৩ সিটি নির্বাচনের মাধ্যমে অনেক নাটকের মুখোশ উন্মোচন হতে পারে।

লিখেছেন লিখেছেন ঘুমন্ত মানব ২৪ এপ্রিল, ২০১৫, ০৭:৩১:৫৬ সন্ধ্যা

এই সিটি নির্বাচনের মাধ্যমে অনেক নাটকের ইতিও ঘটতে পারে :3

আর নয়তো শুরু.............

জেনে রাখা ভালো, মিথ্যাবাদীরাই সত্যবাদী দের বিরুদ্ধে বেশি বদনাম ছড়ায়।

জুলুম বাজরা জুলুম করে,আবার নির্যাতিতো দের বিরুদ্ধে অপপ্রচার চালায়।

সবশেষে সত্যেরই বিজয় হয়, মিথ্যাবাদী যতই নিজেকে সত্যবাদী বলে ভেড়াক কাজ হয়না।

মিথ্যাবাদী ও জুলুমবাজ কে নিয়ে আড়ালে ঠিকই সমালোচনা হয়,আর এই সমালোচনাই একদিন পতনে পরিণত হয়।

আরেকটা কথার উত্তর ও সহজভাবে সমীকরণ মিলবে, সেটা হলো জামায়াত ইসলামিও একদিন ভুক ফুলিয়ে রাজত্ব করবে বাংলাদেশ।

সেদিন অমানুষ গুলার মিথ্যাচারের দাত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ, আমি যা লিখেছি তার একটা ব্যাকরণ মিলে যাবে ৩সিটি নির্বাচনে।

বিশেষ করে যুদ্ধাপরাধী, জঙ্গি, নাশকতাকারী। এই ভয়ংকর শব্দগুলার ও পরিপূর্ণ সমীকরণ মিলে যাবে।

বিষয়: বিবিধ

১৪৬৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316681
২৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কথা সইত্য। আমরা অপেক্ষা করতে থাকি নাটকটি কবে আসে।
316689
২৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৭
ঘুমন্ত মানব লিখেছেন : ইনশাআল্লাহ, তবে একিটু অপেক্ষা করতে হবে।
316692
২৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৩
হতভাগা লিখেছেন :
আরেকটা কথার উত্তর ও সহজভাবে সমীকরণ মিলবে, সেটা হলো জামায়াত ইসলামিও একদিন ভুক ফুলিয়ে রাজত্ব করবে বাংলাদেশ।








মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File