চিরসত্য
লিখেছেন লিখেছেন মুহাম্মাদ রুমান ৩০ আগস্ট, ২০১৬, ০৮:১৪:২৯ সকাল
শ্রদ্ধেয় আদীব হুজুরের বিভিন্ন লেখাতে উনার উস্তাদ পাহাড়পুরী হুজুর সম্পর্কে জানা।
সেই থেকে অন্তরে হুজুরের প্রতি শ্রদ্ধা মিশ্রিত মহব্বত!
আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাখলে আল্লাহ খুশি হন।
হে আল্লাহ! তোমার মহব্বতের বান্দাদের নিয়ে যাও। আর আমাদের করে দাও এতিম , অসহায় ও অভিভাবক শূন্য!
এলেম তুমি আলেমদের নিয়ে যাওয়ার মাধ্যমে উঠিয়ে নিয়ে যাবে -- তা যে তোমার হাবীবের চিরসত্য ভবিষ্যৎ বানী।
আমরা এলেম হীন হয়ে যাব। ভাবতেই অজানা আশংকায় আতকে উঠি। কি হবে আমাদের অবস্থা?
জামানা! তুমি বহু নক্ষত্র হারিয়েছ! গড়েছো কি কাউকে?
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন