Rose Rose "স্বাধীনতা নয়" Rose Rose

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ২৯ মার্চ, ২০১৬, ০৮:১২:২৪ রাত

অমর একুশে ভাষা দিবসে

ইংলিশে গাই গান।

একদিনেই অ আ ক খ বলে

উজার করি প্রাণ।

একেই বলে বাঙালি আর

ভাষার প্রতি টাণ।

বাংলা ছেড়ে বছর ধরে

ইংলিশে হই মর্ডাণ।

পাজ্ঞাবী আর লাল শাড়িতে

একদিনই হই বাঙালি।

সারা বছর টু পিস পরে

বৈশাখে হই পান্তা ভাতের কাঙালি।

এতো খাঁটি বাঙালি নয়

বাঙালি সাজার ঢং।

বহু রঙে বহু রুপে

একদিনে সাজে সং।

ছাব্বিশে মার্চে মনে পড়ে

দিবস স্বাধীনতার।

তিনশত চৌষট্টি দিনেই

শিঁকল পরাধীনতার।

একদিনে আর স্বাধীনতার শ্লোগানে

লাভ কি বলো তাতে?

বাংলা ভাষা, স্বাধীনতা পাইনি

আড়াই যুগের জীবনে।

ষোলোই ডিসেম্বর বিজয় দিবস

হয়েছে কি বাস্তবে বিজয়?

নাকি শুধু লক্ষ প্রাণের

হয়েছিলো রক্ত ক্ষয়?

লক্ষ প্রাণের বিনিময়েও

পাইনি স্বাধীনতা।

আড়াই যুগ পরেও তাই

ঘুচেনি মনের ব্যথা।

ভাষা দিবস, স্বাধীনতা দিবস

বিজয়-দিবস বলে।

রাজনীতিবিদদের রাজনীতি নয়

পেটনীতি যে চলে।

মুক্তি যোদ্ধারা পায়না ভাত

নকলে পায় সুবিধা।

তবো বলো কেমন করে

পেলাম স্বাধীনতা?

শশুর আমার মুক্তিযোদ্ধা

সুবিধা পাবার আশে।

যুগে যুগে পালা-বদলের

ছিলো সদাই পাশে।

সবেই বলে দেব দিচ্ছি

শুধুই কথায় শান্তনা।

আড়াই যুগ পরেও তারা

পেলোনা আসল সম্মাননা।

কতরাজা এলো গেলো

শুধুই চাপার জোরে।

দলীয়রা ধনী হয় তব

গরীব না খেয়ে মরে।

দুঃখ মনে শুধুই ভাবি

পাইনি স্বাধীনতা।

পাকি থেকে মুক্তি পেলেও

চলছে ভারত অধীনতা।

বিষয়: বিবিধ

১০২৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364087
২৯ মার্চ ২০১৬ রাত ১০:০০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাস্তবতা এবং প্রতিবাদ দুইয়ে মিলে সুন্দর উপস্থাপন। Rose
৩০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
302066
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আপনার উৎসাহিত মন্তব্য আমার আগামির পাথেয়। জাযাকুমুল্লাহ খাইরান॥
364091
২৯ মার্চ ২০১৬ রাত ১০:২৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : বুবু, আগের লেখাটা সরিয়ে ফেলা উচিৎ হয়নি!!!!! আপনার অভিমত আপনি ব্যক্ত করেছেন, কিন্তু সরালেন কেন?
৩০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২০
302067
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভাইয়া আমি কাউকে কষ্ট দেয়ার জন্য পোস্ট টি করিনি, সবাইকে শান্তনা লেখা হিসেবে দিয়েছি। যখন জানতে পারলাম সেই পোস্টে কেউ কষ্ট পাচ্ছে, তা ভালো লাগলো না। তাই সরিয়ে ফেলেছি।
364103
২৯ মার্চ ২০১৬ রাত ১০:৫৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
৩০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২০
302068
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আপনার উৎসাহিত মন্তব্য আমার আগামির পাথেয়। জাযাকুমুল্লাহ খাইরান॥
364107
২৯ মার্চ ২০১৬ রাত ১১:১৬
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : খোবই ভালো লাগলো। ধন্যবাদ জানবেন।
৩০ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২০
302069
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আপনার উৎসাহিত মন্তব্য আমার আগামির পাথেয়। জাযাকুমুল্লাহ খাইরান॥

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File