জন্মদিন
লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ২৬ মে, ২০১৬, ১২:৪০:০৫ রাত
আমার জন্মদিন ।
একফোঁটা শিশির বিন্দু,
এক সিন্ধু প্রেম,
কারুন হারুনের সম্পদ ।
__এসব কিছু চাইনে প্রেমিকা ।
তুমি আমার অপ্সরা হয়েই থেকো ।
এক আকাশ জোৎস্না ।
এক নদী জল ।
তুমি আমার মেসোপটেমিয়া, আর্য
সভ্যতা ।
তোমার উত্ত্বানে সৃষ্টি হয়,
বিস্তৃত দিগন্ত...
তোমার পতনে সৃষ্টি হয়,
আমার নিবিড় প্রেম, আমার
ইতিহাস ।
সবি সত্য প্রিয়তমা ।
আমার জন্মদিনে তুমি সেঁঝোনা
প্রতিমা ।
জোৎস্নাময় এ রাতে,
তুমি জেগে থেকোনা ।
তোমার ক্লান্ত দেহের অবশাদ,
অস্বাভাবিক স্থবিরতা ।
এসব কখনো মিথ্যে নয় ।
আমার জন্মদিনে তুমি,
তোমার সমস্ত সুখ বিসর্জন দিয়ে,
তোমার হীরকতুল্য শীৎকার,
তোমার নিবিড় প্রেম,
তোমার বনোহরীণের অস্থিরতা.
বিসর্জন দিয়োনা প্রতিমা ।
তোমার সৌজন্যে বেঁচে থাকা,
তোমার প্রেমে জেগে ওঠা ।
তোমার জন্যে পথ চেয়ে থাকা,
তোমার জন্যেই একা একা হাঁটা ।
আমার সমস্ত প্রেম,
দেয়াল সফেদ চারুকলা ।
আমার সমস্ত নিবেদন,
চায়ের কাপে শেষ জল বিন্দু ।
আমার জন্মদিনে,
তোমার গোলাপমালা,
ফুলের সুগ্রাণে জেগে ওঠা তরুণের
প্রেম,
তোমার হিমালয় কেক ।
এসব কিছু চাইনে প্রিয়তমা...।
শুধু একবার বলো ভালোবাসি,
আমি আরেকবার জেগে ওঠি,
তোমার চোখে ।
বিষয়: সাহিত্য
৮৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন