কিছু নমুনা দেখুন দেশের শান্তি প্রিয় মানুষের অশান্তিকরনের।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:২৪:৩৯ বিকাল
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
"কেন আমি লজ্জা পাইনা। কারণ আমার লজ্জা শরম বা হায়া উধাও হয়ে গিয়েছে। এটা হয়েছে আমার চেয়েও বড় বড় মানুষের বেহায়াপনা দেখে। দেশের নামকরা কবি, অধ্যাপক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা তাদের বিবেক এবং বোধ শক্তি পচাঁ নর্দমার কাছে বন্ধক রেখে যখন বেহায়ার মতো ধেই ধেই করে নাচে- তখন আমাদের মতো ক্ষুদ্র মানুষের জীবন ধারনের জন্য লজ্জা নামক অলংকারটি বড়ই বেমানান এবং চরম মূল্যবান হয়ে পড়ে। এই দামী অলংকার নিয়ে লজ্জাহীন সমাজ চলাফেরা করা শোভনীয় নয়।"
আসলে আপনি কোন ভাষায় এই ছোট ইতর লোকদেরকে গালি দিবেন তাতেও তো তাদের কিছুই যায় আসে না। ধন্যবাদ মনের খেদ মিটাবার মত চেতনা নিয়ে চলাফেরা করার জন্য ।
ধন্যবাদ
কিন্তু এ সময়ে তাদের ক্রিয়াকর্মে জংগীর যে সংজ্ঞা মানুষ পেয়েছে -
প্রথমতঃ জংগী হল তারাই - যারা কথায়, কাজে, চিন্তায় ও আচার আচরনে আমেরিকার প্রশাসনের ডেভিল পূজারী, সুবিধাবাদী, স্বেচ্চাচারী ও আগ্রাসী অংশটুকুর বিরোধীতার প্রকাশ করে।
দ্বিতীয়তঃ জংগী হল তারাই - যারা কথায়, কাজে, চিন্তায় ও আচার আচরনে আমেরিকার প্রশাসনের উল্লেখিত অংশের নিকট যে বা যারা আত্মসমর্পন করেছে কিংবা তল্পিবাহক হিসাবে নিয়োগ পেয়েছে কিংবা তাদের এজেন্ডা বাস্তবায়নের নিমিত্তে বিভিন্ন ডিসগাইজ পজিশনে কাজ করছে - তাদের প্রতি বিরোধীতার প্রকাশ করে / পায়।
আজকের বিশ্বে ডেভিল পূজারী, সুবিধাবাদী, স্বেচ্চাচারী ও আগ্রাসী কোন শক্তিকে মূলতঃ আল্লাহ প্রেমিক, আল্লাহ বিশ্বাসী, নীতি ও নৈতিকতা সম্পন্ন মানুষের দ্বারাই বিরোধীতা করা সম্ভব। আর সে আলোকে ডেভিলস্ মিডিয়া আপাতঃ অস্বীকার করতে চাইলেও তাদের সৃষ্ট এই জংগী ওয়ার্ড মূলতঃ মুসলমানের জন্যই সীমাবদ্ধ হয়েছে।
সুতরাং আপনার পোষ্ট করা ছবি গুলোর মধ্যে কোনটা কি আদৌ আছে - যা মুসলমানের, অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহ দ্রোহের বিরুদ্ধে? যদি না থাকে তবে তা আর যাই হোক জংগীর নয়।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
মন্তব্য করতে লগইন করুন