ভূমিকম্প আল্লাহর পক্ষথেকে বড় গজব ;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ২৬ আগস্ট, ২০১৬, ০১:২৫:০৭ রাত

ভুমিকম্প কেন হয়?

আবু হুরাইরা (রা.) কতৃক বর্ণিত, আল্লাহর নবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খিয়ানত করা হবে (অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না), জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ব্যতীত বিদ্যা অর্জন করা হবে, একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু তার মায়ের সাথে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নিবে আর পিতাকে দূরে সরিয়ে দিবে, মসজিদে উচ্চস্বরে শোরগোল (কথাবার্ত) হবে, জাতির সবচেয়ে দূর্বল ব্যক্তিটি সমাজের শাসক রুপে আবির্ভূত হবে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জনগণের নেতা হবে, একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে, বাদ্যযন্ত্র এবং নারী শিল্পীর ব্যাপক প্রচলন হয়ে যাবে, মদ পান করা হবে (বিভিন্ন নামে মদ ছড়িয়ে পড়বে), শেষ বংশের লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দিবে, এমন সময় আসবে যখন তীব্র বাতাস প্রবাহিত হবে তখন একটি ভূমিকম্প সেই ভূমিকে তলিয়ে দিবে (ধ্বংস স্তুপে পরিণত হবে বা পৃথিবীর অভ্যন্তরে ঢুকে যাবে)। [তিরমিযি কতৃক বর্ণিত, হাদিস নং – ১৪৪৭] এই হাদিসের মাঝে বিস্তারিতভাবে বলা হয়েছে যে আল্লাহ মহানের পক্ষ থেকে জমিনে কখন ভুমিকম্পের আজাব প্রদান করা হয়

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376807
২৬ আগস্ট ২০১৬ রাত ০১:২৭
হারেছ উদ্দিন লিখেছেন : হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় কর আল্লাহ সর্বশক্তিমান।
376810
২৬ আগস্ট ২০১৬ সকাল ১১:১৩
হতভাগা লিখেছেন :
একজন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু তার মায়ের সাথে বিরূপ আচরণ করবে,


০ স্ত্রীর কাছে উত্তম হতে গেলে তার প্রতি আনুগত্যশীল না হয়ে কিভাবে সম্ভব ? আর সংসারে শান্তি আনতে হলে স্ত্রীর প্রতি আনুগত্য আনা কি উচিত নয় ?
376849
২৭ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৬:৫৮
কুয়েত থেকে লিখেছেন : সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জনগণের নেতা হবে যে খারাপ কাজ করেও খ্যাতি অর্জন করবে। ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File