নাসির জমশেদের টুইট বনাম জাদেযার টুইট বনাম বাংলাদেশ ছাত্রলীগের স্ট্যাটাস
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ১০ মার্চ, ২০১৫, ০৮:৪০:১৭ রাত
তূর্য রাসেল:: নাসির জমশেদের তথাকথিত টুইটার বার্তা নিয়ে বাঙালীরা মাঠ গরম করে ফেলতেছে। কিন্তু যে টুইটার একাউন্ট থেকে পোস্ট করা হয়েছে সেটা যে নাসির জমশেদ এর একাউন্ট নয় সেটা অনেকটাই নিশ্চিত, কারণ আইডিটি আনভ্যারিফাইড। এমন কি টুইটার একাউন্টটিতেই লেখা আছে সেটা প্যারোডি একাউন্ট! পুরোটা ভর্তিই উদ্ভট উদ্ভট নিউজ। এই টুইটার একাউন্ট টা আমাদের প্রিয় "দৈনিক মতিকণ্ঠ"র মত, যেটা অনেক জনপ্রিয় প্যারোডি ম্যাগাজিন।
আপনি হয়তো বলবেন তাহলে এতো ফলোয়ার কেন? তার আইডি থেকে মজার মজার উদ্ভট নিউজ পাব্লিশ করা হয় রেগুলার, অনেক বিষয়ে। তাই এত ফলোয়ার।
আমাদের মতিকণ্ঠে ২ লাখ লাইক! তার থেকেও বড় কথা, সরাসরি একাউন্টেই লেখা আছে, এটা প্যারোডি।
কালের কন্ঠ এবং ৭১ টিভি সর্বপ্রথম এটা নিয়ে নিউজ করে, আর তাদেরকে ফলো করে কিছু ২৪ মার্কা নিউজ পোর্টাল। তারা শুধুমাত্র একটা ফেক আইডির স্ট্যাটাস নিয়েই চিল্লাফাল্লা শুরু করেছে। এবং কিছু বাংলাদেশীও এটা নিয়ে লাফালাফি করছে কোন সত্যতা যাচাই না করেই।
এদিকে ডাস্টার ইমরান দাবি করেছেন প্রতিবাদ করার কারণেই নাকি পরবর্তীতে নাসির জমশেদ বায়ো পরিবর্তন করে 'পেরোডি' লিখেছেন!!! :P :P :P
আমাদের বাঙালীদের অবস্থা হচ্ছে চিলে কান নিয়ে যাওয়ার মত, চিলের পেছনে দৌড়ানো।
যারা প্রতিবাদ করছেন তারা কিন্তু ইন্ডায়ার বিরুদ্ধে কোন প্রতিবাদ করছেন না, ইন্ডিয়ার এক নিউজ পোর্টালে শিরোনাম লিখেছে, "জামিনে মুক্ত পেসারের কাঁধে ভর করে ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটে বাংলাদেশ" আর ভেতরে লিখেছে, "ম্যাচের নায়ক বিশ্বকাপে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসাবে শতরানকারী মহমদুল্লা (১০৩) ও অভিনেত্রীকে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত হয়ে জেল খাটা বিতর্কিত পেসার রুবেল হোসেন (৪/৫৩)। প্রসঙ্গত, এই রুবেল জামিনে ছাড়া পেয়ে বিশ্বকাপে খেলছেন।" (এই লিঙ্কে দেখুন)
জানি এটার প্রতিবাদ আপনারা কেউ করবেন না কারণ দাদা বলে কথা, দাদাদের কিছু বলা যাবে না করণ উনারা আমাদের মা বাবা। আমরা আমরাই তো, প্রতিবাদ করার কি দরকার।
এদিকে জাদেযা তার টুইটারে লিখেছেন, কোয়ার্টার ফাইনালে ভারত বাংলাদেশকে হারিয়ে সেমি ফাইনালে উঠবে। এটাতে বাংলাদেশের সন্মানহানী হয় না, প্রতিবাদ তো দূরের কথা।
অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগের স্ট্যাটাসটি দেখুন,নিচে স্ক্রীনশর্ট দেওয়া হল।
বিষয়: বিবিধ
১৬১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একের পর এক বাঁধ দিয়ে নদী শুকিয়ে ফেলা হবে । মমতার মমতা আর পাওয়া হবে না ।
এমন ঘটনা ঘটাটা অসম্ভব কিছুনা। শ্রীলংকার বিরুদ্ধে খেলার সময় খেলোয়াররা অজ্ঞাত কারণে তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি !
"Rashed Chowdhury ও 21 জন এটি পছন্দ করেছেন।"
মন্তব্য করতে লগইন করুন