'আজকের শীর্ষ খবর' শিরোণামেএকটি নিয়মিত পোষ্টকে ষ্টীকি করে রাখার জন্য ব্লগারদের মতামত পেশের আহব্বান।
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৪ আগস্ট, ২০১৩, ০৬:৫২:১৯ সন্ধ্যা
আসসালামু আলাইকুম।
আমরা অধিকাংশ সময়েই ব্লগের গলিতে ঘুরে বেড়াই। বিজ্ঞানের এ উতকর্ষতায় ব্লগ যেন এক মহামিলনে পরিণত হয়েছে। এখানে প্রত্যোকটি ব্লগার এক একজন সাংবাদিকের মত কাজ করে।
আজকের এ হলুদ সাংবাদিকতার মুকাবেলায় ব্লগ কতৃপক্ষ ও ব্লগাররা মিলে সমাজে ঘটে যাওয়া সত্য ঘটনা তুলে আনার জন্য বিরাট ভুমিকা রাখতে পারে। তাই সম্মানিত ব্লগার ও ব্লগ কতৃপক্ষের কাছে অনুরুধ -
প্রত্যোকদিন যদি 'আজকের শীর্ষ খবর' শিরোনামে একটি পোষ্টকে ষ্টীকি করে রাখা হয় এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ব্লগাররা চোখে দেখা ঘটনা প্রবাহ মোবাইল ক্যামেরায় ধারন করে মন্তব্য সংযোজন করে, তাহলে এ পোষ্টটি হতে পারে সেরা খবরের এক বিশ্বস্ত মোহনা। আর এ সত্য ও তাজা খবর জানার জন্য ছুটে আসা ব্লগারও ভিজিটরদের পদচারণায় এটি হতে পারে র্ব্তমান সময়ের দু'সাহসিক পত্রিকা।
আজকের বাংলাদেশ ও মিশরের পুরো চিত্রটি জানার জন্য সম্মানিত ব্লগার ও ব্লগ কতৃপক্ষের মতামত জানার অপেক্ষায় থাকলাম।
বিষয়: বিবিধ
২৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন