যিলহজ্বের নয় তারিখ (আরাফা দিবস)

লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ২৫ আগস্ট, ২০১৬, ০৫:৩২:৫৩ বিকাল

আরাফা দিবসে হাজ্বীরা কি করবে:

১ - সূর্যোদয়ের পর হাজ্বী আরাফার উদ্দেশে রওয়ানা হবে। আরাফায় গিয়ে যোহর ও আসর- যোহরের সময়- একত্রে কসর করে পড়বে। আর যদি সম্ভব হয় তাহলে সূর্য ঢলে যাওয়ার পূর্বে নামিরায় অবস্থান নেবে।

২ - নামাজের পর যিকর ও দুআর জন্য ফারেগ হয়ে যাবে। কিবলামুখী হয়ে হাত উঠিয়ে দুআ করবে। সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানেই অবস্থান করবে।

৩ - সূর্যাস্ত সম্পন্ন হলে মুযদালিফার দিকে রওয়ানা হবে। মুযদালিফায় গিয়ে মাগরিব ও এশা একসাথে আদায় করবে। এশার নামাজ কসর করে দু রাকাত আদায় করবে। মুযদালিফায় রাতযাপন করবে। সূর্যোদয়ের কিছুসময় পূর্ব পর্যন্ত মুযদালিফাতেই অবস্থান করবে।

সচিত্র এবং ভিডিও সহ (আরাফা দিবস)ও হজের মাসায়েল গুলো জানার জন্য:

••► bn.islamkingdom.com/s2/46744

••► bn.islamkingdom.com/s1/4883

••► https://youtu.be/kWlptzC5Tc0



বিষয়: বিবিধ

৭৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File