۞۞মহান আল্লাহ মন্দ কথা বলতে মানা করেছেন।۞۞

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:২২:৪৫ বিকাল



মন্দ কথা হচ্ছে অনেক অনিষ্টের কারন ।

মন্দকথা মানুষকে ছন্নমূল করে সমাজ থেকে উপড়ে ফেলে।

মন্দ কথা সমাজে অস্তিরতা ও বিশৃংখলা সৃষ্টি করে।

মন্দ কথা মনোকষ্ট উপড়ে ফেলে।

মন্দ কথা সমাজে অস্থিরতা ও বিশৃংখলা সৃষ্টি করে।

মন্দ কথা মনোকষ্ট , ঘৃণা, বিদ্বেষ, শত্রুতা ও হানাহানি সৃষ্টি করে।

তাই মহান আল্লাহ মানুষকে মন্দ কথা বলতে মানা করেছেন।

আসুন দেখি মহান আল্লাহ আল কুরআনে মন্দ কথার ব্যাপারে কী বলেছেন :-

۞۞১. তোমরা কেউ কারো গীবত ( নিন্দা ) করোনা। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে ? ( সুরা- আল হুজরাত-১২)

۞۞২. তোমরা পরস্পরের বদনাম করোনা , বিকৃত উপাধিতে ডেকোনা। (সুরা-আল হুজরাত- ১১ )

۞۞৩. হে ঈমানদাররা ! তোমাদের পুরুষদের এবং নারীরা অপর নারীদের উপহাস করোনা , কারণ তারা উত্তম হতে পারে। (সুরা-আল হুজরাত-১১ )

۞۞৪. যারা নিরপরাধ মুসলিম নারী ও পুরুষের ঘাড়ে মিথ্যা অপবাদ চাপিয়ে তাদের কষ্ট দেয় , তারা আসলে নিজেদের ঘাড়েই চাপিয়ে নেয়ছে।( বিরাট বুহতান ) ও পাপের বোঝা । (সুরা -আল আহযাব ৫৮ )

۞۞৫. দান করার পর খোঁটা দিয়ে কষ্ট দেয়ার চাইতে কোমল কথা বলে ক্ষমা চেয়ে বিদায় দেয়া উত্তম ( সূরা-আল বাকারাহ-২৬৩ )

۞۞৬. মানুষ মন্দ কথা বলে বেড়াক ,তা আল্লাহ পছন্দ করেননা। (সূরা- আন নেসা- ১৪৮ )

۞۞৭. তাদেরকে ‘উহ্‌’ পর্যন্ত বলোনা এবং ধমক দিয়ে কথা বলোনা। (সূরা- বনী ইসরাঈল -২৩ )

۞۞৮. হে ঈমানদারেরা! তোমরা এমন কথা কেন বলো ,যা করোনা। (সূরা-আস সফ-২ )

۞۞৯. মিথ্যা কথা বলা থেকে আত্মরক্ষা করো। (সূরা-আল হজ্জ৩০)

۞۞১০. এমন একটি কথাও নেই , যা ( বিচারার্থে ) সংরক্ষণ করার জন্যে একজন সদ্য প্রস্তুত রক্ষক উপস্থিত থাকেনা। (সূরা - কাফ-১৮ )

۞۞১১. হে নবী ! তুমি মিথ্যাবাদীদের কাছে নত হয়োনা। (সূরা- আল কলম-৮)

۞۞১২. হে নবী ! তুমি নত হয়োনা তাদের কাছে ,যারা কথায় কথায় শপথ করে , যারা মর্যাদাহীন , যারা গীবত করে , যারা পরনিন্দা ও চোগলখুরী করে বেড়ায় ,ভালো কাজে বাধা দেয় .... যারা চরম ঝগড়াটে ও হিংস্র।” (সূরা - আল কমৈ-১০ - ১৩)

۞۞১৩. ধবংস এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে, মানুষকে ধিক্কার দেয় এবং মানুষের নিন্দা করে বেড়ায়। (সূরা - আল আসর-১ )

অতএব আসুন, আমরা মন্দ কথা থেকে বিরত থাকি। আর সুন্দর কথা, অফূরন্ত সুফল দায়ক কথা বলি। ।

বিষয়: বিবিধ

১৪২৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172471
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৬
সিটিজি৪বিডি লিখেছেন : সুন্দর পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ। মন্দ কথা বলিব না..সদা সত্য কথা বলিব...............
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৯
126147
আবু তাহের মিয়াজী লিখেছেন : মন্দ কথা বলিব না..সদা সত্য কথা বলিব..............

আমিন আমিন ছুম্মা আমিন।Good Luck
172475
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : তার মানে বোঝা গেলো সকল মন্দের পিছনে রয়েছে এই মন্দের হাত। সালা মন্দ আসলেই মন্দ।
172476
০৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩১
ফাতিমা মারিয়াম লিখেছেন : যাজাকাল্লাহু খাইরান Praying
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৫
126504
আবু তাহের মিয়াজী লিখেছেন : পড়ার জন্য আপনাকে অসংখ মোবারকবাদ।Good Luck
172514
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যাজাকাল্লাহু খাইরান ।উপকারী পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ Rose Rose
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৭
126507
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ অবিরতততততত।
172521
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
প্রিন্সিপাল লিখেছেন : সুন্দর একটি উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৮
126508
আবু তাহের মিয়াজী লিখেছেন : পড়ার জন্য যাজাকাল্লাহু খাইরানGood Luck
172814
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৬
আলোকিত ভোর লিখেছেন : যাজাকাল্লাহ Praying
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৯
126510
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার জন্য ও দোয়া সহকরে Good Luck Good Luck Good Luck
172963
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩২
জবলুল হক লিখেছেন : যাজাকাল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File