নিশি ভ্রমন

লিখেছেন লিখেছেন মুহাম্মাদ রুমান ২৬ আগস্ট, ২০১৬, ০১:৪৫:৪১ রাত

মধ্যরাতে কবিতার ডানায় ভর করে

কোনো তন্দ্রাহীন প্রজাপতিকে সঙ্গী করে যখন

দিগন্তের প্রতিটি রেখা আলতো করে ছুঁয়ে যাই

রাত যেন মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে।

আমি কান পেতে শুনি চাঁদের বুড়ির নিমন্ত্রণ।

সহস্র জোঁনাকি আমার দিকেই ছুটছে

যেন রাতকে মুঠোয় পুড়ে নিতে এসেছি।

নদীর বুকে তাঁরা গুলো পড়ছে খসে।

রাতজাগা পাখিরা কোমল সুরে গান গায়

গানে গানে হয় যদি অবুঝ আলাপন।

চারপাশে দাঁড়িয়ে থাকে চেতনার সারি

মাঝে মাঝে জাপটে ধরে করে বোধ শূণ্য।

ভেসে আসে সুবেহ সাদিকের আগমন ধ্বনি

কবিতার ডানায় ভর করে ভোরের শুভ্রতা।

আমি সমস্ত কিছু ভুলে আবারো

এমনই রাতের অপেক্ষায় প্রহর গুনি।

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File