‘’কাংখিত পাওয়া’’

লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৯ এপ্রিল, ২০১৪, ০৭:৪০:২২ সন্ধ্যা

রাত্রি যেন হল ভোর পাঁচটি বছর পরে

ভোরের রশ্নি ছড়িয়ে গেল আমার আঁধার ঘরে।

কাটিয়েছি সময় একেক আকাংখার তাসবীহ গুণে

অনেক সময় গিয়েছে কেটে কত কটুবাক্য শুনে।

অনেক জনে ঘুরেছে পিছু সুযোগ সন্ধানে

যখন জেনেছে বাঁধা আছি কোন প্রবাসীর বাঁধনে।

এমনই করে গেছে যে সময় হয়েছে পাঁচ বছরগত

বুকেরই ঘরে রয়ে গেছে স্মৃতিরুপে যন্ত্রনা কতশত

কষ্টের রঙে রাঙা এই তো ভালবাসা

তাকে নিয়েই মানবের মনে যত আশা ভরসা।

কত কষ্ট কত দুরত্ব কত যে ভাললাগা মিস

কষ্টের অনুভুতি ভুক্তভুগি ছাড়া রাখেনা হদিস।

দুরত্বেরই ব্যবধানে প্রার্থনা ছিল শুধু

আদম হাওয়ার মত এত দুরত্বে রেখোনা প্রভু

তাদের মত হায়াত নেইকো ধৈর্য ধরবো এতো

আর রেখোনা দুরত্বে মোদের মিলন ঘটাও দ্রুত।

অনেক সাধনা অনেক আরাধনা অনেক ধৈর্যের পরে

একত্র করেছেন মহীয়ানে দু-প্রান্ত থেকে দুজনেরে।

অনেক ধৈর্যের পরে যখন বুকের ঘরে বইছে হতাশার হাওয়া

তখনই মালিকে পূর্ণ করেছে অন্তরের কাংখিত পাওয়া।

২৫ শে মার্চ ২০১৪

মদিনা মনোয়ারা

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205271
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
শিশির ভেজা ভোর লিখেছেন : কবিতায় বেদনার সুর.
তবুও ভালো লাগলো যেতে হবে যে আপনাকে বহুদুর।

Thumbs Up Rose
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৯
154486
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সবাইকেই যেতে হবে বহুদুর.....।
205278
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
সাদামেঘ লিখেছেন : অবশেষে তবে পূর্ণ হয়েছে আপনার মনের চাওয়া? ভালো লাগলো জেনে!
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১১
154487
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পূণ হয়েছে? না! মহান আল্লাহ পূর্ণ করেছেন তার অপার অনুগ্রহে আলহামদুলিল্লাহ...।
205290
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
আঁধার কালো লিখেছেন : ভালো লাগলো জেনে! ধন্যবাদ ।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
154489
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : অনেক অনেক ধৈর্যের পরেই আসে মহান আল্লাহর কাছ থেকে কাংখিত চাওয়া পূরনের অনুগ্রহ........।
205293
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
অনেক পথ বাকি লিখেছেন : অবশেষে তবে পূর্ণ হয়েছে আপনার মনের চাওয়া? ভালো লাগলো । পিলাচ ।
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
154490
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পূর্ণ হয়েছে? না! মহান আল্লাহ পূর্ণ করেছেন তার অপার অনুগ্রহে আলহামদুলিল্লাহ........।
205311
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : আলহামদু লিল্লাহ্‌!
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৪
154491
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : শোকর আলহামদুলিল্লাহ!
205312
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অসাধারন করে বিরহি দরত্বের বেদনার সুরে সুরে বলে দিলেন অনেক হৃদয়ের কথা স্বার্থক কবিতা অনেক ধন্যবাদ, পিলাচ
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৫
154492
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পূণ হয়েছে? না! মহান আল্লাহ পূর্ণ করেছেন তার অপার অনুগ্রহে আলহামদুলিল্লাহ.......।
মানুষের মনের অপূর্ণতা গুলো মহান আল্লাহ এভাবেই পূর্ণ করেন।
205362
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:০০
লোকমান লিখেছেন : ভালো লাগলো
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৬
154494
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পূণ হয়েছে? না! মহান আল্লাহ পূর্ণ করেছেন তার অপার অনুগ্রহে আলহামদুলিল্লাহ.......। ভাল লেগেছে জেনে আমার পুলকিত লাগছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File