ঢাকা সিটি নির্বাচনের ফলাফল যার পক্ষে যাবে সেই আগামীর রাজত্বের অধিকারী।

লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ২৭ মার্চ, ২০১৫, ১১:১৬:৩২ রাত

যে যাই বলুক,

সিটি নির্বাচন বিএনপি ও ২০ দলের জন্যে আরো একটা বিগ বাশ ১০০%

আবারও পলিটিকাল কিক খাবে বিএনপি,

শিয়ালের কাছে মুরগ ভাগি দেওয়া আর আওয়ামীলীগের অধীনে সিটি নির্বাচনের মধ্যে কোন পার্থক্য আমি খুজে পাচ্ছিনা।

নির্বাচনী প্রচার ঠিকই হবে, এবং নির্বাচনী প্রস্তুতি ঠিকই হবে, ফলাফল............।

২০ দল উপজেলা নির্বাচন থেকে শিক্ষা নিয়েও যদি একি ভুল করে, সেটাকে আমি ভুল মনে করিনা।

কথায় আছে,

কানা সবসময় পথ দেখে গর্তের দিকে।

আওয়ামীলীগ এবার উপজেলা নির্বাচন থেকে আরো বেশি গুরুত্বের সাথে দেখবে ঢাকা সিটি নির্বাচন, বিএনপি যদি ঢাকায় বাশ খায় অস্তিত্ব এরশাদের চেয়ে আরো ভয়াবহ হবে। শক্তি প্রয়োগ বা কৌশলকে কাজে লাগিয়ে জয়ি হতে পারবে বলে আমি মনে করিনা।

আর আওয়ামীলীগ ও যদি কোনভাবে ঢাকা সিটিতে পিছনে পড়ে যায় তাহলে আওয়ামীলীগের ও কিন্তু খবর আছে ১০০% শিওর। সুতরাং............. ফলাফল

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311378
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : গাজিপুর এবং সিলেট মেয়র কারাগারে, কোনো ভূমিকাই রাখতে পারছে না, তবু তাদের জয় দরকার, এই জয় দিয়ে যে কি ছাতা করবে তারাই ভাল জানে।
311396
২৮ মার্চ ২০১৫ রাত ১২:৪৫
ঘুমন্ত মানব লিখেছেন : আমার মন বলছে আবারো বড় আকারে কিক খেতে যাচ্ছে বিএনপি
311403
২৮ মার্চ ২০১৫ রাত ০১:১১
আবু জান্নাত লিখেছেন : Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
311411
২৮ মার্চ ২০১৫ রাত ০৪:৩১
শেখের পোলা লিখেছেন : প্রশাসন ও পেশী শক্তি যদি ব্যবহার না হয় তবে বোধ হয় চেতনা ভেস্তে যাবে৷ দেখা যাক৷
311437
২৮ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৬
ঘুমন্ত মানব লিখেছেন : ক্ষমতা ঠিকেই আছে প্রশাসনের অনুদানে, আর সিটি নির্বাচনের খুব গুরুত্ব দিবে আওয়ামীলীগ ১০০% শিওর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File