নিষ্টুর মা !! পাষান মা !!! সৌদি প্রবাসির স্ত্রীর কান্ড ======================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৪ আগস্ট, ২০১৫, ০৯:৩১:১১ রাত
শান্তির পায়রার খোজে ছুটতে ছুটতে অশান্তির সাগরে ডুবছে হাজারও মানুষ। তার একটি নমুনা দেখুন
ছবিটিতে যে বাচ্চাটিকে দেখছেন তার বয়স ১০ বছর।
তার বাবা একজন সৌদী প্রবাসী। প্রায় ১৩ বছর যাবত তার আয়ের সকল টাকা তার মায়ের নামে পাঠান। ভাল ভালে কাটছিল তাদের জিবন। কিন্তু হটাৎ করে কাল বৈশাখী ঝড়ের মত লন্ড ভন্ড হয়ে গেল তাদের সুন্দর সংসার, ঐ মহিলা এই ফুটফুটে বাচ্চটি রেখে অন্য একজনের হাত ধরে পালিয়ে যায়।
এবং উল্ট প্রবাসীর বিরুদ্দে মামলা করে দেনমোহরের জন্য।১৮০০০০ টাকা।মামলাটি কিছু দিন আগে কোটে উঠে লক্ষীপুর থানায়।
ঐ দিন মেয়েটির কান্নায় সারা কোট এলাকায় নিরব নিথর হয়ে যায়।নিরবে সবার চোখর পানি ঝরতে থাকে।
কিন্তু সেই পাষান মহিলার মনে একটু ও মায়া হয় নাই।
বরং বাচ্চাকে কিভাবে তার কাছ হতে দুরে রাখা যায় সেই চেস্টা করতে থাকে।হয়রে মানুষ,
হায়রে মা জাতি, কি বলবো আমার বলার ভাষা নাই।
সংগ্রহিত
বিষয়: বিবিধ
৫৯৭২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক পুরষও আছে বিদেশ গিয়ে বৌর কথা ভুলে বছরকে বছর পরে থাকে। যে ভুল। মারাত্বক ভুল।
ধন্যবাদ।
বিদেশী পুরুষরাও প্রায় ঐ রকমই
কিন্তু ভাই আমরা তেমন না আজ ২৫ বছর বিদেশ করি আলহামদুল্লিাহ এখনও ভাল আছি
আপনাকে ধন্যবাদ
হে আল্লাহ! আমাদের নারী সমাজকে হেফাযত কর।
আমিন
আপনাকে ধন্যবাদ
বিঃদ্রঃ কিছু মনে না করলে ১টা প্রশ্ন করবো, আপনার পোস্ট এতো ফিডব্যাক পায় কি করে? ২ঘন্টায় হাজার বারের উপর পঠিত!
আপনাকেও আল্লাহ প্রতিদান দিক
আপনাকে ধন্যবাদ
আমি নিজেও...থাকি
অনেক ধন্যবাদ..
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন