অবাক সীমান্ত

লিখেছেন লিখেছেন ইকবাল হোছাইন পরশ ০৪ আগস্ট, ২০১৫, ০৮:১১:২১ রাত

শ্যাওলা জমেছে মনের কোণে

অশরীরী নিস্তব্ধ এক শহর,

জানালার শার্সিতে ময়লার আস্তরণ,

আর পলেস্তার খসে পড়েছে উঁচু

দেয়ালগুলোর;

বাতাসেরা কেবল মাঝে মাঝে

খেলে যায়;

অদ্ভুত পিসপিসানিতে,

কয়েক যুগ কিংবা শতাব্দি,

মাটির বুক আঁকড়ে থাকা কিছু শ্যাওলা;

জানান দেয় সভ্যতার অস্তিত্ব,

এখানে কোলাহল ছিল জীবনের,স্পন্দন

প্রানের,

ভালোবাসা আর শঙ্কা;

রাত কেটে ভোর আসে;

সময় পেরোয় নীরবতায়,

জীবন আরও আছে;

ডানামেলা পাখি;কেবল একটি,

এখনো উড়ে বেড়ায় কিছুর খোঁজে,

আশা নিয়ে নূতন নগরের,

রাত শেষে জেগে উঠা আরেক সূর্যের,

হয়তো থাকবে ব্যাস্ততা,নাগরিক

শব্দগুলো;

ওটার চামড়ায় ঢিল পড়েছে,

চোখদুটো ক্লান্ত;

কেবল বাতাসের ছোঁয়ায় নড়ে উঠা

শ্যাওলায় চমকে উঠে...

বিষয়: বিবিধ

৯১৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333690
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:১৪
নাবিক লিখেছেন : চমতকার কবিতা, খুউব ভালো লাগলো।
333707
০৪ আগস্ট ২০১৫ রাত ১০:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
333709
০৪ আগস্ট ২০১৫ রাত ১০:০২
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
333757
০৫ আগস্ট ২০১৫ রাত ০২:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ ভালো লিখেছেন।
334027
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৪৫
ইকবাল হোছাইন পরশ লিখেছেন : ধন্যবাদ সবাইকে।অনুপ্রাণিত হলাম :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File