সেই মেয়েকন্যা

লিখেছেন লিখেছেন ব্লগার সুয়েব ০৪ মার্চ, ২০১৭, ০১:২০:০৬ দুপুর

মেয়েটি খুব সহজেই মানুষকে আপন করে নেয়।

.

মেয়েটার হাসি শুনলেই মনে যতটা কস্ট থাকে সব পালিয়ে যায়।

.

যখনই মন খারাপ থাকে মেয়েকন্যার কথা মনে হওয়ায় সাথে সাথেই মনটা ভালো হয়ে যায় !

.

মনের অজান্তেই মুখে হাসি চলে আসে।

.

তোমার মাঝে সত্যি যাদু আছে তোমার হাসিতে ও যাদু আছে।

.

মনটা চায় সারাক্ষণ তোমার পাশে কাটিয়ে দেই।

.

এক মিনিটের জন্য তোমাকে দূরে রাখতে পাড়ি না ।

.

কেন জানিনা তোমার প্রতি দূবল হলাম কি ভাবে!

.

জানিনা তোমার প্রতি এতো ভালোবাসা জন্ম নিলো কি ভাবে।

.

আমার জীবনে প্রতি মুহূর্তে মুহূর্তে তোমাকে নিয়ে নতুন নতুন স্বপ্ন ভুনে নতুন করে পথ চলার জন্য !

.

নতুন আসা জাগিয়ে তুলে তোমাকে নিয়ে নিয়ে স্বপ্ন দেখার মজাই আলাদা ।

.

ইশ আমি যে স্বপ্ন দেখি যদি একই স্বপ্ন তুমিই দেখতে তাহলে কত ভালো হতো ।

স্বপ্ন একটা কিন্ত দেখতেছে দুইজন ।

বিষয়: বিবিধ

৭৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File