নিষ্টুর মা !! পাষান মা !!! সৌদি প্রবাসির স্ত্রীর কান্ড ======================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ আগস্ট, ২০১৫, ০৯:৩১:১১ রাত

শান্তির পায়রার খোজে ছুটতে ছুটতে অশান্তির সাগরে ডুবছে হাজারও মানুষ। তার একটি নমুনা দেখুন



ছবিটিতে যে বাচ্চাটিকে দেখছেন তার বয়স ১০ বছর।

তার বাবা একজন সৌদী প্রবাসী। প্রায় ১৩ বছর যাবত তার আয়ের সকল টাকা তার মায়ের নামে পাঠান। ভাল ভালে কাটছিল তাদের জিবন। কিন্তু হটাৎ করে কাল বৈশাখী ঝড়ের মত লন্ড ভন্ড হয়ে গেল তাদের সুন্দর সংসার, ঐ মহিলা এই ফুটফুটে বাচ্চটি রেখে অন্য একজনের হাত ধরে পালিয়ে যায়।

এবং উল্ট প্রবাসীর বিরুদ্দে মামলা করে দেনমোহরের জন্য।১৮০০০০ টাকা।মামলাটি কিছু দিন আগে কোটে উঠে লক্ষীপুর থানায়।

ঐ দিন মেয়েটির কান্নায় সারা কোট এলাকায় নিরব নিথর হয়ে যায়।নিরবে সবার চোখর পানি ঝরতে থাকে।

কিন্তু সেই পাষান মহিলার মনে একটু ও মায়া হয় নাই।

বরং বাচ্চাকে কিভাবে তার কাছ হতে দুরে রাখা যায় সেই চেস্টা করতে থাকে।হয়রে মানুষ,

হায়রে মা জাতি, কি বলবো আমার বলার ভাষা নাই।

সংগ্রহিত

বিষয়: বিবিধ

৫৯৭২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333708
০৪ আগস্ট ২০১৫ রাত ১০:০০
আবু জারীর লিখেছেন : মা জাতি ঠিকই আছে আসলে মায়ের মমত্বের চেয়ে তার ভোগবাদীতা প্রাধান্য পেয়েছে। বিদিশী সিরিয়াল দেখে এটা এটাই শিখছে।

অনেক পুরষও আছে বিদেশ গিয়ে বৌর কথা ভুলে বছরকে বছর পরে থাকে। যে ভুল। মারাত্বক ভুল।
ধন্যবাদ।
০৪ আগস্ট ২০১৫ রাত ১০:১২
275830
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাই আপনি সত্য কথা বলেছেন । সম্পুর্ন দোষটা টিভি চ্যানেলের । স্বামী বিদেশে থাকে অনেক উত্তেজক , ঘর ভাংগার কৌশল ইত্যাদি দেখে দেখে নিজেই ঘর ভাংগার শুরু করে
বিদেশী পুরুষরাও প্রায় ঐ রকমই
কিন্তু ভাই আমরা তেমন না আজ ২৫ বছর বিদেশ করি আলহামদুল্লিাহ এখনও ভাল আছি
আপনাকে ধন্যবাদ
333713
০৪ আগস্ট ২০১৫ রাত ১০:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা কি ভাই আসলে মানুষ আছি!!!
০৪ আগস্ট ২০১৫ রাত ১০:৩৩
275832
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অবস্থা দৃষ্টে মনে তো হয় না
333720
০৪ আগস্ট ২০১৫ রাত ১১:০৯
শান্তিপ্রিয় লিখেছেন : হিন্দি সিরিয়াল ও মোবাইল ফোনের সহজ ব্যবহারই নারীদের স্বামীর ঘর হতে বের করে দিচ্ছে।
হে আল্লাহ! আমাদের নারী সমাজকে হেফাযত কর।
০৫ আগস্ট ২০১৫ রাত ১২:০২
275846
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আমিন
আপনাকে ধন্যবাদ
333726
০৪ আগস্ট ২০১৫ রাত ১১:৩০
নাবিক লিখেছেন : হুম খুব দুঃখজনক।

বিঃদ্রঃ কিছু মনে না করলে ১টা প্রশ্ন করবো, আপনার পোস্ট এতো ফিডব্যাক পায় কি করে? ২ঘন্টায় হাজার বারের উপর পঠিত!
০৫ আগস্ট ২০১৫ রাত ১২:০২
275847
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জানী না
Good Luck
333756
০৫ আগস্ট ২০১৫ রাত ০২:২৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ফেসবুকে লেখাটি পড়েছিলাম!
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৮
275898
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor
333768
০৫ আগস্ট ২০১৫ রাত ০৪:২৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! কি বলবো বলার ভাষা নেই! আপনাকে যাযাকুমুল্লাহ!
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৯
275899
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম
আপনাকেও আল্লাহ প্রতিদান দিক
333817
০৫ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৯
আবু জান্নাত লিখেছেন : শুধু মেয়ের মাকে দোষ দিয়ে পার পাওয়া যাবে না। মেয়ের পিতা বিদেশে কি করতেছে তাও দেখতে হবে। ধন্যবাদ
০৫ আগস্ট ২০১৫ সকাল ১১:৫১
275923
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে ধন্যবাদ
আমি নিজেও...থাকি
333868
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মা জাতির কলংক ঐ মহিলা..
অনেক ধন্যবাদ..
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৪
275979
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
334216
০৭ আগস্ট ২০১৫ রাত ০১:১৯
আব্দুল গাফফার লিখেছেন : দুঃখজনক তবে স্বামীরও দোষ আছে বলে আমি মনে করি কারণ অনেক স্বামী বউয়ের চাওয়া-পাওয়া কে তেমন প্রাধান্য না দিয়ে বছরের পর বছর বিদেশ করে । ধন্যবাদ
০৭ আগস্ট ২০১৫ রাত ০১:২৩
276327
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File