‘’কাংখিত পাওয়া’’
লিখেছেন লিখেছেন মাহবুবা সুলতানা লায়লা ০৯ এপ্রিল, ২০১৪, ০৭:৪০:২২ সন্ধ্যা
রাত্রি যেন হল ভোর পাঁচটি বছর পরে
ভোরের রশ্নি ছড়িয়ে গেল আমার আঁধার ঘরে।
কাটিয়েছি সময় একেক আকাংখার তাসবীহ গুণে
অনেক সময় গিয়েছে কেটে কত কটুবাক্য শুনে।
অনেক জনে ঘুরেছে পিছু সুযোগ সন্ধানে
যখন জেনেছে বাঁধা আছি কোন প্রবাসীর বাঁধনে।
এমনই করে গেছে যে সময় হয়েছে পাঁচ বছরগত
বুকেরই ঘরে রয়ে গেছে স্মৃতিরুপে যন্ত্রনা কতশত
কষ্টের রঙে রাঙা এই তো ভালবাসা
তাকে নিয়েই মানবের মনে যত আশা ভরসা।
কত কষ্ট কত দুরত্ব কত যে ভাললাগা মিস
কষ্টের অনুভুতি ভুক্তভুগি ছাড়া রাখেনা হদিস।
দুরত্বেরই ব্যবধানে প্রার্থনা ছিল শুধু
আদম হাওয়ার মত এত দুরত্বে রেখোনা প্রভু
তাদের মত হায়াত নেইকো ধৈর্য ধরবো এতো
আর রেখোনা দুরত্বে মোদের মিলন ঘটাও দ্রুত।
অনেক সাধনা অনেক আরাধনা অনেক ধৈর্যের পরে
একত্র করেছেন মহীয়ানে দু-প্রান্ত থেকে দুজনেরে।
অনেক ধৈর্যের পরে যখন বুকের ঘরে বইছে হতাশার হাওয়া
তখনই মালিকে পূর্ণ করেছে অন্তরের কাংখিত পাওয়া।
২৫ শে মার্চ ২০১৪
মদিনা মনোয়ারা
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবুও ভালো লাগলো যেতে হবে যে আপনাকে বহুদুর।
মানুষের মনের অপূর্ণতা গুলো মহান আল্লাহ এভাবেই পূর্ণ করেন।
মন্তব্য করতে লগইন করুন