ঢাকা সিটি নির্বাচনের ফলাফল যার পক্ষে যাবে সেই আগামীর রাজত্বের অধিকারী।
লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ২৭ মার্চ, ২০১৫, ১১:১৬:৩২ রাত
যে যাই বলুক,
সিটি নির্বাচন বিএনপি ও ২০ দলের জন্যে আরো একটা বিগ বাশ ১০০%
আবারও পলিটিকাল কিক খাবে বিএনপি,
শিয়ালের কাছে মুরগ ভাগি দেওয়া আর আওয়ামীলীগের অধীনে সিটি নির্বাচনের মধ্যে কোন পার্থক্য আমি খুজে পাচ্ছিনা।
নির্বাচনী প্রচার ঠিকই হবে, এবং নির্বাচনী প্রস্তুতি ঠিকই হবে, ফলাফল............।
২০ দল উপজেলা নির্বাচন থেকে শিক্ষা নিয়েও যদি একি ভুল করে, সেটাকে আমি ভুল মনে করিনা।
কথায় আছে,
কানা সবসময় পথ দেখে গর্তের দিকে।
আওয়ামীলীগ এবার উপজেলা নির্বাচন থেকে আরো বেশি গুরুত্বের সাথে দেখবে ঢাকা সিটি নির্বাচন, বিএনপি যদি ঢাকায় বাশ খায় অস্তিত্ব এরশাদের চেয়ে আরো ভয়াবহ হবে। শক্তি প্রয়োগ বা কৌশলকে কাজে লাগিয়ে জয়ি হতে পারবে বলে আমি মনে করিনা।
আর আওয়ামীলীগ ও যদি কোনভাবে ঢাকা সিটিতে পিছনে পড়ে যায় তাহলে আওয়ামীলীগের ও কিন্তু খবর আছে ১০০% শিওর। সুতরাং............. ফলাফল
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন