শুভ সকাল
লিখেছেন লিখেছেন মুহাম্মাদ রুমান ২৯ আগস্ট, ২০১৬, ১০:২১:৫৪ সকাল
,,তুমি আমার প্রথম সকাল
একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা,
তুমি আমার সারা দিন আমার
তুমি আমার সারা বেলা,
তুমি আমার প্রথম সকাল
একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা,,
তুমি আমার প্রথম সকাল
একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা,
তুমি আমার একটু চাওয়ার
অনেক খানি পাওয়া,
তুমি আমার খর রোদে মিষ্টি হিমেল হাওয়া,
তুমি আমার সূর্যাস্তে
ঝিকিমিকি বালুকা বেলা,
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন