রেলমন্ত্রী কী প্রোস্টেট গ্লান্ডের সমস্যায় ভুগছেন?
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ০৯ এপ্রিল, ২০১৪, ০৮:০৯:৫৮ রাত
কিছুদিন আগে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের একজন শিক্ষক বললেন, "ছাত্রলীগ দেখে চাকরি দিতে হবে। যারা ছাত্রলীগ করে তাদের অবশ্যয় চাকরি দিতে হবে।" আর আজ রেলমন্ত্রী বললেন, "ছাত্রলীগ নেত্রীদের ট্রেনে ভাড়া লাগবে না।" সকালে রাজধানীর বকশীবাজারে বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ আয়োজিত ‘স্বাধীনতার ৪৩ বছর বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাহ ভালো তো ভালো না!!! আর আমরা সাধারণ মানুষ, যারা সাধারণ ছাত্র তারা কি দোষ করলাম? আমরা যারা কোন দলের সাথে জড়িত না তারা কি দোষ করেছি? আমরা কি বানের জলে ভেসে এসেছি? আমরা কি এদেশের নাগরিক না? না এদেশে জন্মগ্রহণ করাটাই ভূল।
উনাদের কথা শুনলে মনে হয় দেশটা কারো পৈতৃক সম্পত্তি। অথবা কিনে নেওয়া সম্পদ।
আরো কি বলেছে জানেন? বলেছে, "সারাদেশে ছাত্রলীগ নেত্রীদের সকল প্রোগ্রামে আমি অতিথি হয়ে যেতে চাই।"
ছাত্রলীগ কি দোষ করলো? মেয়েদের প্রতি এতো আগ্রহী কেন? উনি কী প্রোস্টেট গ্লান্ডের সমস্যায় ভুগছেন?
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছাত্রলীগের আপুদের টাকা লাগবে না রেলে চড়তে , সাথে উনাদের সবমসয়ই বসে যাবার ব্যবস্থা করিয়ে দিতে হবে ।
মন্তব্য করতে লগইন করুন