মওলানা দেলোয়ার হোসাইন সাঈদীঃ-
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৭ জুন, ২০১৪, ১০:১০:২৭ সকাল
কোন চিকিৎসা পাচ্ছি না। ফরজ নামাজ ব্যাতিরেকে বাকী নামাজ গুলো বসে পড়তে হয়। কোন অবলম্বন ছাড়া ১০ মিঃ দাড়াতে পারি না। শরীরের Ballence থাকে না, হাটুতে ও কোমরে তীব্র ব্যাথা, এর পরেও বলবো " আলহামদুলিল্লাহে আলা কুল্লি হাল"
শীর্ষ ব্যক্তিদের অনুপস্থিতে তানজীম যেভাবে চলছে এতে আল্লাহর শোকর আদায় করে শেষ করা যাবে না, আপনাদের ভুমিকা প্রশংসনীয় , হুকুমত এ মুলহেদীনরা মিডিয়ার মাধ্যমে যতই অপ প্রচার করুক সাধারন জনগণ আপনাদের ভুমিকা জানে, আল্লাহর রহমত অবধারিত ইনশে আল্লাহ ।
আমার ব্যাপারে দুঃশ্চিন্তা করবেন না। আমার মধ্যে কোন টেনশান কাজ করে না । তাওয়াক্কালতো আলাল্লাহ। যে কোন পরিস্থিতিতে নবী করীম (সাঃ) মদনী জিন্দেগী অনুসরন করবেন, কারন আমরা মাক্কী জিন্দেগীর স্তর পার হয়ে এসেছি মাবুদের অসীম করুনায়, এখন " মাতা নাছ্ রুল্লাহ "স্মমুখে,
অশ্রু সজল নেত্রে গভীর রজনীতে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে বলার সময় এসেছে, আমি তো " আলা ইন্না নাছ্ রুল্লাহে কারীব" যেনো দেখতে পাচ্ছি। শাহাদাতের তামান্না নিয়ে মেধা প্রজ্ঞা ও হিকমত অবলম্বন করে ময়দানে থাকার এইতো সময়, আল্লাহ তায়ালা ও দেখছেন ঈমানের অগ্নি পরীক্ষায় কারা এগিয়ে, যেভাবে চলছেন চলতে থাকুন , আর বলতে থাকুন " রব্বানা অলা তুহাম্মিলনা মা-লা তা-কাতা লানা বিহ............ মারকাযী ও মহানগরীর ভাইদের জন্য আমার প্রান ভরা সালাম রইলো।
দ্বীনী ভাই- বোনদের সকলের কাছে দোয়ার দরখস্ত রইলো।
বিষয়: বিবিধ
৩৯৬১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মনে হয় চুড়ান্ত রায় হলে শিবির কি না কি করে তার জন্য সরকার ভয় পাইছে
নেই মনে আজ কোন ঢর,
দীনের লাগিয়া দায়ীরা আজি
কবেইনা ছেড়েছে আপন ঘর।
ধন্যবাদ প্রিয় সাইদীকে নিয়ে লিখার জন্য।
মন্তব্য করতে লগইন করুন