সৌদিতে মার্স ভাইরাসে নিহত২৮৪ আতঙ্কিত প্রবাসীরা
লিখেছেন লিখেছেন লোকমান ০৭ জুন, ২০১৪, ১০:৪৩:০৫ সকাল
মিডল ইস্ট রেস্পিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাস সৌদি আরবে এখন এক আতঙ্কের নাম। কোন ভাবেই নিয়ন্ত্রন করা যাচ্ছে না এই ভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। সৌদি আরব স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. খালেদ জানান ২০১২ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ৫৫১ জন এ রোগে আক্রান্ত হয়। এর মধ্যে ২৮৪ জনের মৃত্যু হয়েছে ।
মার্স ভাইরাস আতঙ্কে ভুগছেন প্রবাসী বাংলাদেশীরাও।
কয়েকজন প্রবাসী চিকিৎসকের সাথে আলাপ করে জানা যায়, রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কাসহ সৌদি আরবের বিভিন্ন শহরে কর্মরত প্রবাসীদের অবস্থা এমন হয়েছে যে একটু কাশি হলেও তারা ডাক্তারের কাছে ছুটে যায় জানতে চায় মার্স ভাইরাসে আক্রমন করেছে কিনা। স্থানীয়দের চেয়ে প্রবাসীরা আতঙ্কিত বেশি। বাংলাদেশি, ইন্ডিয়ান ও পাকিস্থানিদের মধ্যে এর পরিমাণ বেশি।
ইতিমধ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এই ভারাইস সম্পর্কে প্রবাসীদের সতর্ক করতে দূতাবাসে নোটিশ টানিয়েছে। তবে ২৬লাখ প্রবাসীর জন্য দূতাবাসের নোটিশ বোর্ডে এই নোটিশই কি যথেষ্ট? এই প্রশ্ন অনেকের। দূতাবাসের উদ্যোগে এই ভাইরাস সম্পর্কে আরো প্রচারনা চালানো দরকার বলে মনে করেন প্রবাসী বাংলাদেশীরা।
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম নামক একটি প্রবাসী সংগঠনও বাংলাদেশী অধ্যুষিত এলাকা বাথায় সতর্কীকরণ লিফলেট বিতরণ করেছে।
মার্স ভাইরাস এখন শুধু সৌদি আরবের মধ্যেই সীমাবদ্ধ নয় আরব আমিরাত, জর্ডান, কাতার, ওমান, কুয়েত, মিশর, তিউনিশিয়া, যুক্তরাজ্য, জার্মান, ফ্রান্স, মালয়েশিয়া, ফিলিফাইন ছাড়াও ইতালি, গ্রিস এবং নেদারল্যান্ডে এ রোগে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে।
চিকিৎসকদের পরামর্শ হল আতঙ্কিত নয় বরং সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। পরিস্কার পরিছন্ন থাকার পাশাপাশি উটের মাংস ও দুধ না খাওয়ার পরামর্শ চিকিৎসদের। উট থেকে এই ভাইরাসের সংক্রমন বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য মার্স ভাইরাসে সৌদি আরবে এক বাংলাদেশী চিকিৎসক এবং এক নারীর মৃত্যু হয়েছে।
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাই দ্যা ওয়ে- মুসলিম উম্মা যদি থেকেই থাকে তো বাংলাদেশের মুমিনরা সৌদি আরবে আকামার অভাবে চোরের মত লুকিয়ে থেকে ক্যান?
বলছি হে মহান
রাব্বুল আলামিন
তুমি এই ভয়াবহ বিপদ
থেকে মুসলিম
উম্মাহকে রক্ষা কর।
আমীন।
|
বাংলাদেশ দূতাবাস এর কথা না বলাই ভাল। এরা তো নিজেদের অতি যোগ্য এবং ব্রাম্মন মনে করেন। হজ্জ যাত্রিদের সাথেই যেরকম ব্যবহার করেন তাতে প্রবাসি রা যারা তাদের কাছে স্রেফ লেবার!
আল্লাহ সবাইকে রক্ষা করুন।
আপনি কেমন আছেন আর আপনি যে এলাকায় আছেন তার কি অবস্থা?
মন্তব্য করতে লগইন করুন