আহারে! বেচারা মারা গেছে!!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৫ আগস্ট, ২০১৬, ০৪:৪৫:১৭ বিকাল
কিছু কিছু মৃত্যুর কথা মানুষ দীর্ঘ দিন মনে রাখে। আবার কোন কোন মানুষের মৃত্যুর আল্প কয়েকদিন পরই মানুষ তার কথা ভুলে যায়। এই যেমন মাইকেল জ্যাকসন | জীবিত অবস্থায় তাকে নিয়ে যে মাতামাতি হতো প্রতিনিয়ত তা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট কে নিয়েও হতনা | বেচারা এত্তো কিছু করেও মনে শান্তি পেতনা | তাই এক গাদা ঘুমের ওষুধ খেয়ে মরন ঘুম ঘুমিয়েছে| তার মৃত্যুর পর বিশ্বজুড়ে এন্তার তেলেসমাতি কাণ্ড. ঘটেছিল | কিন্তু আজ আর কেউ ভুলেও এই বিশ্বখ্যাত মানুষটার কথা আলোচনা করেনা | তাহলে তাকে নিয়ে এত্তো মাতামাতি হয়েছিল কেন? কারণ একদল মানুষ বিকৃত চিন্তা চেতনা নিয়ে সব সমাজেই বাস করে থাকে। এরা জীবনের পরোকালীন উদ্দেশ্যের প্রতি গুরুত্ব না দিয়ে ইহকাল নিয়ে অতিরিক্ত মাতামাতি করে। এইসব পার্থিব মোহে ডুবে থাকা মানুষ গুলো নেশা দ্রব্য সেবনের মতই জীবনের ভুল পথে চলা মানুষ নিয়ে বেশি ব্যস্ত থাকে। তাদের পরম আরাধ্য মানুষটা মরে গেল তাদের আর কোন সার্থ থাকেনা বলেই তারা তাকে চিরতরে ভুলে যায়।
আজকের এই লেখাটির উদ্দেশ্য হল আজ বাংলাদেশে কথিত চেতনাধারী একজন বিখ্যাত লোকের মৃত্যু হয়েছে | আমার কাছে এই লোকটার চেয়ে কর্ণেল ফারুক , কর্ণেল রশিদ ,মেজর ডালিমেরা অধিক প্রিয়। কারণ শেষোক্ত ব্যক্তিরা এই অভাগা জাতির জন্যই ঘোর অমানিশার মধ্যে থেকে জীবন বাজি রেখে ঈদের আনন্দ এনেছিলেন | জাতির টুটি চেপে ধরা বাকশালের কবল থেকে জাতিকে মুক্ত করেছিলেন | কিন্তু জাতির বৃহত্তর সার্থের কথা না ভেবে আজকের মরে যাওয়া লোকটি জাতির সূর্য সন্তানদের বিরুদ্ধে নব্য বাকশালের আদালতে বিচার চেয়েছে | আমার প্রিয় সূর্য সন্তানদের অনেকের তাতে ফাঁসি হয়েছে | তাতেও তাদের প্রতি আমার ভালবাসা কিংবা শ্রদ্ধাবোধ এক বিন্দু ম্লান হয়নি। বরং জাতিকে আবারও বাকশালী অন্ধকারে আষ্টেপৃষ্ঠে বেধেঁ ফেলতে যারা জাতির সূর্য সন্তানদের একের পর এক হত্যা , গুম আর খুনের মহা উতসবে ইন্ধন দিয়ে যাচ্ছে তাদের পরপারে যাত্রার কথা শুনলে আমার বরং ভালোই লাগে। আমি তাই এদের মৃত্যুর খবর শুনে বলে থাকি ' আহারে! বেচারা মরে গেছে|"
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাবধান, আপনিও গুম হতে পারেন!
মন্তব্য করতে লগইন করুন