মওলানা দেলোয়ার হোসাইন সাঈদীঃ-

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৭ জুন, ২০১৪, ১০:১০:২৭ সকাল



কোন চিকিৎসা পাচ্ছি না। ফরজ নামাজ ব্যাতিরেকে বাকী নামাজ গুলো বসে পড়তে হয়। কোন অবলম্বন ছাড়া ১০ মিঃ দাড়াতে পারি না। শরীরের Ballence থাকে না, হাটুতে ও কোমরে তীব্র ব্যাথা, এর পরেও বলবো " আলহামদুলিল্লাহে আলা কুল্লি হাল"

শীর্ষ ব্যক্তিদের অনুপস্থিতে তানজীম যেভাবে চলছে এতে আল্লাহর শোকর আদায় করে শেষ করা যাবে না, আপনাদের ভুমিকা প্রশংসনীয় , হুকুমত এ মুলহেদীনরা মিডিয়ার মাধ্যমে যতই অপ প্রচার করুক সাধারন জনগণ আপনাদের ভুমিকা জানে, আল্লাহর রহমত অবধারিত ইনশে আল্লাহ ।

আমার ব্যাপারে দুঃশ্চিন্তা করবেন না। আমার মধ্যে কোন টেনশান কাজ করে না । তাওয়াক্কালতো আলাল্লাহ। যে কোন পরিস্থিতিতে নবী করীম (সাঃ) মদনী জিন্দেগী অনুসরন করবেন, কারন আমরা মাক্কী জিন্দেগীর স্তর পার হয়ে এসেছি মাবুদের অসীম করুনায়, এখন " মাতা নাছ্ রুল্লাহ "স্মমুখে,

অশ্রু সজল নেত্রে গভীর রজনীতে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে বলার সময় এসেছে, আমি তো " আলা ইন্না নাছ্ রুল্লাহে কারীব" যেনো দেখতে পাচ্ছি। শাহাদাতের তামান্না নিয়ে মেধা প্রজ্ঞা ও হিকমত অবলম্বন করে ময়দানে থাকার এইতো সময়, আল্লাহ তায়ালা ও দেখছেন ঈমানের অগ্নি পরীক্ষায় কারা এগিয়ে, যেভাবে চলছেন চলতে থাকুন , আর বলতে থাকুন " রব্বানা অলা তুহাম্মিলনা মা-লা তা-কাতা লানা বিহ............ মারকাযী ও মহানগরীর ভাইদের জন্য আমার প্রান ভরা সালাম রইলো।

দ্বীনী ভাই- বোনদের সকলের কাছে দোয়ার দরখস্ত রইলো।

বিষয়: বিবিধ

৩৯৬১ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231686
০৭ জুন ২০১৪ সকাল ১০:২৪
আয়নাশাহ লিখেছেন : লেখাটা কার? আল্লামা সাইদী সাহেবের হলে সুত্র দেয়া দরকার। ধন্যবাদ।
০৭ জুন ২০১৪ সকাল ১১:১৮
178449
সত্য নির্বাক কেন লিখেছেন : সুত্রহীন সুত্রঃ বিশ্বাস অবিশ্বাস আপনার....।
231693
০৭ জুন ২০১৪ সকাল ১০:৩৯
হতভাগা লিখেছেন : সাঈদীর আপিলের রায় কবে ? সেই মার্চ থেকেই তো শুনে আসছি ২/১ দিন বাদেই হচ্ছে/হবে !

মনে হয় চুড়ান্ত রায় হলে শিবির কি না কি করে তার জন্য সরকার ভয় পাইছে
০৭ জুন ২০১৪ সকাল ১১:১৯
178450
সত্য নির্বাক কেন লিখেছেন : ও আল্লাহু আলামু
231695
০৭ জুন ২০১৪ সকাল ১০:৪৪
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ তাকে হেফাজত করুন এবং মর্যাদা বৃদ্দি করুন !
০৭ জুন ২০১৪ সকাল ১১:১৯
178451
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন ছুম্মা আমিন।
231698
০৭ জুন ২০১৪ সকাল ১০:৪৯
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : দেইল্লা রজাকারের আয়ু ঘড়ির কাঁটায় টিকটিক.....
০৭ জুন ২০১৪ সকাল ১১:২০
178453
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনার মানুষিক সমস্যা । দূরে গিয়ে মরেন ....।
০৭ জুন ২০১৪ দুপুর ০২:৫০
178547
শফিউর রহমান লিখেছেন : তোমার আমার সবার আয়ুই ঘড়ির কাটায় টিক টিক। তুমি যদি ভেবে থাকো তোমার সময় অনেক সেটা হবে মস্ত বড় ভুল।
231707
০৭ জুন ২০১৪ সকাল ১০:৫৫
সন্ধাতারা লিখেছেন : এই মহান ব্যক্তিটির জন্য প্রাণভরে দোয়া করি। আল্লাহ্‌ তাকে দিয়ে দ্বীনের তামান্না জিন্দা রাখুন। তার উত্তরোত্তর আত্মিক, মানসিক ও দৈহিক শক্তি বৃদ্ধি করুণ। আমীন।
০৭ জুন ২০১৪ সকাল ১১:২০
178454
সত্য নির্বাক কেন লিখেছেন : চুম্মা আমিন।
০৭ জুন ২০১৪ দুপুর ০২:৫১
178549
শফিউর রহমান লিখেছেন : ছুম্মা আমীন।
231739
০৭ জুন ২০১৪ দুপুর ১২:০৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হাফিজাহুল্লাহ!
০৭ জুন ২০১৪ দুপুর ০১:৫৩
178532
সত্য নির্বাক কেন লিখেছেন : ও আল্লাহু খাইরুল হাফিজিন।
231744
০৭ জুন ২০১৪ দুপুর ১২:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাষাহিন।
০৭ জুন ২০১৪ দুপুর ০১:৫৪
178533
সত্য নির্বাক কেন লিখেছেন : নির্বাক হলে চলবে না যে.....
231789
০৭ জুন ২০১৪ দুপুর ০২:২৭
আল সাঈদ লিখেছেন : আল্লাহ হেফাজত করুন।
০৭ জুন ২০১৪ দুপুর ০২:৪৫
178545
সত্য নির্বাক কেন লিখেছেন : আল্লাহুম্মা আমিন.।.।.।
235219
১৫ জুন ২০১৪ রাত ০৯:২১
প্রবাসী মজুমদার লিখেছেন : ঘাত প্রতিঘাত,দ্বিধা দ্বন্ধে
নেই মনে আজ কোন ঢর,
দীনের লাগিয়া দায়ীরা আজি
কবেইনা ছেড়েছে আপন ঘর।


ধন্যবাদ প্রিয় সাইদীকে নিয়ে লিখার জন্য।
১৬ জুন ২০১৪ বিকাল ০৫:০৩
181998
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File