রেলমন্ত্রী কী প্রোস্টেট গ্লান্ডের সমস্যায় ভুগছেন?

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ০৯ এপ্রিল, ২০১৪, ০৮:০৯:৫৮ রাত

কিছুদিন আগে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের একজন শিক্ষক বললেন, "ছাত্রলীগ দেখে চাকরি দিতে হবে। যারা ছাত্রলীগ করে তাদের অবশ্যয় চাকরি দিতে হবে।" আর আজ রেলমন্ত্রী বললেন, "ছাত্রলীগ নেত্রীদের ট্রেনে ভাড়া লাগবে না।" সকালে রাজধানীর বকশীবাজারে বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ আয়োজিত ‘স্বাধীনতার ৪৩ বছর বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাহ ভালো তো ভালো না!!! আর আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ ছাত্র তারা কি দোষ করলাম? আমরা যারা কোন দলের সাথে জড়িত না তারা কি দোষ করেছি? আমরা কি বানের জলে ভেসে এসেছি? আমরা কি এদেশের নাগরিক না? না এদেশে জন্মগ্রহণ করাটাই ভূল।

উনাদের কথা শুনলে মনে হয় দেশটা কারো পৈতৃক সম্পত্তি। অথবা কিনে নেওয়া সম্পদ।

আরো কি বলেছে জানেন? বলেছে, "সারাদেশে ছাত্রলীগ নেত্রীদের সকল প্রোগ্রামে আমি অতিথি হয়ে যেতে চাই।"

ছাত্রলীগ কি দোষ করলো? মেয়েদের প্রতি এতো আগ্রহী কেন? উনি কী প্রোস্টেট গ্লান্ডের সমস্যায় ভুগছেন?

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205337
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪০
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : হুম! ঊনার প্রোষ্টেট ফুলে ক্যান্সার হবার উপক্রম।
205349
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৭
শিশির ভেজা ভোর লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin মাঝে মাঝে বেশী বেশী আবেগ কাজ করে তাই এরকম মন্তব্য করে। এতে বিচলিত হওয়ার কিছু নাই।
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫২
154226
তূর্য রাসেল লিখেছেন : মন্ত্রীমশায়ের এতো আবেগ থাকা ভালো না
205370
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Big Grin Big Grin Big Grin হৈতারে। বদরুন্নেছার মেয়েদের সামনে বলেছেন তো তাই এইরকম অবস্থা।
205375
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৪
হতভাগা লিখেছেন : আসুন সবাই দলে দলে ছাত্রলীগে যোগ দেই , তাহলে চাকুরী সুনিশ্চিত ।

ছাত্রলীগের আপুদের টাকা লাগবে না রেলে চড়তে , সাথে উনাদের সবমসয়ই বসে যাবার ব্যবস্থা করিয়ে দিতে হবে ।
205410
০৯ এপ্রিল ২০১৪ রাত ১০:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুরে রেল ভ্রমনে একা যাইতে কি ভাল লাগে? তাই কচি সঙ্গিনি নিয়ে যাবেন।
206086
১১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৬
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : রেল মন্ত্রী তো দেখছি রেলের লোকসান আরও বাড়িয়ে দেবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File