনাগোনা শুরু হবে। বিশেষ করে মেয়ের ছোট ভাই বোনকে চকলেট জাতীয় কিছু দেয়ার অযথা চেস্টার কমতি থাকবে না । প্রেমিকার আত্মীয় স্বজন কিংবা মাতাপিতার প্রতি অতিভক্তির মিছে অভিনয় শূরু করে দিবে। যেমন মেয়ের পিতা মাতা বা বড় ভাইকে দেখলে পথের ধারে দাড়িয়ে এমন ভাবে সালাম দিবে, যাতে মনে করে, আহ! ছেলেটা কিয়ে ভদ্র! পোলা নয়তো যেন মানিক!পাশে মসজিদ থাকলে বেনামাজী হলেও মেয়েকে দেখার চুতোয় মসজিদে আনাগোনা বেড়ে যাবে। চলাধারায় হঠাৎ স্মার্ট হয়ে যাবে। বন্ধুদের সাথে আলাপের সময় ঐ মেয়্টোর গুন প্রকাশ করবে। খাতায় কবিতা কিংবা প্রেম জনিত ভাল ভাল প্রবাদ লিখার চর্চা শুরু হয়ে যাবে..ইত্যাদি।

কিন্তু মেয়েদের ব্যাপারে রয়েছে ভিন্ন পদ্ধতি। গৃশিক্ষক হলে তার প্রশংসায় পঞ্চমুখ। স্যার খুব ভাল্। দারুণ পড়ায়। একেবারে খাইয়ে দেয়। কি সুন্দর করে স্যার হাসে গো..। স্যার কখন আসবে এ নিয়ে প্রতীক্ষার প্রহর গুনবে। পড়া না পারলেও টেবিলে যথাসময়ের আগে উপস্থিত। নাস্তা পানির প্রতি খুবই যত্মশীল। সাজগোজ অভ্যাসের চেয়ে একটু বাড়াবাড়ি থাকবেই...।

একদিন পর বিপুকে পড়াতে গিয়েছি। আজ সমতল ভুমি হতে পাহাড়ের উপর উঠতেই নজর দিলাম বিপুদের বাসার ছাদের উপর। অনেক দুর হতে লক্ষ্য করছি, বিপু দাড়িয়ে আছে। মনে হল কারো জন্য প্রতীক্ষা করছে। আমি কাছে যেতেই চলে গেল। ভেবেছে আমি দেখিনি। দিন দিন সবকিছুতে অতি আতিথেয়তা লক্ষণীয়। বিপুর সহযোগী কাজের মেয়ে তাহেরা কিছুটা বাঁচাল হয়ে উঠল। পড়ার ফাঁকে অন্য প্রসঙ্গ নিয়ে বিপু কথা বলার চেস্টা করে। আমি না জানার ভান করি। নিজেকে পড়ায় মনোনিবেশের বাহানায় সিরিয়াসলি ব্যস্ত দেখাই।

কয়েকদিন পরের কথা। পডার ফাঁকে একটু বিরতি নিলাম। বিপুর সাথে ইচ্ছে করেই আলাপ জুড়ে দিলাম। সাথে তাহেরাকেও বসতে বললাম। কারণ, রুমে কেউ ঢুকতেই আলাপ দেখে না জানি আবার কি মনে করে?

আমার বন্ধু মানিক। পড়ার ফাঁকে ছাত্রীর সাথে প্রেমের গল্প জুড়ে দিল। হঠাৎ তার অর্ধশিক্ষিত বাবা রুমে ঢুকতেই প্রসঙ্গ পাল্টিয়ে বলতে শুরু করল, বুঝলে। ইংরেজী গ্রামারে টেন্স খুব গুরুত্বপুর্ন। এটির যে ফরমগুলো, না পড়লে ইংরেজী পারবেনা। তাই টেন্স অবশ্যই পড়তে হবে। টেন্স তিন প্রকার। প্রেজেন্ট, ফাষ্ট ও ফিউচার...আর মনে মনে কয়, বেটা তাড়াতাড়ী যায়না ক্যান। এক জিনিষ কতক্ষণ পড়ানো যায়...!

এ অনাকাঙ্কিত সমস্যা এড়ানোর জন্য তাহেরাকে সাথে বসিয়ে রাখলাম। বললাম, জানো, মানুষের যে মন, বিশাল ব্যাপার! এটি অচেনা কল্পনা জগতের এক "রহস্যময় বিশ্ববিদ্যালয়"। এ বিশ্ববিদ্যালয়ে যে যে বিষয় নিয়ে রিচার্স করেছে, সে ঐ বিষয়ে পন্ডিত হয়েছে। আর এ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সহজ ও কঠিন সাবজেক্ট হল "ভালবাসা / প্রেম"। এটি আই লাভ ইউ দিয়ে শুরু হয়, আর আই হেট ইউ দিয়ে শেষ হয়।

বিপু তম্ময় হয়ে শুনছে। তাহেরাও। খূব জনপ্রিয় পছন্দের সাবজেক্ট নিয়ে স্যার আলোচনায় বসেছে। বড়ই মজাদার বিষয়। মনে হল গভীর ধ্যানে গিলছে স্যারের দেয়া আজকের গুরুত্বপুর্ন লেশনস।

এ সাবজেক্টটি অনেক বিশাল। এখানে প্রশ্নোতর দিয়ে কেউ পরীক্ষায় পাশ করতে পারেনা। অনেকেই অনার্সের ফাষ্ট পার্ট শেষ না করতেই বিদায় নেয়। অনেকেই অনেক ছড়াই উতরাইয়ে মাষ্টার্স শেষ করলেও বাস্তব জীবনে এ বিষয়ে চাকুরী না পেয়ে হয়ে যায় আজীবন ভবঘুরে। এটি দিয়ে অনেকেই মহাকাব্য রচনা করে ইতিহাসে অমর হয়ে যায়। কিন্তু তাদের রেখে যাওয়া প্রজম্নের জন্য আগাছা বৈ কিছুই থাকেনা। তাই এ বিষয়ে ভর্তি হওয়ার আগে ভাবতে হবে এর মেরিটস, ডিমেরিটস কি? এ গন্তব্যর শেষ পরিণতি কি? পাঠ্য পুস্তক তালিকায় অনুপস্থিত এ সাবজেক্টএ রিচার্স করে গোড়ার ডিম না কচুর ডিম আবিস্কার হবে..ইত্যাদি। এটি যতটা আনন্দদায়ক ও থ্রিলিং মনে হয়, বাস্তবে ততটা বিপদজনকও বটে। তাই এ নিয়েই আমি কিছু গুরুত্বপুর্ন ও তথ্যবহুল শিহরণ সৃস্টি করার মত কাহিনী বলতে চাই। কি বল?

- জ্যী স্যার। বলেন।

- মানবেতো?

- অবশ্যই।

- থাক আজ আর নয়। সময় অনেক হয়েছে। অন্য একদিন সময় করে এ ব্যাপারে কথা বলব। খুবই গুরুত্বপুর্ন আলোচনা।

.....আমার অসমাপ্ত কথাগুলো অধীর আগ্রহে শোনার জন্য বিপুর মাঝে এক অজানা অনুভূতি রেখে আজকের মত বিদায় নিলাম।

(চলবে)

বিষয়: বিবিধ

১৭০১ বার পঠিত, ৪৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207992
১৫ এপ্রিল ২০১৪ রাত ০২:৪০
সাদাচোখে লিখেছেন : এ জাতীয় চেষ্টা করাতে যেমন সমস্যা - না করাতেও তেমন সমস্যা।

কিন্তু পাঠক হিসাবে আপনার অভিজ্ঞতা শুনতে কোন সমস্যা নেই। ধন্যবাদ।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৫
156872
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রথম মন্তব্যকারীকে শুভেচ্চা। স্পেশাল থেংক্যু।
208012
১৫ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : শুধু কি বিপু ? এদিকে আমরাও আপনার প্রেমের কাহানী শুনার অপেক্ষায় মানে পরের কাহিনীর অপেক্ষায়।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৬
156874
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। ধন্যবাদ আমার অভিনীত খন্ডিত প্রেমের রস নিতে নিত্য এ ব্লগে আসার জন্য। ভাল লাগে আপনার নিত্য হাজিরাকে।
208020
১৫ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৫৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি ভাবতেছি, বিপু কিংবা তার পিতা যদি এসব সিরিজ পড়ে, মনে মনে কী বলবে? Day Dreaming Day Dreaming
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
157001
প্রবাসী মজুমদার লিখেছেন : বিপুর পিতা পড়ার সম্ভাবনা নেই। তবে পড়লেও কি হবে। আমিতো বেশী কিছু লিখিনি এব প্রেস্টিজে লাগার মত উঠে আসেনি। ধন্যবাদ।
208044
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৭
আবু আশফাক লিখেছেন : ২২তম পর্বে বলেছিলেন- ''প্রেম নিয়ে লিখার মসল্লা অনেক আছে। কিন্তু সেটি আরও পরে। আগে বাংলা ভাষার গাথূনী পরে ইংরেজী।'' কিন্তু এখন দেখছি অনেক পরে নয়, এখনই। তবে বিপুকে বিমুখ করার সেই কাহিনী শুনতে শুধু বিপুর মাঝেই অজানা অনুভূতি রেখে বিদায় নেন নি, সেই সাথে আমাদেরকেও।
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
157003
প্রবাসী মজুমদার লিখেছেন : জায়গামত হাত দিলেন। কিছু বলার নেই। প্রেম কাহিনী আসলেই এক মজার বিষয়। অ্যাই কিতা কইত্তাম। ওমারে মা...।
208056
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩২
ভিশু লিখেছেন : Rose Rose Rose
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
157004
প্রবাসী মজুমদার লিখেছেন : ফুল দিয়ে শূভেচ্চা জানানোর জন্য ধন্যবাদ।
208068
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫২
প্রবাসী আশরাফ লিখেছেন : গল্পের মাঝেই বাস্তব জীবনের শিক্ষা পাওয়া যায়...চলতে থাকুক সিরিজটি...ভাল হচ্ছে... Rose
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
157005
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিকে ধন্যবাদ আমার অাঙ্গিনায় মন্তব্য রেখে যাবার জন্য।
208080
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:১০
প্রেসিডেন্ট লিখেছেন : বাঁচার জন্য শেষপর্যন্ত ওয়াজ শুরু করে দিলেন? Big Grin Big Grin Big Grin মাথায় আপনার ব্যাপক বুদ্ধি, মাশাল্লাহ।

প্রেমরোগ এর যে উপসর্গগুলো দিলেন সেগুলি পড়ে খালি হাসতেই আছি। (আল্লাহ বাঁচাইছে, আমি কখনো পতিত হইনি।) Big Grin Big Grin Big Grin
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
157006
প্রবাসী মজুমদার লিখেছেন : আদর্শ শিক্ষক। বাচতেতো হবে। রাগতো করা যাবেনা। তাহলে খবর আছে। পালাবার রাস্তাও নেই। ধন্যবাদ।
208119
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৭
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২০
157007
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এসে অনুভূতি রেখে যাবার জন্য।
208148
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৪
আব্দুল গাফফার লিখেছেন : মাসাললাহ সময়ের অভাবে আগের গুলো পডা হয়নি , বেশ মজাদার পডে খুব ভাল লাগলো।♡♡♥♥♡♡
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২১
157008
প্রবাসী মজুমদার লিখেছেন : অনেক পথ পাড়ি দিয়ে এসেছি। তবুও মাঝে মধ্যে এসে মন্তব্য দিয়ে যাবার জন্য ধন্যবাদ।
১০
208168
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৬
আমি মুসাফির লিখেছেন : আপনার শানিত লেখায় সবাই নিজেকে সচেতন করে নতুন করে পথ চলবে এই কামনা আমার। ধন্যবাদ
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৪
157092
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আমার কথিত শাণিত লিখায় সম্মতি দিয়ে মন্তব্য রেখে যাবার জন্য।
১১
208205
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ছেলে মেয়ে প্রেমে পড়লে কি করে সেটা জানা গেল তবে আমার কেন এরকম হয় না মনে হয় আমি প্রেমে পরি নি। Tongue Tongue Bee Bee Bee
অনেক কিছু বলতে চাহিয়া ও বলিতে পারিলাম না,,,,, Tongue Tongue
ভাইয়া প্লজ দেরী না করে তারাতারি দিয়ে দেন গল্পের বাকি অংশ। Love Struck Love Struck
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৫
157093
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রেমে পড়েননি ভাল হয়েছে। বিয়ের পর ভাবীর প্রেম হবে আপনার কাছে শ্রেস্ঠ প্রেমে। সে শিহরন অন্যরকম।
১২
208234
১৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩০
আবু ফারিহা লিখেছেন : আর এ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সহজ ও কঠিন সাবজেক্ট হল "ভালবাসা / প্রেম"। এটি আই লাভ ইউ দিয়ে শুরু হয়, আর আই হেট ইউ দিয়ে শেষ হয়।

ভালো লাগলো।
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৫
157094
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। ধন্যবাদ সময় করে হলেও এসে পড়ে মন্তব্য রেখে যাবার জন্য।
১৩
208377
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রেম রোগের সবচেয়ে বেস্ট ওষুধ হইল মাইর!!!!!!!!
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৬
157095
প্রবাসী মজুমদার লিখেছেন : মেয়েদেরকে মার দেয়া যায়না। তাও ছাত্রী বলতে কথা। একটু পেচিয়ে বললেই আমি মরি গেছি।
১৪
208465
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:২৩
মাটিরলাঠি লিখেছেন : এই সমস্যায় আমাদের এক সহপাঠী রুমমেট পড়েছিল। সমস্যার সমাধানে সে একদিন তার গোফটিকে হিটলার স্টাইলে ছেঁটে পড়াতে গেলো। দ্বিতীয়দিন গেলো শার্ট বাদ দিয়ে অর্ধেক সাদা অর্ধেক লাল ধরনের একটি টিশার্ট ও বিচিত্র ধরনের একটা প্যান্ট পড়ে। তৃতীয়দিন গেলো মাথার চুল একেবারে ছোট করে ছেটে ও মাথার বিভিন্ন অংশে বিভিন্ন ছাঁট দিয়ে। চতুর্থদিন গেলো মাথা সম্পূর্ণ কামিয়ে, যাকে বলে ন্যাড়া। পঞ্চমদিন থেকে দেখাগেলো ছাত্রীর প্রেমরোগ সম্পূর্ণ সেরে গেছে।
১৫ এপ্রিল ২০১৪ রাত ১১:১০
157137
প্রবাসী মজুমদার লিখেছেন : ছাত্রী নিশ্চয়ই মনে করেছে, স্যার মনে হয় একটা পাগল। এর সাথে প্রেম করা ঠিক হবেনা। ভাল বুদ্ধি। ধন্যবাদ।
১৬ এপ্রিল ২০১৪ রাত ০১:১৪
157183
বুঝিনা লিখেছেন : এক ডিজিটাল সমাধান.।Applause Applause Applause Applause
১৫
208568
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৩:৫৪
শেখের পোলা লিখেছেন : বিপু তাহলে রীপুর মাঝে দোলা দিয়েছে কি বলেন? কি মারাত্মক কঠিন মানুষ আপনি কহেন দেহি৷
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৭
157306
প্রবাসী মজুমদার লিখেছেন : অভিজ্ঞতা সম্পন্ন লজিং মাস্টার এমনই হয়। কিছু করার নেই। মান ইজ্জত রক্ষার জন্য নিজেকে আত্মরক্ষার ফন্দি। ধন্যবাদ।
১৬
208598
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৫০
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ভাইরে, আপনার ধৈর্য্যের জন্য আপনাকে সালাম Applause
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৮
157307
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে সালাম এ জন্য যে, চাকুরী সংসার ছেলেমেয়ে সব সামলিয়ে আবার টেবিলে বসে বই লিখা, ব্লগে মন্তব্য.....ধন্যবাদ।
১৭
208672
১৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৫
সত্য নির্বাক কেন লিখেছেন : অসাধারন লিখার জন্য অনন্য সাধারণ শিক্ষক হয়ে রইবেন আপনি..... আপনার উপর আল্লাহর কাস রহমত ছিল নয়ত যে কি হইত... দোয়া করি আল্লাহ্‌ যেন কিয়ামতের কঠিন ময়দানে আপনারে আরশের নিছে স্থান দেয়...... ইউসুফ (আঃ) এর মত পুত পবিত্র জীবন যদি আমরা অর্জন করতে পারি এজন্য দোয়া করবেন।
শিবির তাদের ছেলেদের ক্লাস ৫ এর উপরে ছাত্রী পড়ানো নিষিদ্ধ করে এজন্যই বোধ হয়।।
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৬
158108
সুমাইয়া হাবীবা লিখেছেন : একমত
২৩ এপ্রিল ২০১৪ রাত ০১:৩২
160356
প্রবাসী মজুমদার লিখেছেন : এটা নিরেট সত্য। তবে সব স্যারতো আর খারাপ না। সমস্যা হলো, মানুষের মাঝে বেসিক না থাকলে এমন হয়। আমি এমনটি হওয়ার পেছনে অনেক কারণ আছে। অন্যদিন বলা যাবে। ধন্যবাদ।
১৮
210279
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩২
আমি আমার লিখেছেন : ভালোই। দেখি গল্প কি বলে। ভালো লাগলো ধন্যবাদ
২৩ এপ্রিল ২০১৪ রাত ০১:৩২
160357
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার ব্লগে আপনার নিয়মিত বিচরণকে সাধুবাদ জানাই।
১৯
211320
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
ইবনে হাসেম লিখেছেন : এখন তো ভাই নানা হইয়া গেছি। তাই আমার তো কাজে লাগবেনা। না, না, ভাই, বেজার হইয়েন না। আমার কাজে না লাগলে কি অইবো। আমার নাতনীর কাজে তো আইবো। কি কন্, ঠিক কইছি না? অতএব জ্ঞানীজনে ঠিকই বলে গেছেন, শিক্ষার কোন বয়স নাই। Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose
২৩ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৪
160358
প্রবাসী মজুমদার লিখেছেন : ও ভাই নজরুল রবীঠাকুর কিংবা হুমায়ুনদের কোন বয়স ছিলনা। যদি মনে করেন আপনি বুড়ো তাহলে তাই। আমিতো মনের দিক থেকে এখনো ষোল বছরের যুবক। সীমাহীন কল্পনাকে গন্ডির মাঝে বেধে নিজেকে অবাস্তব জেলে ঢুকানোর দরকার কি। ধন্যবাদ।
২০
211962
২২ এপ্রিল ২০১৪ রাত ১০:০৭
বিন হারুন লিখেছেন : আজকে পড়েই যাব কোন মন্তব্য করব না. কারণ এই পর্বটা অর্ধেক পড়ার পর ব্যস্ততার কারনে কেটে পড়ি, আবার শুরু করি এভাবে তিন-চারবার এই লেখাটিতে চোখ বুলানো হয়ে গেল.
২৩ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৫
160359
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আমার লিখাগুলো গভীর ধ্যান দিয়ে পড়ার জন্য। মাঝে মধ্যে ভাবী, আহ যদি শুধু প্রেম নিয়ে হুমায়ুনদের মত লিখি, পাঠকপ্রিয়তা অনেক বেড়ে যাবে। কি বলেন।
২৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৪
160610
বিন হারুন লিখেছেন : শুধু এক বিষয় নিয়ে লিখলে. শুধু একশ্রেণির পাঠকের হাততালি পাবেন অন্যশ্রেণিদের নয়. Happy
২১
226471
২৬ মে ২০১৪ বিকাল ০৫:১৩
আইন যতো আইন লিখেছেন : ভালো, চালিয়ে যান!
২২
229782
০২ জুন ২০১৪ রাত ১১:০১
আহ জীবন লিখেছেন : আপনার লজিং জীবনে অনেক ধাক্কা সহ্য করছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File