রঙ্গের মানুষ - (পর্ব-১৭)

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৭ মার্চ, ২০১৪, ০৯:৩৪:৫৪ রাত

পর্ব-১৬

বড় আশা নিয়ে ইসলাম সাহেব এ শাখায় এসেছিলেন। তার সততা আর নিষ্ঠার খ্যাতির কারণেই ম্যানেজমেন্ট একজন বিদায়ী অফিসার নিতাই বাবুর জায়গায় তাকে ট্রান্সফার করেছে। কিন্তু ভেতরে ওৎপেতে থাকা শকুনদের বিছানো জালের মহড়া দেখে ইসলাম সাহেব বড় বিস্মিত !

অনেক আক্ষেপ করেই একদিন বললেন, " মজুমদার সাহেব। আপনারা ইয়াং লোক। জানিনা, কেন যে এসেছেন এসব বাংকে চাকুরী করতে।" আমরাতো ফেঁসে গেছি। যাওয়ার রাস্তা নেই। অনেক দুর এগিযে এসেছি। দুনীতি আর নোংরামীর পদভারে নুইয়ে পড়া এসব প্রতিষ্ঠানের চার দেয়াল আজ ঘুষ খোরদের হাতে বন্দী। এদের ভীত এতটা শক্ত যে, ভাঙ্গার চিন্তাটাই কল্পনাতীত। যদি কখনও এ দেশে আর একটি নতুন বিপ্লব হয়, সব কিছুকে ঢেলে সাজানো যায়, তাহলেই সম্ভব। তারপরও প্রশ্ন থেকে যায়। আর তা হল, সে সৎ নেতৃত্বের রাজনীতিবিদ কি এ দেশে তৈরী হয়েছে? যদি তাই না হয়, তাহলে এসব আত্মতৃপ্তিমুলক নীতিকথা নিজেকে শান্তনা বৈ কিছুই নয়।

চোখে দেখা ব্যাংকের এসব নিয়ে ব্যাংকের উধ্বতন কর্মকর্তাদের সাথেও অনেক কথা হয়েছে। কিন্তু এটি সে পর্যন্তই। কারণ, যাদের কাছে এসব বলি কিংবা যারা এসব কিছুর পরিবর্তনের কর্ণধার, ওদের নিজেদের স্টেটাস আর উন্নতি দেখলে মনে হয়, ওরা নিজেরা আরও বড় চোর। এসব সিন্ডিকেট ক্রাইমের লিডার ওরা। বাস্তবেও তাই।

মজুমদার সাহেব। আপনাকে দেখে ভাল লেগেছে। আপনার বড় ভাইকেও আমি ভাল করে চিনি। আমার পরামর্শ হল, যদি পারেন, চাকুরীটা ছেড়ে অন্য কোথাও চলে যান। আপনি যদি সততা নিয়ে এখানে নিজের জীবন গড়তে চান, তাহলে এটি হবে জীবনের সবচেয়ে বড় ভূল। অনেকটা নিজের পায়ে কুড়াল মারার মত। একটা সময় আসবে, আপনার গতি স্থির হয়ে যাবে। সামনে আর যেতে পারবেন না। কারন প্রমোশনের জন্য যদি ম্যানেজার থেকে শুরু করে সবাইকে তেল মারতে হয়, এমন চাকরীতে আশানুরুপ পদোন্নতি না পেলেও শেষ পর্যন্ত তোষামোদের প্রাকটিসটাই মুলত ভালভাবে আয়ত্ম হয়। আপনার চারিপাশে আজ যারা আছে, এরা এক একজন তোষামোদে সিদ্ধহস্ত। তোষামদে অভ্যস্থ এসব মানুষগুলো সব অপকর্মকে মেনে নেয়ার কারণে ওরা আমার আপনার চেয়ে অনেক ভাল আছে। ওদের বিবেক এসব ঘুষ আর দুনীতির সাথে একাত্মতা ঘোষণা করেছে। এজন্য ওরা খুব ভাল আছে।

দুর থেকে আপনাদের কাছে মনে হয় আমি বড় ভাল আছি। আসলে বাস্তবে তা নয়। কারণ, এ বেতনে আমার ষ্টাটার্স চলেনা। একজন দারোয়ানও আমার চেয়ে অনেক ভাল আছে। আমার এ সততার পরিণতি ভোগ করতে হচ্ছে আমার সন্তান, সন্ততি, স্ত্রী, সবাইকে। আপনি কতদিন কতজনকে মানাবেন? চারিপাশে বাস করা স্বল্প বেতনের লোকদের উপরি আয়ের দাম্বিকতায় আমি এক পরাজিত সৈনিক। আর এ পরাজিত সৈনিকদের নেতৃত্বে বাস করা পরিবারের প্রত্যেকটি সদস্যর আত্মা ও দৈনন্দিন চাহিদাগুলোকে মিটাতে না পেরে চাওয়া পাওয়ারা আত্মহত্যা করেছে।

মাসিক বেতনে বাচ্ছাদের স্কুলের ফি, সংসারের চাহিদা, আপনার ভাবীর দৈনন্দিন সাংসারিক খরচ, সব কিছুর সাথে লড়াই করে এ টিকে থাকার মাঝে কোন আনন্দ নেই। একা সৎ থাকা কিছুটা সহজ হলেও পুরো পরিবারকে মানিয়ে সৎ জীবন যাপন অস্তিত্বের সাথে এক ধরনের লড়াই বৈ কিছুই নয়। আমি সেই অস্তিত্বের সাথে লড়াই করা এক বাকহীন সৎ মানুষ।

আপনি একটু তাকিয়ে দেখুন, আমার নীচের ষ্টাফগুলো অফিস শেষে পকেট ভর্তি টাকা নিয়ে হাসিমুখে বের হয়ে যায়। রেয়াজুদ্দীন বাজার হতে হাতভর্তি কাঁচা বাজার করে সবাই রিক্সা বা টেক্সি হাকিয়ে হাস্যেজ্জল মুখে বাসায় ফিরে। আর আমি ফিরি খালি হাতে। কারণ আমিতো মাসে বেতন পাই একবার। আর ওরা পায় প্রত্যেক দিন। ওরা মাসিক বেতন দিয়ে শাড়ী গহনা কিনে। আর আমি ঋনের টাকা পরিশোধ করি।

গতকাল ম্যানেজার সাহেব আমাকে যা বলল, এতে আমার দুটো পথ খোলা আছে। হয়তঃ ওদেরকে ঘূষ খাওয়ার সুযোগ করে দিতে হবে। আর এ কাজটিতে সহযোগীতা করা আর নিজে খাওযা একই কথা। যদি বলি আমাকে অন্য শাখায় বদলী করে দিতে, তাহলে একই পরিস্থিতির শিকার হতে হবে।

- তাহলে কি করবেন? জানতে চাইলাম।

রাস্তা একটা খোলা আছে। আমাকে জোনাল অফিসে ট্রান্সফার করে দেয়া এটি নিজেকে ও.এস.ডি. খেতাবে ভুষিত করার নামান্তর। দুনীতি গ্রস্থ ম্যানেজার দেরকে শাস্তি স্বরুপ চেয়ার টেবিল দিয়ে হেড অফিসে কর্মহীনভাবে ওখানে বসিয়ে রাখা হয়। এতে সমস্যা হল, আপনি জীবনে আর পদোন্নতি পাবেন না। কারণ কাষ্টমার বিহীন চাকুরীতে কোন ক্রিয়েটিভিটি থাকেনা বলে এরা অনেকটা বৃদ্ধাশ্রমের মত দিন কাটাতে হয়।

সর্বশেষ রাস্তাটি হল, চাকুরী ছেড়ে দেয়া। জীবনের এ পর্যায়ে এসে এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেয়ার মত আমার পরিস্থিতি নেই।

(চলবে)

বিষয়: বিবিধ

১৬৮১ বার পঠিত, ৬০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198956
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৩৮
সুমাইয়া হাবীবা লিখেছেন : আসলেই দেশের অবস্থা এমনই।
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:২৪
149002
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রথম মন্তব্যকারী এবং এ ব্লগে প্রথম আসাতে প্রাণঢালা অভিনন্দন আর ধন্যবাদ আপনাকে। বাবাকে নিয়ে আপনার অনুভুতির সাগরে ডুব দিয়েছিলা।

.........কোনমতে বললাম আব্বা আমাকে কই রেখে গেল! মাদরাসার হোষ্টেল থেকেতো একদিন বাসায় ফিরবো সান্তনা পেতাম। কিন্তু আমার সেই বাসাটাইতো আর নাই! এই হোষ্টেল থেকেতো আর কোনদিনই ফেরা হবেনা! কেন বড় হইলাম!
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
149035
সুমাইয়া হাবীবা লিখেছেন : শুকরিয়া।Happy প্রথম আসলাম!Surprised
198958
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৪২
বুঝিনা লিখেছেন : একা সৎ থাকা কিছুটা সহজ হলেও পুরো পরিবারকে মানিয়ে সৎ জীবন যাপন অস্তিত্বের সাথে এক ধরনের লড়াই বৈ কিছুই নয়। আমি সেই অস্তিত্বের সাথে লড়াই করা এক বাকহীন সৎ মানুষ। Waiting Waiting Waiting
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:২৬
149003
প্রবাসী মজুমদার লিখেছেন : এটাই বাস্তবতা। সত্যি কথা বলতে কি, যে কোন পরিবেশে আপনি সততার দৃস্টি মেলে যদি লোকগুলোকে অন্তর চোখে দেখেন, তাহলে জীবন বোধটা ভিন্নরুপে ধরা দেয়। আমি হয়তবা সে অনুভুতিটুক ধরে রাখার কারণেই সেই ১৯৮৭-৯১ এর সবকিছুই যেন ২০১৪ সালে এসেও হেটে হেটে দেখি আর লিখি।
ধন্যবাদ।
198960
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:২৬
149004
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনাকে অনুভূতি রেখে যাবার জন্য।
198966
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইসলাম সাহেব আপনার জন্য বাংলাদেশ নয় দুর্নীতিবাজদের জন্য বাংলাদেশ Crying
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:২৮
149005
প্রবাসী মজুমদার লিখেছেন : আজকে সেই বাংলাদেশই আমরা দেখছি। মন্ত্রী থেকে শুরু করে সবাই চোর। সুতরা ইসলাম সাহেবের মত লোকদের জন্য এ দেশ ও মাটি নয়।
198968
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৫৭
বিন হারুন লিখেছেন : "চারিপাশে বাস করা স্বল্প বেতনের লোকদের উপরি আয়ের দাম্বিকতায় আমি এক পরাজিত সৈনিক। আর এ পরাজিত সৈনিকদের নেতৃত্বে বাস করা পরিবারের প্রত্যেকটি সদস্যর আত্মা ও দৈনন্দিন চাহিদাগুলোকে মিটাতে না পেরে চাওয়া পাওয়ারা আত্মহত্যা করেছে।" আসলে দেশের সৎলোকগুলো বড় অসহায়. থলের বিড়াল বের হতে দেখে মজা পাচ্ছি চলুক......... Rose (পিলাচ)
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৩১
149006
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ পড়ে ম্নতব্য রেখে যাবার জন্য। অধিক ধন্যবাদ নিত্য এ ব্লগ আডডায় আসার জন্য।
198976
২৭ মার্চ ২০১৪ রাত ১০:০৮
ইশতিয়াক আহমেদ লিখেছেন : পরের পর্বের অপেক্ষায়…
ভালো লাগলো। ধন্যবাদ
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৪
149007
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ অপেক্ষার জন্য।
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৫
149008
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ অপেক্ষার জন্য ইশতিয়াক আহমেদের দেশের বাড়ী কোথায়?
198987
২৭ মার্চ ২০১৪ রাত ১০:১৯
সালাহ খান লিখেছেন : এটিই আজ পুরো দেশ মাতার চিত্র । শকুনরা আজ হায় সেলুকাশের দেশটাকে খাবলে খাবলে খাচ্ছে , ভাল মানুষগুলো আজ বড় অসহায় । আল্লাহর ভয় না থাকলে এমন আরো কত কি যে হবে , যা কেউ ভাবেনি আগে । ভাল কিছু উপহার দিবার জন্য ধন্যবাদ
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৬
149010
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথাটাই বলেছেন। জেটি বন্দর কিংবা কোট কাচারির অবস্থাতো আরও খারাপ।
199013
২৭ মার্চ ২০১৪ রাত ১১:৪৯
নতুন মস লিখেছেন : লোকটা সত্যিকার অর্থে সত্‍।ওনার প্রতি সালাম।
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৭
149011
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল মানুষেদের জীবন আসলেই কস্টের। ধন্যবাদ ।
199083
২৮ মার্চ ২০১৪ সকাল ০৯:০১
প্যারিস থেকে আমি লিখেছেন : খুব কষ্ট অনুভুত হচ্ছে ইসলাম সাহেবের জন্য।
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৭
149013
প্রবাসী মজুমদার লিখেছেন : ইসলাম সাহেব আসলেই একজন ভাল মানুষ। ধন্যবাদ।
১০
199109
২৮ মার্চ ২০১৪ সকাল ১১:০০
রেহনুমা বিনত আনিস লিখেছেন : উনি আপনাকে সঠিক কথাই বলেছেন, একটি হেরে যাওয়া যুদ্ধে লড়ে যাওয়া সহজ ব্যাপার নয়, আপনার সুযোগ থাকলে সেখানে মাটি কামড়ে পড়ে থাকার প্রয়োজন নেই তো, কারণ প্রতিটি মূহূর্তই আপনার আত্মা হাহাকার করছে!
২৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৮
149014
প্রবাসী মজুমদার লিখেছেন : আসলেই। এসব মানুষগুলোর মনে অনেক কস্ট। নিস্পাপ সন্তানদের চাহিদা পুরনে ব্যর্থ এসব বাবাদের মনের বেদনাটা অসীম। ধন্যবাদ।
১১
199193
২৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:২১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কুইক কমেন্টঃ
ভালো লাগলো || ধন্যবাদ || পিলাচ || মাইনাস || অনেক ধন্যবাদ || স্বাগতম ||

কুইক কমেন্ট তৈরি করুন
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:১৯
150390
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও সময় দেয়ার জন্য।
১২
199507
২৯ মার্চ ২০১৪ সকাল ০৫:২৫
শেখের পোলা লিখেছেন : ইসলাম সাহেবের নামের সার্থকতা আছে৷ অনেকের নামের সাথে তার চরিত্রের মিল পাওয়া যায়৷ যাক্ আমিও এমন এক পরিস্থতির শিকার প্রথম জীবনে হয়ে চাকরী ছেড়েই দিয়ে ছিলাম৷ ধন্যবাদ৷
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:১৯
150391
প্রবাসী মজুমদার লিখেছেন : এসব পরিস্থিতিতে ঈমানের পরীক্ষা দেয়ার চেয়ে সিদ্ধান্ত বড় কঠিন। ধন্যবাদ।
১৩
199538
২৯ মার্চ ২০১৪ সকাল ০৭:১৭
বিদ্যালো১ লিখেছেন : asholei nanan ronger manusher shathe porichito hocchi ...

agiye jaan, shathei paben, In Sha Allah.
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:২২
150392
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আমার দেখা রঙ্গের মানুষদের জীবন কাহীনি পড়ে নিয়মিত মন্তব্য করার জন্য।
১৪
199568
২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:২৯
আবু আশফাক লিখেছেন : কি লিখবো? মুডটাই নষ্ট হয়ে গেল। আসলেই চারপাশে পরিস্থিতি একজন ভালো মানুষকেও নষ্টে পরিণত করে।
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:২৩
150394
প্রবাসী মজুমদার লিখেছেন : চাকুরী জীবনটা এককঠিন বাস্তবতা। প্রত্যোক দিনের এসব ছোট ছোট কথা কাউকে বলা না গেলেও এটি এক মহাকাব্য। ধন্যবাদ সাথে থাকার জন্য।
১৫
199805
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৫
আমি মুসাফির লিখেছেন : জীবনের এ পর্যায়ে এসে এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেয়ার মত আমার পরিস্থিতি নেই। কার থাকবে ??
তাই বদঅভ্যাসটা বদলারেই সব ঠিক হতো । ধরাবাহিক এমন সুন্দর পোষ্ট দেবার জন্য আপনাকে অশেষ ধন্যবাধ।
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:২৫
150396
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ পড়ে উতসাহমুলক মন্তব্য রেখে যাবার জন্য। ভাল লাগল্।
১৬
199815
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৭
আবু ফারিহা লিখেছেন : ইসলাম সাহেবের এ পরিস্হিতিই হয়তো বা অাপনাকে নতুন পথ খুঁজার উৎসাহ দিয়েছে।
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:২৫
150397
প্রবাসী মজুমদার লিখেছেন : সঠিক কথাটাই বলেছেন। এ সত্যটা খুজতে গিয়ে জীবনে মন হয় ফেরারী আসামী হয়ে গেলাম। ধনবাদ।
১৭
199947
২৯ মার্চ ২০১৪ রাত ০৮:৩৩
জোবাইর চৌধুরী লিখেছেন : আসলেই এ যুগে ইসলাম সাহেবদের কোন জায়গা নেই।
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:২৬
150398
প্রবাসী মজুমদার লিখেছেন : সঠিক কথা বলেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।
১৮
200274
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:২৮
মোস্তাফিজুর রহমান লিখেছেন : আমাদের সমাজটা এখন বাজে লোকদের আড্ডাখানা হয়ে গেছে। এই বাজে লোকগুলোর ভীড়ে নিজেকে বড় অসহায় মনে হয়; মাঝে মাঝে মনে হয় ওরাই ঠিক আমি ভুলে আছি। আমার পরিচিত এক বড় ভাই তহশিল অফিসে চাকুরী পেয়েছেন। বুদ্ধি আর শিক্ষার জোরে ঘুষ ছাড়াই চাকুরীটা পেয়েছেন। মাস দুয়েক পর একদিন বলল "চাকুরীতে জয়েন করার পূর্বে ভেবেছি ঘুষ নির্মুল করব, কিন্তু পারিনি, পারবনা।"
আসলে আল্লাহর উপর দুঢ় বিশ্বাস আর আল্লাহর সরাসরি সাহায্য না থাকলে কর্দমাক্ত এ সমাজে সুস্থ থাকা সম্ভব নয়।
ভাল লাগল আপনার লিখাটা আগামী পর্বের জন্য অপেক্ষা করছি।
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:২৮
150400
প্রবাসী মজুমদার লিখেছেন : একজন মানুষ ঘূষ নির্মূল করতে পারেনা। ষূঘের উপর নির্ভরশীল হয়ে পরিবার চালাতে অভ্যস্ত একদল নোংরা মানুষকে এ পথে বাধা দিলে নিজের ক্ষতিটাই বেশী। ধন্যবাদ অভিজ্ঞতা দিয়ে মন্তব্য দেয়ার জন্য।
১৯
200352
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৬
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:৩৯
150403
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। কবিতার লাইনগুলো হৃদয়ে আঘাত করার মত।
২০
200873
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাল লাগলো আপনার লিখাটা পড়ে। ভাই আমি আগের নেয় নেটে থাকতে পারিনা। একারনে আপনাদের মূল্যবান লেখা গুলির মন্তব্য করতে পারিনা। Happy Happy Happy Happy
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৫:২২
150561
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। আপনি সাথে আছেন এতুটুকু দেখেই ভাল লাগে।
২১
200986
৩১ মার্চ ২০১৪ রাত ০৮:৩১
মোহাম্মদ লোকমান লিখেছেন : সত্যিই চরম অসহায় ইসলাম সাহেবরা।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫২
151618
প্রবাসী মজুমদার লিখেছেন : ধনবাদ সাথে থাকার জন্য ও মন্তব্য রেখে যাবার জন্য।
২২
201119
০১ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪৭
ইবনে আহমাদ লিখেছেন : কারণ কাষ্টমার বিহীন চাকুরীতে কোন ক্রিয়েটিভিটি থাকেনা বলে এরা অনেকটা বৃদ্ধাশ্রমের মত দিন কাটাতে হয়।

বর্তমান বাংলাদেশের সচিবালয়ে এরকম বৃদ্ধাশ্রমের মানুষ ই বেশী। আর বাবুদের চরম সময় যাচ্ছে।
ইসলাম সাহেবরা অসহায়।কিন্তু একটা শক্তি তো আছেই।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৩
151619
প্রবাসী মজুমদার লিখেছেন : সতিৗ কথা বলেছেন এবং এটাই বাস্তবতা। ধন্যবাদ সোথে থাকার জন্য।
২৩
201577
০২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৭
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। কিছুই লেখার নাই । অনুভূতি ভোতা হয়ে গেছে। ইসলাম সাহেবরা আমাদের দ্বীনের রাহবার।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৫
151620
প্রবাসী মজুমদার লিখেছেন : একতাবদ্ধহীন স্বল্প সংখ্যক রাহবার ও যেন না থাকার মতই। তাই ইসলাম সাহেবদের মত অনেক লোক থেকেই আমরা কিতাবে রক্ষিত সততার তৃপ্তিতেই এগিয়ে যাচ্ছি।
২৪
201907
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:৫২
মাটিরলাঠি লিখেছেন : ইসলাম সাহেবের মতো লোকরা দুনিয়ার জীবনে ব্যর্থ কেন বা সৎ লোকের ভাত নেই কেন?

সর্বস্তরে দীন প্রতিষ্ঠা করা ফরজ, এ চরম সত্যটি জাতির অধিকাংশ সদস্যের কাছে অজানা। আর পার্থিব জীবনের সব সমস্যার সমাধান যে ইসলামের মাধ্যমে করতে হবে তাও অজানা।

একদল ঈমান মজবুত করতে এমন ব্যাস্ত যে, জাতিকে বুঝাবে কখন? আরেক দল ক্যাডার তৈরী ব্যাস্ত, জনগণকে বুঝাবে কখন? আরেক দল দুশ বছর ধরে ঘুমিয়ে।

হুনায়ুনের যুদ্ধে মুসলিমদের পাশাপাশি মক্কার কাফেররাও মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছিল।

০৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০০
151621
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি সত্যি কথাটাই বলেছেন। কোটি কোটি মুসলমান ভক্তের ধর্ম ইসলাম আজ যেন বড় অসহায়। এটিকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়া দ্বীনের স্বল্প সংখ্যক রাহবারের যেন শেষ গন্তব্য মৃত্যু।
আল্লাহ সবাইকে সাহায্য করুন । আমীন।
২৫
206162
১১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
ইবনে হাসেম লিখেছেন : আপনার সৌভাগ্যই বলতে হবে যে ইসলাম সাহেবের মতো একজন আদর্শ নীতিবান সহকর্মীর সাথে পরিচয় হয়েছিল বলেই, হয়তঃ তাঁর অবস্থা স্বচক্ষে দেখে এবং তাঁর জীবনের করুণ অবস্থা হৃদয় দিয়ে অনুভব করে আপনি আপনার পরবর্তী গন্তব্য নির্ধারণ করার উৎসাহ এবং অনুপ্রেরণা লাভ করেছিলেন, ফলে আজ একসাথে দুটো লাভ হলো, ভালো মাইনের সৎ চাকুরীতেও আছেন এবং ইসলামের পবিত্র ভূমিতে থেকে নিজের নৈতিকতার মানকে শানিয়ে নিতে নিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনার এ সৌভাগ্যে আমি খুবই ইর্ষন্বিত ব্রাদার। আল্লাহ আপনাকে দায়ী ইলাল্লাহ রূপে ক্ববুল করুন, আমিন।
১১ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৪
154958
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। আপনার মত খূব কাছের লোকদের কাছে পেলে ভাল লাগে। জীবনের সিদ্ধান্ত নেয়ার সময় বিয়ের আগে। পরে আর হয়না। কলুর বলদ সেজে যেতে হয়। তবু্ও আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।
২৬
210252
১৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
আমি আমার লিখেছেন : আসলেই বাস্তব দেশের অবস্থ। Surprised Surprised Surprised
২৭ মে ২০১৪ রাত ০২:০৯
173697
প্রবাসী মজুমদার লিখেছেন : সহমত। ধন্যবাদ। আপনি কোথায় থাকেন কি করেন জানতে পারি কি? নিয়মিত এ ব্লগে মন্তব্য করে যান। অথচ জানিনা আপনাকে।
২৮ মে ২০১৪ রাত ০৮:১৭
174432
আমি আমার লিখেছেন : ভাই মেড ইন বাংলাদেশ। এখনো ছাত্রই আছি। পরিচয় দেওয়ার মত আর কিছু নাই।
২৭
214449
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১১
আহ জীবন লিখেছেন : তৃতীয় নয়ন দিয়ে দেখলাম "উফ কি কষ্টের কি বিষাদের ইসলাম সাহেবের উপলব্দি"। আমি কি তার জায়গায় দাড়িয়ে এ উপলব্দি টা করতে পারতাম?

নিজেকে চেনার বাকি আছে এখনও অনেক।
২৭ মে ২০১৪ রাত ০২:১০
173698
প্রবাসী মজুমদার লিখেছেন : সমাজে প্রত্যেক লোকের মাঝে একটি স্বাতন্ত্রবোধ আছে। এদেরকে মন দিয়ে দেখলে অনেক কিছূই শেখা যায়। প্রয়োজন ্ওৎসক্য দৃস্টি দিয়ে দেখার।
২৮
226770
২৭ মে ২০১৪ রাত ১২:১৭
আইন যতো আইন লিখেছেন : ওহে সব্যাসাচী লেখক-- এতো কাহিনী কোথায় পান--এবার কহিয়া যান-- ভালো, চালিয়ে যান!
২৭ মে ২০১৪ রাত ০২:১১
173699
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। এসব জীবন চলার পথে দেখা ইতিহাস। আমার দেখা সব কিছূ। বারোটি চাকুরি করেছি। এইত মাত্র একটি চাকুরী। এখনও শেষ হয়নি । ধন্যবাদ।
১৮ জুলাই ২০১৪ রাত ১০:১১
190892
আইন যতো আইন লিখেছেন : চমৎকার!!Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File