দ্যাখা হলো
লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ২৬ মে, ২০১৬, ১০:৩৯:৫৫ রাত
তাঁর সাথে দ্যাখা হলো,
বছর বিশেক পর ।
চোখ ফেটে জল এলো,
ভেঙে গ্যালো অন্তর ।
কথা নেই ঢের দেরী,
ছিলাম আমি পাগল ।
কী করে করবো ফেরী,
নেই মোর সম্বল ।
কী করে ভুলিবো তারে,
নেই মোর সেই বল ।
আমার জীবনে তরে
হলাম আমি পাগল ।
বিষয়: সাহিত্য
৮৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন