খুশির দিন
লিখেছেন লিখেছেন মুহাম্মাদ রুমান ২৫ আগস্ট, ২০১৬, ০৫:৫৩:১১ সকাল
রোজ হাশরে যেদিন হব আমি তোমার সম্মুখীন,
সেদিন যেন হয় প্রভু আমার সবচেয়ে খুশির দিন।
সামনের কাতারে থেকে যেন পাই তোমার দেখা,
আমার সাথে মিষ্টি মধুরভাবে বলিও তুমি কথা।
ডান হাতেতে আমলনামা দিও তুমি আমায়,
ঠাঁই যেন পাই আমি তোমার অসীম ক্ষমায়।
আমলনামা দেখে যেন আমি খুশিতেই ভরে যাই,
গুনাহ সমূহের একটিও যেন দেখতে নাহি পাই।
তৃপ্তি যেন মেটে খেয়ে কাওসারের পানি,
তাঁদের সাথেই রেখ আমায় যারা সম্মানী।
ভাগ্যে যেন জুটে আমার তোমার আরশের ছায়া,
উত্তপ্ত ঐ সূর্যের কিরণে ঘেমে না যেন যায় কায়া।
অতীত কালের ভুলের কথা করো না জিজ্ঞাসা,
মুগ্ধ যেন হই দেখে তোমার অসীম ভালোবাসা।
বিনা হিসাবে আমারে তুমি জান্নাত দিও প্রভু,
হিসাব নিলে তার আশা পারি না করতে কভু।
আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব সবারেই যেন জান্নাতে পাই,
সবার সাথেই পরমানন্দে হেসে খেলে যেন দিন কাটাই।
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন