আমরা যা শিখাচ্ছি সেটাই পাচ্ছি

লিখেছেন লিখেছেন শুভ কবি ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫২:০৬ দুপুর



ছোটবেলায় আমি খুব দুষ্টু ছিলাম। টিভিতে সিনেমা দেখে নায়কদের মত ফাইটিং করতে চাইতাম আর বালিশের সাথে মারামারি করতাম :v

আমার বাবার সাথে বাইরে বেড়াতে গেলেই কোন না কোন খেলনা কিনে নিয়ে আসতাম। এখনো আমার বাসায় স্মৃতি হিসাবে যে কত রকমের ভাঙ্গা খেলনা আছে তা না হয় উহ্যই থাক Winking কিন্তু আমাকে কখনোই খেলনা হিসাবে বন্দুক/পিস্তল কিনে দেয়া হয়নি। এখানে আমার বাবা বলত, " তোমাকে শুভ্র শান্ত হিসাবে দেখতে চাই, ছোট অবস্থায় তোমার মননে যা প্রবেশ করবে ভবিষ্যতের প্রকাশও তাই হবে"

ছোট বেলায় শোনা সেই কথা এখনো মনে গাথাই আছে এবং ইহা আমিও আমার সন্তানের উপর প্রয়োগ করব Winking ইনশাআল্লাহ =D

যাই হোক এবার ভিন্ন কথায় আসি,শিশুতোষের উপর লিখা শ্রদ্ধেয় Winking স্যার জাফর ইকবালের কয়েকটি বইয়ের নাম উল্লেখ করি,

"দুষ্টু ছেলের দল" ,

"হাতকাটা রবিন",

"বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর",

"দস্যি ক'জন",

"দলের নাম ব্ল্যাক ড্রাগন",

"বুগাবুগা",

"ভূতের বাচ্চা কটকটি"

"নিশিকন্যা"

জাফর স্যারের মত আমিও "বড় বড় চোখে" আর "অবাক হয়ে"যাই শিশুদের জন্য লিখা বই গুলোর প্রচ্ছদ আর শিরোনামগুলো কত ভয়ংকর Surprised

আমরা আমাদের শিশুদের মনন কিভাবে উগ্রতায় ভরে দিচ্ছি ????

আমি শাহবাগে গিয়ে শ্লোগান শিখাব, " ফাঁসি চাই" আর " ধইরা ধইরা জবাই কর", বইয়ে শিখাব দস্যিপনা আর চাইব তারা শিক্ষকদের গায়ে হাত দিবেনা এটা কি হয়???

জি স্যার,আপনার কাছে তাদের আঘাত কলসের কানা হতে পারে আপনি তাদের এই বলে প্রেমও দিতে পারেন,"মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দিবনা?"

কিন্তু আপনি যে বীজ বুনে দিয়ে গেছেন তার ফল বড়ই বিষাক্ত।

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339410
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০১
339419
০৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যথার্থ বলেছেন, সহমত
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
339454
০৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পিস্তল কিন্তু আমার প্রিয় খেলনা ছিল!!
ষাঁড় দেখেন না দাবি করছেন ওরা করতেই পারেনা!
339491
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:১৫
হতভাগা লিখেছেন : সামুর পোলাপান এখন স্যারের বিরোধীদের উল্লাসে মনমরা হয়ে গেছে ।

জাফর স্যাররা যতই নিজেদের চেতনাধারী বলে প্রেজেন্ট করতে চান না কেন - সত্য হল যে উনি বয়স থাকা সত্ত্বেও যুদ্ধে যান নি । তাদের মিথ্যার বেসাতি এখন আর টিকে থাকতে পারছে না ।

সাদাসিধে মানুষের প্রতিমূর্তি জাফর স্যার যে স্বভাবের দিক থেকে বিশ্ব বেহায়া এরশাদের সমগোত্রী তা উনি উনার গত ২/৩ দিনের কথায় প্রমান করার চেষ্টা করেছেন ।
339511
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনারে বলেছিলাম গোয়েন্দাতে যোগ দিন!! আসলে আমাদের বড় দুর্ভাগ্য! যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে পারিনা!! আপনাকে একটি শিশুতোষ বই লিখার আমন্ত্রণ জানাচ্ছি! ধন্যবাদ ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File