দরিদ্রদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বীমা চালু

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ মার্চ, ২০১৬, ০৬:৪৮:৫৯ সন্ধ্যা



দরিদ্রদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তাদের জন্য স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে সরকার। পাইলট প্রকল্প আকারে টাঙ্গাইলের তিনটি উপজেলায় সম্প্রতি এই সেবা চালু হয়েছে। এই পাইলট প্রকল্পে দারিদ্র্যসীমার নিচে থাকা প্রায় এক লাখ মানুষ অন্তর্ভুক্ত হচ্ছে। যারা দরিদ্র তারা অনেক সময় টাকার কারণে সঠিক স্বাস্থ্য সেবা নিতে পারেন না। এমনকি অনেক পরিবার স্বাস্থ্য সেবা নিতে গিয়ে গরিব হয়ে যায়। তাই সরকার অগ্রাধিকার ভিত্তিতে এদিকে নজর দিচ্ছে। প্রকল্পের আওতায় দরিদ্র মানুষ জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে ৫০টি রোগের চিকিৎসা বিনামূল্যে পাবেন। এই চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য পরিবার প্রতি বছরে ১ হাজার টাকা প্রিমিয়াম হিসেবে প্রদান করবে সরকার। আর প্রতিপরিবার বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা নিতে পারবে। সরকারের এই সিদ্ধান্ত গ্রহণের ফলে একদিকে যেমন দরিদ্র গোষ্ঠী উপকৃত হবে তেমনি স্বাস্থ্য নিয়ে তাদের আর ভাবনা থাকবে না।

বিষয়: বিবিধ

৮৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File