প্রজনন ক্ষমতা!

লিখেছেন লিখেছেন মুহাম্মাদ রুমান ২৪ আগস্ট, ২০১৬, ০৩:৫৪:০২ দুপুর

এক ছেলে শরহে জামী পড়ে। দারুল উলুম দেওবন্দে। তার সাথে সাক্ষাৎ হলো এক খ্রিস্টান পাদ্রীর।

যুগটা ইংরেজ আমলের। ভারতীয়দের খ্রিস্টান বানানোর পাঁয়তারা চলছে জোরেশোরে। তাই মিশনারিগুলো তখন প্রচন্ড তৎপর।

এই পাদ্রীও একজন ধর্মযাজক। স্বাভাবিকভাবেই তার সাথে বিতর্ক শুরু হলো এই শরহে জামী পড়ুয়া ছাত্রের। কিন্তু সে কি এই বিচক্ষণ পাদ্রীর সাথে কুলাতে পারে?

পাশে এতক্ষণ চুপচাপ বিতর্ক শুনে যাচ্ছিলো এক মুসলমান। কামার। তালেবে ইলমটির পক্ষ নিয়ে সে এবার খাড়া হলো।

-" পাদ্রী সাহেব! আপনাদের প্রভুর ছেলে কয়জন? মাত্র একটা?"

-" জী। যীশুই প্রভুর একমাত্র সন্তান।"

-" আরে আপনাদের প্রভু তো আমার চেয়েও দূর্বল। এই আমি কামারের দশ সন্তান। এই বিশ বাইশ বছরের সংসার জীবনে। আপনার প্রভু এত দূর্বল যে এই অনাদিকাল থেকে মাত্র একটা সন্তান!"

এতক্ষণ তো পাদ্রীর মুখে খই ফুটছিলো। কামারের কথায় একদম চুপসে গেলো।

কামারের গলাও উঠল চরমে।

-" ফালতু কথার আর জায়গা পান না! আল্লাহর আবার ছেলে! "

গোমড়া মুখে পাদ্রী সাহেব কদম গুনলেন।

মুসলমান এক কামারের ঈমানের তেজই এমন। কামেল মু'মিনের সাথে আসলেই পারে কে!

সেই খ্রিস্টানরাই আবারও তৎপর ঈমান নষ্টের মিশনে। নতুন ফাঁদ আর নতুন কৌশলে। এমন কোন মু'মিন কামারও কি নেই?

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File