আর কতো হিংস্র হবি তোরা ??
লিখেছেন লিখেছেন মোশারফ রিপন ০৪ আগস্ট, ২০১৫, ০৯:৫৯:৪৮ রাত
আমরা হায়েনা হয়ে গেছি।হয়েনাও বুঝি মানুষের চেয়ে বেশি হিংস্র হয় না।কাকের মাংস কাক না খেলেও আমরা নিউরন সমদ্ধ প্রানী গুলো স্বউল্লাসে স্বজাতীর মাংস ভক্ষন করছি।আমাদের নগ্ন হিংস্রতা বন্য হিংস্র প্রাণীদের হার মানায়।আমাদের নির্যাতনের হিংস্রতা দেখে নরকের কর্মীরাও আঁতকে ওঠবে।
আমরা কি মানুষ?প্রশ্নটা নিজের বিবেককে আমি বারংবার করি।স্বীয় বুদ্ধিমত্তা দিয়ে যে প্রাণীগুলি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল।তাদের হিংস্রতা,হিংস্র প্রাণীকেও লজ্জা দিবে।
রাজনের ফুটেজ কাপিয়ে দিয়েছিল হৃদয়বান মানুষদের।সেদিক থেকে রাকিবের দূর্ভাগ্য।সে কোন স্থীর চিত্র কিংবা ভিডিও ফুটেজ রেখে যেতে পারে নি।রাখলে হয়তো এত্তোক্ষনে সারাদেশে আলোড়ন করে সবার চোখের জল আনতে পারত।
রাজন কিংবা রাকিব দুজনই নির্যাতনের শিকার হয়ে মৃত্যু হয়েছে।একজন বেধে পিটিয়ে মারা হয় অন্য জনকে মলদ্বারে কমপ্রেসার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে।কত্তোখানি হিংস্র হলে মানুষ এমন নগ্ন মৃত্য-উল্লাস করতে পারে।
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন