ইসলামের বিধান এবং বাস্তবতা; এক মুসলিম বোনের আহ্বান
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ২৯ জানুয়ারি, ২০১৫, ০৫:১৪:৫৩ বিকাল
একদিন এক গরীব লোক রাস্তায় ১০ টাকা পেল। সে ভাবতে লাগলো এ ১০ টাকায় কি কেনা যাবে, সারাদিন এই ১০ টাকার চিন্তায় সে অনেক সময় নষ্ট করে ফেললো। পরে সে এ ১০ টাকা ফেলে দিলো। সে বললো, হে আল্লাহ্ এই ১০ টাকার জন্য আমি আজ সকাল থেকে আপনাকে একবারও স্মরণ করিনি, সেসব লোক আপনাকে কিভাবে স্মরণ করে? যাদের লাখ টাকা আছে? আল্লাহ্ সূদ হারাম করে দিয়েছেন, আমরা ব্যাংক বানিয়েছি, আল্লাহ্ জীবনকে সীমিত করেছেন, আমরা ঘড়ি বানিয়েছি, আল্লাহ্ পর্দার হুকুম দিয়েছেন, আমরা টিভি, ভিসিডি, ডিভিডি বেহায়া সর্বসাধারণের জন্য করে দিয়েছি।
আল্লাহ্ বলেন কুরআনে তোমাদের সফলতা, আমরা অক্সফোর্ডের বইকে সফলতা বানিয়ে নিয়েছি। আল্লাহ্ মিথ্যা বলা নিষেধ করেছেন আর আমরা এপ্রিল ফুল পালন করা শুরু করে দিয়েছি। আল্লাহ্ বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করতে বলেছেন, আমরা বৃদ্ধাশ্রম বানিয়ে ফেলেছি। আজ মুসলমান এজন্য দুষ্চিন্তায় যে, যাকে খুশি করার তাকেই তো রাগিয়ে ফেলেছি। দয়া করে সবাইকে ফরওয়ার্ড করো। কারণ নেকির দাওয়াত দেওয়ায় নেকিকারের সমান সওয়াব পাওয়া যায়। একটু ভাবুন, আজান যখন হয় তখন টিভির ভলিউম কমানো হয়, কিন্তু নজর টিভিতেই থাকে। আর মনে মনে বলি আজান যাতে তাড়াতাড়ি শেষ হয়। এটাই কি আজানের মর্ম? আপনি নিজেই আপনার মনকে প্রশ্ন করুন। আজানের জবাব দেওয়ার চেষ্টা করুন। যাতে মৃত্যুর পর কালেমা তৈয়বা নসিব হয়। অনুরোধ এ ম্যাসেজটি সবার কাছে পৌছে দিন। বন্ধুরা আমাদের দাওয়াতে যদি কেউ না আসে আমরা রাগান্মিত হই, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রতিদিন পাঁচবার দাওয়াত আসে, আর আমরা নামায পড়ি না। তাতে কি আল্লাহ আমাদের উপর রাগান্মিত হন না? এটা শুধু ম্যাসেজ না বাস্তবতা, দয়া করে নাময আদায় করুন এবং অন্যকেও উৎসাহিত করুন। যিনি এই ম্যাসেজ পড়েন তাদের উপর আল্লাহ্ আরো রহমত দিন, এবং যিনি এই ম্যাসেজ ফরওয়ার্ড করেন তার ভালো ইচ্ছা আল্লাহ্ পূরণ করুন এবং হেদায়েত করুন। নামাজের চিন্তা করুন, ব্যালেন্সের না। আজান শুনে উঠুন রিংটনের মত। কুরআন মনোযোগ দিয়ে পড়ুন এসএমএস পড়ার মত। জীবন সবসময় থাকবে না, নেটওয়ার্কের মত। নামাজ ত্যাগ করা মানে আল্লাহকে রাগান্মিত করা। ফযর ৬ মিনিট, জোহর ১৫ মিনিট, আসর ৮ মিনিট, মাগরিব ১০ মিনিট, এশা ১৮ মিনিট, মোট ৫৭ মিনিট, ৮০ শতাংশ লোক এ ম্যাসেজ ফরওয়ার্ড করে না, দয়া করে আপনি করুন, আল্লাহ্ আপনার মঙ্গল করুন, আমিন….
বি.দ্র. ইউটিবের একটি ভিডিও থেকে কথাগুলো নেওয়া, কোন এক বোন এ কথাগুলো বলেছেন, বোনটির ছবি এবং ভিডিও লিঙ্ক দেওয়া হলো।
বিষয়: বিবিধ
১৫৪০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
মন্তব্য করতে লগইন করুন