এতো বড় স্পর্ধা হতো না কটূক্তি করার।

লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ৩১ মার্চ, ২০১৫, ০৯:২২:৫৩ রাত

''মানুষ কত কিছু লেখে, মানুষের মনে কত কথা থাকে।

হ্যাঁ, বুঝছি, সে ধর্মের বিরুদ্ধে লিখছে, এটা লিখছে,

ওটা লিখছে। তার মনে যা আসছে সে লিখছে। তাই

বলে তার মৃত্যুদন্ড হবে? সে যদি খারাপ কিছু

লিখেও থাকে, পরকালে তার বিচার বিধাতা করবে,

আল্লাহ আছে। পৃথিবীতে ওরা মৃত্যুদন্ড দেয়ার কে?''

বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে একথা

বলেছেন নিহত নাস্তিক ব্লগার ওয়াশিকুর রহমানের একমাত্র বোন

"আফসারি সুলতানা'

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

আমি ওনাকে বলতে চাই ওনি কি কখনো কোর-আন পড়েছেন, ওনি কি জন্মের পর ইসলাম সম্পর্কে জ্ঞান চর্চা করেছেন।

যার হুকুমে পৃথিবীতে এসেছি, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন গাছপালা, যার হুকুমে রাত শেষে দিন হয় আবার দিন শেষে রাত আসে।

যিনি মাতৃকুলের মাধ্যমে আমাদের কে পৃথিবীর আলো দেখার সুজোগ করে দিয়েছেন, যার হুকুমে পৃথিবীতে এসেছি ওনার কাছে ঠিক সময়ই ফিরে যেতে হবে।

ওই নাস্তিক গুলার এতো স্পর্ধা কি ভাবে হলো আমার মালিক, আমার শেষ বিচার দিনের মালিক

রাব্বুল আলামিন কে নিয়ে কটূক্তি করে।

যাকে সৃষ্টি না করলে ১৮ হাজার মাখলুকাতই সৃষ্টি করতেন না, জিনি আমাদের শেষ বিচারের দিবসের শাফায়তের কাণ্ডারি, আমার আমাদের নেতা বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নুয়ে কটূক্তি করে।

আমার মনে হয় এই নাস্তিক গুলা জন্মের জন্য ওদের মা বাবা রাই দায়ি।

ওনারা যদি জন্মের পর কোর-আন শিক্ষা দিতেন, নামাজ শিক্ষা দিতেন, ইহকাল ও পরকাল সম্পর্কে শিক্ষা দিতেন, তাহলে আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তি করার সাহস করতো না।

ওদের কে শুধু দুনিয়াবি শিক্ষাই দিয়েছেন, আখেরাত সম্পর্কে শিক্ষা দেওয়ার সময়ই দেননি।

যদি দিতেন আখেরাতের শিক্ষা, তাহলে শিক্ষা পেতো নমরুদের পরিনতির গল্প শুনে, ফেরাউনের সমুদ্রে ডুবে ভয়ংকর মৃত্যুর গল্প শুনে, যাকে সমুদ্রের ভয়ংকর মাছ ও জন্তুরা খায়নি, নিলনদ এখনো সাক্ষী, যার মরদেহ আজও রাখা আছে মিশরে।

ওরা নিজেকে খোদা ভাবতো, ওরাও কুত্তার মত মরেছে।

এই গুলা শিক্ষা নিলে একবারও সাহস করতো না আল্লাহ ও আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তি করার।

আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তিকারী দের এভাবেই যুগের পর যুগ শাস্তি দিয়েছন আল্লাহ রাব্বুল আলামীন।

যা নাস্তিক রা আজ রাস্তাঘাটে কুত্তার মত মরতেছে, দেখুন এটাও আল্লাহর হুকুমেই হচ্ছে, কারোনা কারো মাধ্যমে ওদেরকে প্রকাশ্যে ধংশ করতেছেন।

এ থেকেও জ্ঞানপাপী নাস্তিক মূর্খরা শিক্ষা নিচ্ছে না।

আল্লাহ হেদায়েত দান করুন ধর্মদ্রোহী দের।

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File