ভাই আমগো দেশটা এবার ছাইড়া দেয়
লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ২৩ মার্চ, ২০১৫, ১২:২৯:৩৭ রাত
এই প্রবাদের অনেক গুন আছে যদি কেউ এইটা কে মেনে চলে সব সময়, কোনো ফু তাবিজ, হিল্লে বাবার কাছেও যাওয়া লাগবেনা বলে দিলাম।
পিছনের শত্রুর চেয়ে প্রকাশ্য শত্রু হাজার গুনে উত্তম।
আসল কথায় আসা যাউক, সেইটা হইলো আমরা যেই দলেরই চেতনা নিয়া ফালাইনা কেনো।
ইন্ডিয়া পাকিস্তান এই দুই দেশ আমাগো বন্ধু না, তবে পাকিস্তান আর মনে হয়না আমাদের কোনো ক্ষতি করবে।
কারন স্বাধীনতার ৪৩ বছর হয়ে গেছে আজ পর্যন্ত আর কোনো ক্ষতি করতে শুনিনাই এবং আমার জন্মের পরেও দেখিনাই।
মাগার এই কথা শুনে আসছি এবং নিজেও দেখে আসতেছি ইন্ডিয়া নামের গুনুক পুকাডায় আমাগো বিতর টা খেয়ে শুধু কেচিংটা রাখছে।
এই বিতরটা বরাট করতে অনেক কষ্ট হইবে, যতই বরাট করিনা কেনো সেই অমূল্য ধন গুলান আর পামু কি আল্লাহ মালুম। শুনেছি ৭১ এ যা দিছে তার চেয়ে বেশি নিছে, যায়গা সম্পদ অনেক নিছে লুট কইরা, আমাগো মাথায় লবণ রাইখা খেয়ে আসছে এবং খাইতেছেও। আমরা এক দাপ এগোলে পিছন থেকে কিক মাইরা ২ দাপ নিচে নামাইতাছে।
হিংসুক দেশ হলো রেন্ডিয়া, কারন বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত রাষ্ট্র হয়ে যায় তাহলে তার দেশের তামিল নাড়ু, কলকাতা, পাঞ্জাবের মত রাজ্য গুলা স্বাধীনতার জন্য ফুঁসে উঠবে। ওরা বলবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে আমরা কেনো পারবোনা।
তাই ওদের এতো চক্রান্ত।
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিথ্যা বলেন নাই।
মন্তব্য করতে লগইন করুন