নামাজ, রোজা, হজ্জ যাকায়াত আদায়, কিন্তু অন্যদিকে থেমে নেই অসৎ পথে উপার্জন। ইসলামের মৌলিক শিক্ষা হালাল উপার্জন এবং হালাল খাদ্য
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৫ আগস্ট, ২০১৬, ০৩:৩২:২৫ দুপুর
ইসলামের মৌলিক শিক্ষাই হলো হালাল উপার্জন করা এবং হালাল রুজি উপার্জনের মাধ্যমে ইবাদত বন্দেগি পালন করা। কেয়ামতের দিন আল্লাহ এই প্রশ্ন অবশ্যই করবেন যে আপানি কি ভাবে কোন পথে আয় করেছেন এবং কোন পথে ব্যায় করেছেন।
মদীনার এক পল্লী। তখন রাত। খলীফা উমার রাদিয়াল্লাহু আনহু নাগরিকদের অবস্থা জানার জন্য মদীনার রাস্তায় ঘুরছিলেন। হঠাৎ এক বাড়িতে এক বৃদ্ধা ও তার কন্যার কথোপকথন শুনে দাঁড়ালেন। কান পাতলেন তিনি।
বৃদ্ধা মেয়েকে বলছেন, মা, দুধে পানি মিশিয়ে বিক্রি করলে হয়না? তাহলে আমাদের অবস্থা আরো সচ্ছল হয়। কন্যা তার উত্তরে বললো, তা কি করে হয়, মা। খলীফার হুকুম, কেউ দুধে পানি মিশাতে পারবে না।
বৃদ্ধা বলল, হোক না খলীফার আদেশ, কেউ তো আর দেখছে না।
কন্যা প্রতিবাদ করে বলল, না মা তা হয়না। প্রত্যেক বিশ্বাসী মুসলমানের কর্তব্য খলীফার আদেশ মেনে চলা। খলীফা না দেখতে পান, কিন্তু আল্লাহ তো সর্বব্যাপী, তার চোখে ধুলো দেব কি করে?
খলীফা উমার (রা) দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনলেন। তারপর বাড়িতে ফিরে এলেন। তিনি ঘটনাটা ভুলতে পারলেন না। ভাবলেন, অজানা ঐ মেয়েটিকে কি পুরষ্কার দেয়া যায়। অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলেন।
পরদিন দরবারে এসে খলীফা সেই অজানা মেয়েটিকে ডাকলেন। ডাক পেয়ে মা ও মেয়ে ভীতত্রস্ত কম্পিত পদে খলীফার দরবারে উপস্থিত হল। তারা উপস্থিত হলে খলীফা তার পুত্রদের ডাকলেন। পুত্রদের নিকট গত রাতের সমস্ত বিবরণ দিয়ে তিনি তাদের আহবান করে বললেন, কে রাযী হবে এই কন্যাকে গ্রহণ করতে? এর চেয়ে উপযুক্ত কন্যা আমি আর খুঁজে পাইনি।
পুত্রদের একজন তৎক্ষণাৎ রাযী হলো। কন্যাও সম্মতি দিল। খলীফার ছেলের সাথে বিয়ে হয়ে গেলো মেয়েটির। অসৎ উপার্জন আমাদের কারও কারও জীবনের অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। কারো কারো বেলায় দেখা যায়, একদিকে চলছে নামাজ, রোজা, হজ পালন, কিন্তু অন্যদিকে থেমে নেই অসৎ পথে উপার্জন। ইসলামের মৌলিক শিক্ষা হালাল উপার্জন এবং হালাল খাদ্য।
আল্লাহ বলেছেন, আমি উত্তম রিজিকদাতা।' (সূরা জুমা : ১১)। এ অমোঘ সত্য জেনেও আমরা অসৎ পথের রিজিক অন্বেষণে পুরোপুরি অন্ধ। অসৎ অর্থের ব্যাংক-ব্যালেন্স যতই গোপনীয় থাকুক, আলেমুল গায়েব আল্লাহর ফেরেশতাদের হাতে তা তাৎক্ষণিক রেকর্ড হচ্ছে। আত্মীয়-পরিজনের কাছে যতই অজানা থাকুক, মহান আল্লাহর দফতরে অতি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে তা লিপিবদ্ধ হচ্ছে।
আল্লাহর মহারাডারকে ফাঁকি দেয়া ক্ষুদ্র ও দুর্বল মানবের পক্ষে অসম্ভব। জনগনের টাকায় তাদের চলার পথে রডের বদলে বাঁশদিয়ে সুইস ব্যাংক বা দুবাই, ব্যাংকক, মালয়েশিয়ার ব্যাংকে গোপনে অসৎ উপার্জন সঞ্চিত রেখে আমরা কি আসলে পার্থিব জীবনের ভবিষ্যৎ সুরক্ষিত করছি, নাকি জাহান্নামে দীর্ঘস্থায়ী অবস্থানকে নিশ্চিত করছি?
চাকরি, পেশা ও ব্যবসায়ে অসৎ উপার্জনের অনেক হাতছানি আমাদের প্রলোভিত করছে। আল্লাহ বলেছেন, আমার প্রদত্ত রিজিক থেকে ব্যয় কর।
সৎ পথের উপার্জনে আছে অনাবিল শান্তি, স্বস্তি।
শয়তানের প্ররোচনায় অসৎ উপার্জনের মোহ আমাদের ক্ষণস্থায়ী এ পার্থিব জীবনকে জাহান্নাম অভিমুখী করছে। অপেক্ষা করছে অসৎ উপার্জনকারীদের জন্য জাহান্নামের দীর্ঘ যন্ত্রণা, কষ্ট এবং শাস্তি।
আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে রূজি করার তাওফিক দান করূন আমিন।
বিষয়: বিবিধ
১৫৫৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একজার রাসূল (সা) ডাকলেন তার প্রিয় সাথীদের। বললেন,
আমি একটি অভিযানে সৈন্য পাঠানোর ইচ্ছা করছি। তোমরা সাহায্য করো। রাসূলের (সা) কথা শেষ হতেই এক দৌড়ে বাড়িতে এলেন আবদুর রহমান। তারপর দ্রুত, খুব দ্রুত ফিরে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে এই চার হাজার দীনার আছে। এর থেকে দু’হাজার করজে হাসানা দিলাম আমার রবকে। আর বাকি দু’হাজার রেখে দিলাম আমার পরিবার-পরিজনের জন্য। রাসূল (সা) খুব খুশি হলেন। বললেন,তুমি যা দান করেছ এবং যা রেখে দিয়েছ, তার সব কিছুতেই আল্লাহ তা’আলা বরকত দান করুন। বিরাট শোরগোল পড়ে গেল মদীনায়। সবাই কানাকানি করছে, সিরিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে একটি বাণিজ্য কাফেলা উপস্থিত হয়েছে। শুধু উট আর উট। জিজ্ঞেস করলেন হযরত আয়েশা (রা),এই সম্পদে বহর নিয়ে কে এলো? এই বাণিজ্য কাফেলাটি কার? উপস্থিত সকলেই জবাব দিল,কার আবার! আবদুর রহমানের। হযরত আয়েশা (রা) বললেন, আমি রাসূলকে (সা) বলতে শুনেছি, আবদুর রহমানকে আমি যেন সরাতের ওপর একবার হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠতে দেখলাম। আমি শুনেছি। রাসূল (সা) বলতেন,আবদুর রহমান হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হযরত আয়েশার (রা)কথাটি সময়মত কানে গেল আবদুর রহমানের। তিনি আহত হলেন কিছুটা। দৃঢ়তার সাথে বললেন, ইনশাআল্লাহ আমাকে সোজা হয়েই জান্নাতে প্রবেশ করতে হবে। এই আত্মবিশ্বাসের বাণী উচ্চারণের সাথে সাথেই তিনি তার উপার্জিত সকল বাণিজ্য-সম্পদ সাদকা করে দিলেন আল্লাহর রাস্তায়। কী পরিমাণ ছিল সেই সম্পদ? কেউ বলেন, পাঁচশো, কেউ বলেন সাত শো উটের পিঠে বোঝাই ছিল যত সম্পদ- তার সবই তিনি সাদকা করে দেন।
আবার কেউবা বলেন, শুধু সম্পদ নয়, সেই সাথে ঐ পরিমাণ উটের বহরকেও দান করে দিয়েছিলেন। একবার তিনি চল্লিশ হাজার দীনারে বিক্রি করলেন তার কিছু জমি। বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থই তিনি বন্টন করে দিলেন বনু যুহরা, মুসলমান, ফকির মিসকিন, মুহাজির ও আযওয়াযে মুতাহহারাতের মধ্যে। তিনি মোট তিরিশ হাজার দাস মুক্ত করে দিয়েছেন। এটাও এক বিরল দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে।
আবদুর রহমান ছিলেন রাসূলের (সা) ভালোবাসায় সিক্ত এক অনন্য অসাধাণ মানুষ। বিশাল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি জীবন যাপনে ছিলেন অতি সাধারণ। আল্লাহর সন্তুষ্টি, রাসূলের মহব্বত ছিল তার একমাত্র আরাধ্য বিষয়। তিনি ছিলেন তাকওয়ার এক উজ্জ্ব নমুনা। মক্কায় গেলে তিনি তার আগের বাড়ির দিকে ফিরেও তাকাতেন না। কেউ জিজ্ঞেস করলে তিনি বলতেন,ওগুলি তো আম আমার আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। ওদিকে তাকাব কেন? একবার তিনি দাওয়াত দিলেন বন্ধুদেরকে। সময়মত সবাই হাজির হলেন তার বাড়িতে।
তিনিও বসে আছেন তাদের মধ্যে। ইতোমধ্যে খাবার এলো ভেতর থেকে। কত ভাল খাবার! এতসব আয়োজন কেবল বন্ধুদের জন্য। এত খাবার সামনে এলেই তিনি কান্না শুরু করলেন। ডুকরে কাঁদছেন আবদুর রহমান। বন্ধুরা জিজ্ঞেস করলেন,কাদছো কেন? কী হয়েছে?
তিনি সেই কাঁদো স্বরেই জবাব দিনে, রাসূল (সা) বিদায় নিয়েছেন। তিনি নিজের ঘরে যবের রুটিও পেট ভরে খেতে পাননি। আর একদিন। তিনি রোযা ছিলেন। ইফতারের পর তার সামনে খাবার হাজির করলে তিনি অত্যন্ত ব্যাথাভরা কণ্ঠে বললেন,মুসয়াব ইবনে উমায়ের ছিলেন আমার থেকেও ভালো এবং উত্তম মানুষ। কিন্তু সেই সোনার মানুষটি হলে তার জন্য মাত্র ছোট্ট একখানা কাফনের কাপড় পাওয়া গিয়েছিল। সেই কাপড়টি ছিল এতই ছোট যে তার দিয়ে মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল, আবার পা ঢাকতে গেলে মাথা আলগা হচ্ছিল। তারপর মহান আল্লাহ আমাদের জন্য দুনিয়ার এইসব প্রাচুর্য দান করলেন। আমার ভয় হয়, না জানি আল্লাহ পাক আমাদের বদলা দুনিয়াতেই দিয়ে দেন।
কথাগুলি বলতে গিয়েতিনি হাউমাউ করে শিশুদের মতহ জোরে কেঁদে ফেললেন।কাঁদছেন আবদুর রহমান।কাঁদছেন আল্লাহর ভয়ে।
আখিরাতের ভয়ে। কিন্তু তিনি কেন কাঁদছেন তিনি তো সেই ব্যীক্ত- যিনি নবম হিজরিতে, তাবুক যুদ্ধের সময় রাসূলের (সা)হাতে তুলে দেন আট হাজার দীনার। আর এই অঢেল অর্থ দান করা দেখে কেউ কেউ মন্তব্য করলো, এটা বাড়াবাড়ি। কেবল লোক দেখানোর জন্য। সে একজন রিয়াকার।
তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামীন আত্তাওবার ৭১ নং আয়াতে বললেন,এতো সেই ব্যক্তি, যার ওপর আল্লাহর রহমত নাযিল হতে থাকবে।তার এই দানের হর দেখে রাসূল (সা) জিজ্ঞেস করলেন,হে আবদুর রহমান, তোমার পরিবারের জন্য কিছু রেখেছ কি? তিনি জবাবে বললেন, হ্যাঁ, রেখেছি হে দয়ার নবী (সা)! আমি যা দান করেছি, তার চেয়েও বেশ ও উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রেখে এসেছি। রাসূলুল্লাহ (সা) জিজ্ঞেস করলেন, ‘কত’?
আবদুর রহমান বললেন, আমার পরিবারের জন্য রেখে এসেছি তাই, যা আল্লাহ ও তাঁর রাসূল (সা) যে রিজিক, কল্যাণ ও প্রতিদানের অঙ্গীকার করেছেন। সত্যের প্রতি ছিলেন পর্বতের মত সুদৃঢ়। কোমল ছিলেন আল্লাহ ও তাঁর রাসূলেল (সা) প্রতি। কিনতু তিনিই আবার ভীষণ ভয়ঙ্কর ছিলেন মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে। ছিলেন বৈশাখী ঝড়ের চেয়েও দুর্দম আর সমুদ্রের তুফানের চেয়েও ভয়ানক। রাসূলের (সা) জীবদ্দশায় সংঘটিত বদর, উহুদ, খন্দকসহ প্রতিটি যুদ্ধেই তিনি সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছেন। জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তার তলোয়ারের ধার দিয় ঝরে পড়তো কেবল সাহসের ফুলকি। উহুদের যুদ্ধে তার শরীরে জমে গিয়েছিল একত্রিশটি আঘাতের হিহ্ন।তারপরও তিনি ছিলেন বারুদস্ফুলিঙ্গ, কঠিন পর্বতশৃঙ্গ। কেন নয়? তিনি তো পান করেছিলেন রাসূলের (সা) হাত থেকে সেই এক সাহসের পানি, যে পানিতে ছিল কেবল আল্লাহর করুণার স্পর্শ। ভয়ের কালিমা তাকে ছুঁয়ে যাবে তা কেমন করে হয়!বস্তুত এমন সাহসী মানুষের পায়ের নিচেই তো হুমড়ি খেয়ে গড়াগড়ি যায় যত কুৎসিৎ আঁধার, আধারের ঢল।
কিছু মানুষের খুব জোশ আছে, ইসলামের প্রতি অনেক মহব্বত ভালবাসা আছে, কেহ ইসলাম সম্পর্কে কোন কটুক্তি করলে বা ইসলামের উপর আঘাত আনলে ওনাদের জযবা বেড়ে যায়।মাসাআল্লাহ, ওনাদের এই মহব্বত প্রসংসনীয়।
কিন্তু সমস্যা হলো এই জোশ দেখাতে গিয়ে একদম হুঁশ হারিয়ে ফেলেন!!!এমন কিছু বেয়াকুফি কাজ করেন যেটা ইসলামে কোন দিন সমর্থন করেনা। বরং এ সব কাজ ইসলাম ঘৃনা করে থাকে।
বি,বাড়ীয়াতে সেদিন একজন হিন্দু কর্তৃক বায়তুল্লাহ শরীফকে অবমাননা করে ফেসবুকে যে পোষ্ট দেওয়া হয়ে ছিল, সেটা আসলেই অমার্জনীয় অপরাধ।অবশ্যই তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।আমিও সে ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
কিন্তু দু:খজনক ব্যাপার হলো, এই ঘটনাকে কেন্দ্র করে সংখালঘু হিন্দু ভাইদের ঘর বাড়ি ভাংচুর করা, মন্দিরে হামলা করে প্রতিমা ভাংচুর করা, হিন্দু ভাইদের মাল সম্পদ নষ্ট করা এগুলো করা কি ঠিক হয়েছে ? ইসলামে কি এসব কাজ কোন দিন সমর্থন করে ?
আপনারা খুব জোশ দেখালেন ভাল কথা, কিন্তু নিরীহ মানুষের ঘরবাড়ি ভাংচুর করে বিধর্মীদের উপসানালয়ে হামলা করে সহজ সরল মানুষ কে হয়রানী করার কথা কি কোরআন হাদীসের কোথাও লেখা আছে ?
এজন্য বলছি, জোশের সাথে হুঁশ থাকতে হবে। ইসলামে কখনও বিধর্মীদের বাড়ী ঘর ভাংচুর করা, তাদের মন্দিরে হামলা করা পছন্দ করে না।বরং এটাকে জঘন্যতম কাজ বলে মনে করে।
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে” আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল” “মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করা হত্যার থেকেও জঘন্য”
হযরত ইমাম গাজ্জালী (রহঃ) বলেন, চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসারে সুখ হবেনা
(১) "আহেরা" :-
আহেরা হল তারা, যারা রূপের চর্চা করে মানুষকে দেখানোর জন্য এই জাতীয় মেয়ে যারা বিয়ে করবে তাদের সংসারে সুখ হবে না।
(২) "নাদিছা" :-
নাদিছা তাদের বলা হয়, যারা শুধু রূপের চর্চা করেনা
বরং রূপের অহংকারও করে বললে বুঝতে পারবেন চামড়া একটু ফর্সা, তাদের পাশে যদি কালো মেয়ে যায়
তারা তাকে মেয়েই মনে করে না। এত অহংকার ওদের মনে এদের বিয়ে করলে সংসারে সুখ হবে না।
(৩) "মুত্তালিহা" :-
মুত্তালিহা বিশ্লেষণ করতে গেলে আগে তাদের পরিচয় দেয়া লাগবে। স্ত্রীদের মধ্যে ২টা ভাগ আছে....
১) যারা বলে তুমি আমায় কি দিয়েছো...?
২) আমি বলেই তোমার ভাত খাচ্ছি......!
তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীকে খোটা দেয় কারো বুঝতে বাকি আছে ভাই, এ জাতীয় মেয়ে দ্বারা কখনও সংসারে সুখ আসতে পারে না।
(৪) "মুবারিয়া" :-
মুবারিয়া হল তারা, যারা স্বামী কাছে থাকলে ভাল আর স্বামী না থাকলে আরো ভালো। স্বামীর ইজ্জত মান সম্মান সব.গেলেও তারা বেহায়াপনা বেপর্দায় চলাফেরা করে। এ জাতীয় মেয়েরা সংসারের গদিতে আগুন জ্বালায়!
এই সমস্ত মহিলাদের থেকে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হিফাযত করুন এবং নেক স্ত্রী দান করে দুনিয়া ও আখিরাতে কামিয়াবী করুন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন