যারা কোকা-কোলা (Coca-Cola) খেতে ভালোবাসেন - এবং যারা আপনজনদের নিরাপদ রাখতে ভালোবাসেন এই পোষ্ট শুধু তাদের জন্য -

লিখেছেন লিখেছেন আবদুস সবুর ০৭ জুন, ২০১৪, ১০:০১:০৮ সকাল

যারা জানেন যে কোকা-কোলা শরীরের জন্য ক্ষতিকর এবং এর থেকে দূরে থাকছেন, তারা আরও নতুন কিছু জেনে নিতে পারেন এই পানীয়টি সম্পর্কে। আর যারা একে মজা করে খেয়ে চলেছেন প্রতিনিয়ত, তাদের জন্য তো এসব জেনে রাখা খুবই জরুরি। বিশ্বখ্যাত এই পানীয়টি মানব দেহের জন্য মারাত্মক। এর অ্যাসিডিটির পরিমাণ মোটামুটি গাড়ির ব্যাটারির কাছাকাছি। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়, শরীরের হাড় নরম করে ফেলে, পাকস্থলীর টিস্যু হজম করে ফেলে আর সেই সাথে রয়েছে ক্যান্সারের সম্ভাবনা। আর একে ব্যবহার করে করা যায় এমন অদ্ভুত সব কাজ, যা জানতে পারলে সারা জীবনে যত কোকা-কোলা খেয়েছেন সব উগড়ে দিতে ইচ্ছে হবে আপনার! কী সেই কাজ, যাতে ব্যবহার করা যেতে পারে কোকা-কোলা?

১. কাপড় থেকে তেলের দাগ উঠিয়ে ফেলে

২. মরিচা দূর করতে পারে, মরচে পড়ে শক্ত হয়ে এঁটে থাকা নাট-বল্টু ঢিলা করে দেয়

৩. কাপড় থেকে রক্তের দাগ উঠিয়ে ফেলতে পারে

৪. মেঝে থেকে তেলের দাগ উঠিয়ে ফেলতে পারে

৫. এর মাঝে থাকা অ্যাসিড মেরে ফেলতে পারে বাগানে উপদ্রব করা শামুক জাতীয় প্রাণী

৬. পুড়ে যাওয়া হাঁড়ি-পাতিল থেকে পোড়া দাগ উঠিয়ে ফেলতে পারে

৭. চায়ের কেটলি থেকে পুরনো দাগ তুলে ফেলতে পারে

৮. গাড়ির ব্যাটারির টার্মিনালে পড়া শক্ত ময়লা তুলে ফেলতে পারে

৯. গাড়ির ইঞ্জিন পরিষ্কার করে

১০. পুরনো কয়েন চকচকে করে ফেলে

১১. টাইলসের মাঝে পড়ে যাওয়া ময়লা উঠিয়ে ফেলে

১২. মানুষের দাঁত গলিয়ে ফেলতে পারে!

১৩. চুল থেকে চুইং গাম তুলে ফেলতে পারে

১৪. চিনামাটির বাসনপত্র থেকে দাগ তুলে ফেলতে পারে

১৫. ময়লা সুইমিং পুলের পানিতে কয়েক লিটার কোকা-কোলা ঢেলে দিলে পানিতে পরে থাকা লালচে স্তর দূর হয়ে যাবে

১৬. ডায়েট কোলা ব্যবহার করে চুলের ডাই তুলে ফেলা যায় অথবা হালকা করে ফেলা যায়

১৭. কার্পেটের থেকে মার্কারের দাগ উঠিয়ে ফেলতে পারে।

১৮. টয়লেট পরিষ্কার করতে ব্যবহৃত হতে পারে!

১৯. কোক আর অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে ক্রোমিয়ামের জিনিসপত্র অনেক উজ্জ্বল করে ফেলা যায়

২০. ধাতব আসবাবপত্র থেকে রঙ উঠিয়ে ফেলতে পারে

চিন্তা করুন, কোকা-কোলা ব্যবহার করা যেতে পারে কাপড় পরিষ্কার করার ডিটারজেন্টের মতো, মরচে তোলার তার্পিনের মতো, ডিশওয়াশিং লিকুইডের মতো এমনকি বাথরুম পরিষ্কারের হারপিকের মতো! তো এসব রাসায়নিকের সাথে তুলনা করা যায় যে পানীয়কে, তা খাওয়া কি আসলে শরীরের জন্য ভালো? ভালোর কথা বাদ দিন, এটা শরীরের জন্য কতো খারাপ ভাবুন তো! এরপরেও কি আপনি কোকা-কোলা খেতেই থাকবেন ?

আরো তথ্য কোকা কোলা সম্পকে আরো বিস্তারিত জানুন

(সংগ্রীহিত)

বিষয়: বিবিধ

১১৬২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231703
০৭ জুন ২০১৪ সকাল ১০:৫২
হতভাগা লিখেছেন : আপনি কি পেপসির পক্ষে কোকাকোলার দূর্নাম গাইছেন ?
০৭ জুন ২০১৪ সকাল ১১:২১
178457
আবদুস সবুর লিখেছেন : পেপসির পক্ষে কি কিছু বলা হয়েছে এখানে !!!
০৭ জুন ২০১৪ সকাল ১১:৩১
178462
হতভাগা লিখেছেন : না , এখানে পেপসির পক্ষে বলা হয় নি । আবার বিপক্ষেও বলা হয় নি । বলা হয়েছে পেপসিরই প্রতিদ্বন্দ্বী কোকাকোলার বিপক্ষে , যা পেপসির পক্ষেই যায় । ব্যবসার ব্যাপার তো । কেউ ডাইরেক্টলী করে , আবার কেউ ইনডাইরেক্টলী।

এধরনের সব কোমল পানীয়তেই একই জিনিস পাওয়া যাবে । শুধু একটার ব্যাপারে বলা উচিত নয় ।

এখন যদি বলা হয় , কোকাকোলা তো দেখলাম খুব খারাপ একটা পানীয় ! এটার বদলে পেপসী খাওয়া যাবে কি ?
০৭ জুন ২০১৪ দুপুর ১২:০২
178480
আবদুস সবুর লিখেছেন : হুম, খারাপ বলেন নি।


এধরনের সব কোমল পানীয়তেই একই জিনিস পাওয়া যাবে । === সহমত
231709
০৭ জুন ২০১৪ সকাল ১০:৫৮
দ্য স্লেভ লিখেছেন : হুমম...আমি এসব জিনিস খাইনা বললেই চলে....
০৭ জুন ২০১৪ সকাল ১১:২১
178456
আবদুস সবুর লিখেছেন : না খাওয়াই উত্তম।
231712
০৭ জুন ২০১৪ সকাল ১১:০৮
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : বিশ্ব যখন এগিয়ে চলে, আমরা তখন বসে।
বিবি তালাকের ফাতোয়া খুঁজি কোরান হাদীস চষে।
০৭ জুন ২০১৪ সকাল ১১:২১
178455
আবদুস সবুর লিখেছেন : হ্যা বিশ্ব তো এগিয়ে চলছে,

ধনীরা ধনী হয়, গরীবরা হয় আরো গরীব ...

হ্যা বিশ্ব তো এগিয়েই চলছে।
০৭ জুন ২০১৪ সকাল ১১:২২
178459
আবদুস সবুর লিখেছেন : হ্যা বিশ্ব তো এগিয়ে চলছে,

ধনীরা ধনী হয়, গরীবরা হয় আরো গরীব ...

হ্যা বিশ্ব তো এগিয়েই চলছে।
231745
০৭ জুন ২০১৪ দুপুর ১২:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোকাকোলার ন্যা পানিয় তৃষ্না মিটানোর চেয়ে আরো বৃদ্ধি করে। এই ধরনের পানিয় পরিত্যাগ করা উচিত।
231767
০৭ জুন ২০১৪ দুপুর ১২:৫৪
মুজিব সেনা লিখেছেন : আমাদের দেশে এত গবেষক রয়েছে জানতাম না!চিন্তার বিষয়! Day Dreaming Day Dreaming
231775
০৭ জুন ২০১৪ দুপুর ০১:৩২
আহ জীবন লিখেছেন : শুনেছিলাম ভারতে সবছেয়ে বেশি কোকাকোলা বিক্রি হয়। কারন ওখানের কৃষকরাই সবছেয়ে বেশি কিনে জমিতে কীটনাশক হিসেবে ব্যাবহারের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File