বাদশাহ সোলায়মান আলাইহিস সালাম.......

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৪ মার্চ, ২০১৭, ০৬:৩৮:০২ সন্ধ্যা

নিশুতি রাত, রাজপথে একাকী

ঠিক একাকী বলাটা বাতুলতা মাত্র, পাশে ক’টি কুকুর

বিষন্ন মন, আবছা আলোয় চলছি।

হঠাৎ আলকেল্লা পড়া কে যেন দ্রুত পাশ দিয়ে সটকে যায়!

একটি কুকুর শব্দ করে উঠে, ঘেউ! ঘেউ!

কুকুরের ভাষা বোঝার সাধ্য নেই।

মনে হচ্ছে বলছে যেন,

খুনি তোর বিচার চাই, বিচার চাই?

অন্য কুকুর একটু টেনে কু-উ, ক্-ুউ শব্দ করে ডাকে।

মানে কী? ফাঁসি চাই, ফাঁসি চাই বলছে না তো?

তিন কুকুরের কালোটি বিকট চিৎকার দিয়ে বলছে, ঘেউ-উ, ঘেউ-উ?

মানে তোদের দাবী মানি না!

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা তুলে নাও, নিতে হবে।

-----

দেয়ালে সাটা পোস্টারের প্রতি নজর গেল,

সামান্য আলোতে অদৃশ্য লিখন, তোহফাকৃত তিন ব্যাটারি টর্চ লাইটটা ধরি।

“কিংবদন্তি ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা মামলা মানি না, মানব না!”

কুকুরের ভাষা বুঝতে পারিনি, পোস্টারের বাংলা লেখা বুঝতে তো সমস্যা নেই।

ওহ বাদশাহ সোলায়মান! এক্ষণে তোমায় মনে পড়ল,

পশুত্বের দিকে ধাবিত রাজ্যের সমস্ত জন্তু-জানোয়ারের ভাষা

বোঝার মন্ত্র আমায় শিখিয়ে দাও!

তুমি নও ভুতের বাচ্চা,

তুমি ছিলে আল্লাহর রাজ্যের সাচ্চা রাজা

প্রেরিত নবী-বাদশাহ সোলায়মান।


০১/০৩/২০১৭

বিষয়: সাহিত্য

১২২৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382107
০৪ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:৩৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাইরে কবিতা আমার মাথায় ধরেনা!!!!
তবুও বুঝার চেষ্টা করলাম।
তবে আমি অবুঝ বেবুঝের মত করে বলছি
বাক্কা হয়েছে কবিতাখানি
১২ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:৫৩
315959
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অবুঝ বালক বটে!..ধন্যবাদ।
382114
০৫ মার্চ ২০১৭ রাত ০২:৩৫
সন্ধাতারা লিখেছেন : Salam. Chtro neta bole kotha...
১২ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৭:৫৪
315960
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। এরাই এখন ছাত্রনেতা, একদিন তারা জাতীয় নেতা হবে?
382119
০৫ মার্চ ২০১৭ দুপুর ১২:১৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ মার্চ ২০১৭ রাত ০৮:০৪
315961
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। আপনাকেও অনেক ধন্যবাদ...
382511
০২ এপ্রিল ২০১৭ দুপুর ০১:২৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বড় চমতকার কবিটা লিখেছেন
আপনাকে অনেক ধন্যবাদ
১৩ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৬:২৩
316181
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File