জেগে উঠ হে অভিমানী
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৪২:৩০ সকাল
অভিমানি দ্বীনের দায়ীরা কোথায়
এখনও কি তোদের ভাঙ্গেনি ঘুম
কুলি মজুর শ্রমিক সবাই জেগেছে
ক্ষমতার প্রাসাদে পতনের ধুম।
দিশেহারা মন্ত্রী, মরিয়া পুলিশ
ফাঁসীর মঞ্চে দায়ী গাহিছে গান
শেকলে বন্দী গুলি খেয়ে ডরেনা
রাজপথে ত্যাগীরা নিয়েছে স্থান।
চেয়ে দ্যাখ ঐ দায়ীরা লড়ে
রাজপথ কাঁপাতে ছেড়েছে ঘর
মিছিলে মিছিলে প্রকম্পিত দেশ
পথ খোঁজে পালাতে ক্ষমতাধর।
তুমিনা বলেছো ফিরবে আবারও
এখনও কি সময় হয়নি তোর
শহীদ মালেক এসেছে নিতে
চারিদিকে ভাসছে শহীদের সুর।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন