আমার অবাস্তব স্বপ্নগুলি....?
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৯ এপ্রিল, ২০১৪, ০৭:৩৪:২৪ সন্ধ্যা
একজন বীর পুরুষ চাই
যার ধ্বমকে কাজ হবে
এমন একজন শাসক চাই
যে শাসন করবে আপন হয়ে
নিজে নিরাপদ থাকবে দিবে নিরাপত্তা
যে পায়ে হেটে মানুষের দুঃখ দেখবে
পেটে হাতদিয়ে দেখবে ক্ষুদার্তের ক্ষুদা
সাদামাটা চাটাই হবে তার দস্তরখানা
যেখানে দলবেঁধে খাবে সাধারনেরা
যে বিনা বেতনের সরকার হবে
যার খাবার রাধঁবে বেগম সাহেব
সন্তানদের পাবলিক স্কুলে দিবে
প্রতিযোগিতা করবে সাধারনের সাথে
জিতবে স্বর্ণের এ প্লাস সগৌরবে
সাধারনের সাথেই হবে সখ্যতা
বন্ধু হবে মেধাবি গরিবেরা
যাদের দিয়ে পূর্ণ হবে বিসিএস কোঠা
যারা শাসক হবেনা-হবে সেবক
অন্তরটাই হবে ডিজিটাল-স্লোগান নয়,
আমার স্বপ্নটাকি খুবই অবাস্তব?
এমনটা কি হতে পারেনা-আমাদের সজিব ওয়াযেদ?
হতে পারেনাকি তারেক জিয়া-খালিদ বিন ওয়ালিদ?
ব্যারিষ্টার পার্থও হতে পারে ন্যায়ের উদহারন,
রিজার্ব শিবির সোনাদের রিজার্বই রাখলাম,
হতে পারেনাকি একটি বাংলাদেশ অখন্ড?
ভালোবাসায় ভালোলাগায় ধর্মে কর্মে,
যাকে অনুস্বরন করবে সব সব্যরা,
আমার স্বপ্নাটাকি খুবই অবাস্তব ?
তাহলে আমিকি স্বপ্ন দেখা ছেরে দেবো ?
মাহমুদুর রহমানরাকি জেল খানাতেই মরবে?
হবেনাকি কোরআনের তফসির মানব কল্যাণে?
আমার স্বপ্নগুলোকি স্বপ্নই থেকে যাবে জীবদ্যসায়?
বিষয়: সাহিত্য
১১৩০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন তাই আপনার কবিতার সুর পাল্টাতে হবে মুন্সি ভাই।
সুমাইয়া আপুনি।
মাহমুদুর রহমানরাকি জেল খানাতেই মরবে?
হবেনাকি কোরআনের তফসির মানব কল্যাণে?
আমার স্বপ্নগুলোকি স্বপ্নই থেকে যাবে জীবদ্যসায়?
দারুণ আহব্বান। কবিতার মাঝে ছন্দে ছন্দে সত্যর দিকে আহব্না। শব্দের মাঝে আপনার অব্যক্ত আক্ষোপ হোক আমাদের চেতনায়, ধন্যবাদ হে কবি।
মন্তব্য করতে লগইন করুন