চেতনায় এতো নাড়া দেয় কেরে বুঝিনা
লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ২৫ এপ্রিল, ২০১৫, ১২:৫৬:২২ রাত
আমার মনে হয় বিশ্বকাপের এতো বড় ম্যাচ ফিক্সিং নিয়ে কোনো বিবৃতি দেন নাই আমাদের প্রধানমন্ত্রী।
আইজকে হাইসে হাইসে সামাইন্য ওয়ানডে আর টি টুয়েন্টি খেলায় সময় দিলাইন, বুবু গো আইজকে আপনের কোনো কাজ ছিলোনা বুঝি।
যেই দেশের প্রধান মন্ত্রী বেকার সময় কাটান, সেই দেশের বেকারত্ব কেমনে দূর হইবে বুঝতে পাইত্তেছি নো।
বুবু আপনি মর পোস্টটি একবার পইড়েন যে, আপনি এতো নির্লজ্জ কেরে হুহ o.O
বিশ্বকাপ এর ২য় রাউন্ডের খেলায় সময় দিলে আমাদের দেশের ধামাল ছেলেরা আরো বেশি সাহস পেতো ওইদিন, যেইদিন আপনার দাদাবাবু দের সাথে অসহায়ের মত অপমানিত হয়েছিলো। আর কেঁদে কেঁদে মাঠ ছেড়েছিল আমাদের গর্বিত টাইকার রা।
বিশ্বকাপের চেয়ে এই খেলা আমি বড় মনে করিনা,
যাই হোক দাদাবাবু দের ওয়াশের সময় আজকের মত খুশি তাইকেন যেঁ।
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন