ক্লোজশট, সাদা চোখে

লিখেছেন লিখেছেন মন সমন ২৮ মার্চ, ২০১৫, ০২:৫৩:১২ রাত

অর্থ-রোগী ব্যবসায়ীরা রাজনীতি দখল করে,

নিজেদের আর্থিক উন্নতিকেই ( আত্মিক উন্নতি নয় )

গণমানুষের উন্নতির পরিসংখ্যান বানায়

এবং প্রচার করে তাদেরই নিয়ন্ত্রিত সকল মিডিয়ায় ।

৫০ হাজার কোটিপতি বাংলাদেশে ।

তারাই সংসদ, রাজনীতি, অর্থনীতি এবং সমাজ নিয়ন্ত্রণ করে ।

তাদের ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের ঝগড়া-বিবাদই রাজনীতি ।

গণমানুষের সাইনবোর্ডকে ব্যবহার করে তারা ।

আমজনতার আম ও ছালা দুটিই ক্রমান্বয়ে হারিয়ে যায় ।

আমজনতার ভোটে, গণতন্ত্র ঝুলে থাকে লিপ-সার্ভিসে, ঠোঁটে !!

২৮-০৩-২০১৫

ঢাকা, বাংলাদেশ ।

বিষয়: বিবিধ

৭৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File