আমার ব্লগিং জীবন।

লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ২৪ মে, ২০১৬, ০৩:৫৯:২২ দুপুর

ব্লগিং করতে ভালো লাগে বলে ছাত্রাবাসে থাকাকালীন সময়ে কবির ভাইয়ের সহযোগীতায় সামুতে একটি আইডি খুলেছিলাম। নিয়মিত লেখতাম। তবে ছবি সেট করতে পারিনি বলে খারাপ লাগতো। তাই দীর্ঘদিন ব্লগে যাইনি। মাসখানেক আগে মাসুম ভাইয়ের সহায়তায় বিডি টুডেতে আরেকটি আইডি খুলি। এটিতে অবশ্য ছবি সেট করতে পেরেছিলাম। সমস্যা হলো আমার পোষ্ট এপ্রোভ দিচ্ছেনা ব্লগ কর্তৃপক্ষ। আমার বর্তমান ব্লগে অবস্থান নিম্নরূপ ঃ

পোস্ট লিখেছিঃ ৬ টি

মন্তব্য করেছিঃ ০ টি

প্রতি মন্তব্য করেছিঃ ০

টি

ব্লগ পঠিত হয়েছেঃ ১০৮ বার

ব্লগে আছিঃ ২৮ দিন

(যেহেতু এপ্রুভ পাচ্ছিনা তাই মন্তব্য আর প্রতিমন্তব্য করতে পারিনি। )

আজকে মাসুম ভাই আমাকে নিয়ে একটি ব্লগ লিখে ব্লগ করতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। যার জন্যে মাসুম ভাইয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।

এভাবে যদি ব্লগারদের আটকে রাখা হয় তবে নতুন ব্লগার ওঠে আসবে কী করে????

বিষয়: বিবিধ

৮৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File