"খেয়া" তে আমন্ত্রণ -
লিখেছেন লিখেছেন খেয়া ০৮ অক্টোবর, ২০১৬, ১০:৪০:৪৬ রাত
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ থেকে যাত্রা শুরু করছে "খেয়া" নামের এই ব্লগ। আশুরার বিষাদময় স্মৃতি আর মা দুর্গার মর্তে আগমনের আনন্দে বাঙালীর মনে একদিকে যেমন বর্ণহীন শোক। অপরদিকে বাঁধ ভাঙ্গা আনন্দের প্লাবন। ঠিক তেমনি একটা সময়ে "খেয়া" র এই পথ চলা।জড় হাতের লেখালেখির এই দুঃসাহস "খেয়া"র মনে কিছুটা ভয় ধরিয়ে দিয়েছে কেউ কেউ। তবুও কিছুটা সাহস মনে ধারন করে শুরু করে দিলাম।ভূলগুলো শোধরে দিয়ে ছোট্ট এই "খেয়া" য় আপনাদের সহযাত্রী করে সামনের দূর্গম পথগুলো পাড়ি দিতে চাই। ভালো থাকবেন, ভালো রাখবেন-
"খেয়া"
বিষয়: বিবিধ
৭২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন