সৌন্দর্য প্রদর্শন ও পর্দাহীনতা
লিখেছেন লিখেছেন মুহাম্মাদ রুমান ৩০ আগস্ট, ২০১৬, ০৫:০০:৪০ বিকাল
হাদিসে বর্ণিত, উমাইমা বিনতে রাকিকাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আসল,
ইসলামের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর নিকট বাইয়াত গ্রহণ করতে। তখন রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে জিজ্ঞাসা করে বলল,
“আমি তোমাকে এ কথার উপর বাইয়াত করাবো,
তুমি আল্লাহর সাথে শরিক করবে না, চুরি করবে না,
ব্যভিচার করবে না, তুমি তোমার
সন্তানকে হত্যা করবে না,
তুমি কাউকে সরাসরি অপবাদ দেবে না, ‘নিয়া-হা’
তথা মৃত ব্যক্তির জন্য কান্না-
কাটি করবে না এবং জাহিলিয়্যাতের যুগের
নারীদের মত সৌন্দর্য প্রদর্শন করবে না।” এ
হাদিসে সৌন্দর্য প্রদর্শন ও
পর্দাহীনতাকে কবিরা গুনাহের সাথে একত্র
করা হয়েছে।
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন