বুখারী শরিফ: হাদিস নং ১২৭-১২৮

লিখেছেন লিখেছেন saifu islam ২৫ আগস্ট, ২০১৬, ১১:৪৮:১৮ রাত



হাদিস ১২৭ কায়স ইবন হাফস (র)…‘আবদুল্লাহ ইবন মাস‘ঊদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার আমি নবী করীম – এর সঙ্গে মদীনার বসতিহীন এলাকা দিয়ে চলছিলাম। তিনি একখানি খেজুরের ডালে ভর দিয়ে একদল ইয়াহুদীর কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা একজন অন্যজনকে বলতে লাগল, ‘তাঁকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা কর।’ আর একজন বলল, ‘তাঁকে কোন প্রশ্ন করো না, হয়ত এমন কোন জওয়াব দিবেন যা তোমার পছন্দ করো না।’ আবার তাদের কেউ কেউ বলল, ‘তাঁকে আমরা প্রশ্ন করবই।’ তারপর তাদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ‘হে আবুল কাসিম রূহ কী?’ রাসূলুল্লাহ চুপ করে রইলেন, আমি মনে মনে বললাম, তাঁর প্রতি ওহী নাযিল হচ্ছে। তাই আমি দাঁড়িয়ে রইলাম। তারপর যখন সে অবস্থা কেটে গেল তখন তিনি বললেনঃ “তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। বল, রূহ আমার প্রতিপালকের আদেশঘটিত। এবং তাদেরকে সামান্যি জ্ঞান দেওয়া হয়েছে।” (১৭ঃ৮৫) আ‘মাশ (র) বলেন, এভাবেই আয়াতটিকে আমাদের কিরাআতে (…) –এর স্থলে (…) পড়া হয়েছে।



হাদিস ১২৮ উবায়দুল্লাহ ইবন মূসা (র)… আসওয়াদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ ইবনু যুবায়র (রা) আমাকে বললেন, ‘আয়িশা (রা) তোমাকে অনেক গোপন কথা বলতেন। বল তো কা‘বা সম্পর্কে তোমাকে কী বলেছেন? আমি বললাম, তিনি আমাকে বলেছেন, নবী করীম বলেছেনঃ ‘আয়িশা! তোমাদের কওম যদি (ইসলাম গ্রহণে) নতুন না হত, ইবন যুবায়র বলেনঃ কুফর থেকে; তবে আমি কা‘বা ভেঙ্গে ফেলে তার দুটি দরজা বানাতাম। এক দরজা দিয়ে লোক প্রবেশ করত আর এক দরজা দিয়ে বের হত। (পরবর্তীকালে মক্কার আধিপত্য পেলে) তিনি এরূপ করেছিলেন।

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376821
২৭ আগস্ট ২০১৬ রাত ০৩:৫৮
কুয়েত থেকে লিখেছেন : جزاك الله خيرا وشكرا لك يا أخي الكريم অনেক ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File