নিরখা

লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ২৫ মে, ২০১৬, ০১:৩৩:৪২ দুপুর

http://www.bd24live.com/bangla/article_images/2015/08/16/islam_65188.jpg" />

মৃত্যুপথে চলছি আমি তোমার মতো

প্রেম,

তোমার ঘরে লুকাই আছি কেমন

হবে হেম।

তোমার মতো হাঁটছি আমি

আসমান সম পণ,

শান্তি পাবো কেমন করে বিষন্ন

এই মন।

নদীর তীরে হাটছে একা কবির রত্ন

প্রাণ,

বাধা ছাড়া মানুষগুলো করছে

শরাব পান।

বাতাসগুলো ছুটছে নীরব গয়না

দিয়ে পায়,

অমন কেন নিয়ম নীতি পাবে কেন

রায়?

আমি যখন একা চলি পাইনা কেন

আশ,

সঙ্গী নিলে কেমন হবে যুগল জীবন

পাশ?

আমার ঘরে আমি একা কেমন হবে

পথ,

খোদার কাছে ফিরে গেলে

কেমনে দিবো খত?

বিষয়: বিবিধ

৮২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File