মুক্তমনা নাকি মুত্রমনা !!!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ৩১ মার্চ, ২০১৫, ০৮:৩৪:১৭ রাত

বাঙ্গালীরা শব্দচয়নে বেশ পটু,যদিও নিজেরাই নিজেদের এ সংক্রান্ত নিয়ম নীতি মানেনা। বাংলা ভাষায় হাজার হাজার বিদেশী শব্দ রয়েছে এবং সেসবই বিভিন্নভাবে উচ্চরণ করে অধিক বাঙ্গালীপনা প্রকাশ করা হয়। একবার সংসদ থেকে বলা হয়েছিল "বিসমিল্লাহহির রহমান হির রহিম" আরবী ভাষা,তাই বাংলা চর্চার স্বার্থে এটার বাংলা তরজমা প্রকাশ করতে হবে বা বক্তব্য দিলে ওটার বাংলাটা বলতে হবে। সে সময় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন-তাইলে সবকিছুই তরজমা করে বলেন, যে চেয়ারে বসে আছেন ওটার নাম কাষ্টাসন.....এই নামে ডাকেন, দেখেন মানুষ আপনাকে কি বলে।

যাইহোক, বাংলাদেশে এসব নিয়ে যারা বেশী সোচ্চার তাদের বেশীরভাগই ভন্ড। এরাই ২১ শে ফেব্রয়ারীতে গাছের ডালে অ,আ,ক,খ লিখে আর এদের সন্তানরাই বাংলার সাথে ইংলিশ মিশিয়ে কথা বলে। কিন্তু অবাক করার মত বিষয় হল এরকম যারা বলে,এদের কেন জানি ইসলামী শব্দগুলোর প্রতি বেশী আক্রোশ । এরা ইনিয়ে বিনিয়ে যা বলে ও করে তা হল ইসলামই সকল কাজে বাধা,সুতরাং ওটা থেকে মুক্ত হতে হবে। তবেই প্রগতিশীল হওয়া যাবে। ইসলাম থেকে মুক্ত মন যে জনার তিনিই যেন মুক্ত মনা !

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানদের বিষয় চর্চা করলে প্রগতির অন্তরায় হবেনা,বিশেষ করে হিন্দুত্ববাদী চর্চা করা মানেই হল খাটি বাঙ্গালী হওয়া,এমনটাই তারা প্রকাশ করে। তাই দূর্গাপূজা হয়ে যায় সার্বজনীন অথবা সকলের উৎসব,বাঙ্গালীর উৎসব ইত্যাদী। কিন্তু উভয় বাংলায় একটি বিশাল সংখ্যক বাঙ্গালী মুসলিম থাকা সত্ত্বেও ঈদ কখনই সার্বজনীন হয়না,ওটা সর্বদা মুসলিমদের ধর্মীয় উৎসব। মুক্তমনার অর্থ হল মন মুক্ত ,স্বাধীন,উদার। অর্থাৎ সকল বিষয়ে স্বাধীনভাবে,চাপমুক্তভাবে কথা বলা। কিন্তু বাস্তবতা হল ইসলামের বিরোধীতা না করতে পারলে সে আর যাই হোক মুক্তমনা নয়।

এদের অনেকে পেইড এজন্ট,অনেকে পেমেন্ট ছাড়াই জয়গান গায়,অনেকে রুটির লোভে এটি করে, অনেকে নিজেরা বিজ্ঞানমনষ্ক সেটা প্রমান করতে নিজেদেরকে প্রগতিশীল বলে প্রকাশ করে। আর এর আধুনিক নাম হল মুক্তমনা। এর আরেকটু পরিশিলীত রূপ হল মুত্রমনা। আর যদি শব্দটিকে বিশেষ ভূখন্ড সমর্থিত করা যায় তবে তা হবে 'গো-চনা।'

এরা সর্ব বিষয়ে বিজ্ঞান মনষ্ক। সর্বদা প্রগতিশীল। মনে রাখা দরকার পৃথিবীর সর্বপ্রথম মুক্তমনা হল ইবলিশ শয়তান। সেই আল্লাহর আদেশ নি:শর্তভাবে পালন না করে নিজের আগুন হতে সৃষ্টি এবং আদমের মাটি হতে সৃষ্টি নিয়ে বৈজ্ঞানিক প্রশ্ন করেছিল। আল্লাহ যেন এসব আগাছার হাত থেকে আমাদের সুন্দর ফসলের ক্ষেতকে রক্ষা করেন !

বিষয়: বিবিধ

১৫৮৭ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312087
৩১ মার্চ ২০১৫ রাত ০৮:৪২
আফরা লিখেছেন : এদের অনেকে পেইড এজন্ট,অনেকে পেমেন্ট ছাড়াই জয়গান গায়,অনেকে রুটির লোভে এটি করে, অনেকে নিজেরা বিজ্ঞানমনষ্ক সেটা প্রমান করতে নিজেদেরকে প্রগতিশীল বলে প্রকাশ করে। আর এর আধুনিক নাম হল মুক্তমনা। এর আরেকটু পরিশিলীত রূপ হল মুত্রমনা। আর যদি শব্দটিকে বিশেষ ভূখন্ড সমর্থিত করা যায় তবে তা হবে 'গো-চনা।'

ভাল গবেষনা ।
০১ এপ্রিল ২০১৫ রাত ০৩:৪৭
253145
দ্য স্লেভ লিখেছেন : তা যা বলেছেন জনাবা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
312089
৩১ মার্চ ২০১৫ রাত ০৮:৪৩
মাজহারুল ইসলাম লিখেছেন : আমীন।

এইসব মূত্র মনাদের মূল এজেন্ট হচ্ছে এই দেশে অবস্থানরত ভারতীয় "র" এবং বাংলারদেশের কিছু কট্টরপন্থী হিন্দুরা।
আর এই সব মূত্র মনাদের লক্ষ্য থাকে ইউরোপ যাওয়ার তাই এরা অনেকেই এজেন্ট ছাড়া ছাগলের তিন নাম্বার বাচ্চার মত লাফালাফি করে যায়।
০১ এপ্রিল ২০১৫ রাত ০৩:৪৮
253146
দ্য স্লেভ লিখেছেন : কিন্তু আফসোস হয় তখন, যখন তাদের অনেকেই না পৃথিবীতে কিছু পায়,আর না আখিরাতে
312090
৩১ মার্চ ২০১৫ রাত ০৮:৫১
নূর আল আমিন লিখেছেন : বোঝেন না কেন। ইসলামের বিরোধীতা করতে পারলেইতো ওদের ফ্রি সেক্স/ লিভটুগেদার সমাজ বাস্তবায়ন হবে। এ জন্য ওরা ভাদ্রমাসের কুকুরের মতো চেচায়
০১ এপ্রিল ২০১৫ রাত ০৩:৪৯
253147
দ্য স্লেভ লিখেছেন : কথা ঠিক
312094
৩১ মার্চ ২০১৫ রাত ০৮:৫৮
বাকপ্রবাস লিখেছেন : এরা গন্ড মূখ্য, শেকড় হীণ শহুরে ভন্ড
০১ এপ্রিল ২০১৫ রাত ০৩:৪৯
253148
দ্য স্লেভ লিখেছেন : পুরো ভন্ড
312099
৩১ মার্চ ২০১৫ রাত ০৯:২৩
দুষ্টু পোলা লিখেছেন : বাকপ্রবাস লিখেছেন : এরা গন্ড মূখ্য, শেকড় হীণ শহুরে ভন্ড
০১ এপ্রিল ২০১৫ রাত ০৩:৪৯
253149
দ্য স্লেভ লিখেছেন : ভালো লাগলো,অনেক ধন্যবাদHappy
312114
৩১ মার্চ ২০১৫ রাত ১১:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এদের মত বিজ্ঞান মনস্ক হইতে গেলে তো বিজ্ঞান এর বাইরে যেতে হবে!!
মুসলিম বিজ্ঞানিদের কথা বাদ দিলাম। নিউটন আইনস্টাইন কেও বাদ দিতে হবে!!
০১ এপ্রিল ২০১৫ রাত ০৩:৫০
253150
দ্য স্লেভ লিখেছেন : উহারা একখান চিজ..মানে মুত্র
312124
৩১ মার্চ ২০১৫ রাত ১১:১২
আবু জান্নাত লিখেছেন : মাশা-আল্লাহ ভালো লিখেছেন,
মনে রাখা দরকার পৃথিবীর সর্বপ্রথম মুক্তমনা হল ইবলিশ শয়তান। সেই আল্লাহর আদেশ নি:শর্তভাবে পালন না করে নিজের আগুন হতে সৃষ্টি এবং আদমের মাটি হতে সৃষ্টি নিয়ে বৈজ্ঞানিক প্রশ্ন করেছিল।

একদম খাটি কথা, মানে দশ কথার এক কথা। অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।
০১ এপ্রিল ২০১৫ রাত ০৩:৫১
253151
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান ভ্রাতা
312139
০১ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই সমস্ত মুক্তমনা নামধারী নাস্তিক ব্লগারদের জন্য আজকে সাধারণ মানুষ ব্লগার নাম শুনলে বাঁকা চোখে তাকায়। প্রতিনিয়ত কত মানুষ পুলিশের গুলিতে, প্রতিপক্ষের গুলিতে নিহত হচ্ছে অথচ ঐ গুলো মিডিয়াতে আসেনা, কিন্তু কোন নাস্তিক কুত্তা মারা গেলে মিডিয়াতে হৈ চৈ পরে যায়, এর হেতু কি?? ?
০১ এপ্রিল ২০১৫ রাত ০৩:৫৪
253152
দ্য স্লেভ লিখেছেন : হেতু আর কি, ওদের আব্বারাই তো মিডিয়া চালায়,তাদের পুলা মরলে কাদবে না ??Surprised Surprised
312147
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৩৬
কাহাফ লিখেছেন : বেশ অনেক দিন পর ব্লগে আসলাম! আপনার সুন্দর লেখা পড়ে মুত্রমনাদের স্বরুপও জানলাম!
জাযাকাল্লাহু খাইরান জানাই!
দোয়ার দরখাস্ত রইল ভাই!!
০১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪২
253211
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আপনাকে আসহাবে কাহাফদের মত রহমত বরকত আর সম্মান দান করুক। আমার জন্যে দোয়া করবেন।
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৭
253220
কাহাফ লিখেছেন :
দয়াময় আল্লাহ আপনার সুন্দর দোয়া কবুল করুন!আমিন!!
কল্যাণের পুর্ণতায় আপনার জীবন কে আল্লাহ ভরে তুলুন-এই দোয়া সব সময়!!
১০
312204
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৫০
০১ এপ্রিল ২০১৫ রাত ০৮:১০
253307
দ্য স্লেভ লিখেছেন : Happy Happy Happy
১১
312258
০১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছোট ভাই। আপনার অসাধারণ লিখাটি পড়ে দারুণ ভালো লাগলো। এরা অরুচিকর শ্রেণীর পোষা, বিক্রীত এবং ধিক মনুষ্যরূপী নিকৃষ্ট পশু বরং তারও অধম।

জাজাকাল্লাহু খাইর।
০১ এপ্রিল ২০১৫ রাত ০৮:১১
253308
দ্য স্লেভ লিখেছেন : ওরা গোমুত্র...তা আপনি কেমন আছেন ? আলুভর্তা,ডাল,গরুর মাংসের ঝোল কি কব্জী ডুবিয়ে খাচ্ছেন ?
১২
312312
০২ এপ্রিল ২০১৫ রাত ১২:২৫
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ, মনে রাখা দরকার পৃথিবীর সর্বপ্রথম মুক্তমনা হল ইবলিশ শয়তান। সেই আল্লাহর আদেশ নি:শর্তভাবে পালন না করে নিজের আগুন হতে সৃষ্টি এবং আদমের মাটি হতে সৃষ্টি নিয়ে বৈজ্ঞানিক প্রশ্ন করেছিল। অনেক ধন্যবাদ
১৩
312319
০২ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৯
shaidur rahman siddik লিখেছেন : হাহাহা---- মুত্রমনাই
০২ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪০
253437
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৪
312368
০২ এপ্রিল ২০১৫ রাত ০৪:৩৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

মনে রাখা দরকার পৃথিবীর সর্বপ্রথম মুক্তমনা হল ইবলিশ শয়তান দারুন বলেছেন!

আল্লাহ আমাদের সব মুসলিম ভাইবোনদের অন্তরগুলোকে দ্বীনের পথে সোজা রাখুন! ইসলামের জন্য উন্মুক্ত করে দিন! আমিন!

জাযাকাল্লাহু খাইর! Good Luck
০২ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪১
253438
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম বোন। আল্লাহ আমাদেরকে শয়তান আর ওসব গোমুত্রের থেকে পবিত্র করুন !
১৫
313023
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:০৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

মনে রাখা দরকার পৃথিবীর সর্বপ্রথম মুক্তমনা হল ইবলিশ শয়তান দারুন বলেছেন!

আল্লাহ আমাদের সব মুসলিম ভাইবোনদের অন্তরগুলোকে দ্বীনের পথে সোজা রাখুন! ইসলামের জন্য উন্মুক্ত করে দিন! আমিন!

জাযাকাল্লাহু খাইর!
সহমত
০৫ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৪
254040
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ আমাদের সব মুসলিম ভাইবোনদের অন্তরগুলোকে দ্বীনের পথে সোজা রাখুন! ইসলামের জন্য উন্মুক্ত করে দিন! আমিন!
১৬
313432
০৭ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫৯
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : এরা সর্ব বিষয়ে বিজ্ঞান মনষ্ক। সর্বদা প্রগতিশীল। মনে রাখা দরকার পৃথিবীর সর্বপ্রথম মুক্তমনা হল ইবলিশ শয়তান
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৪:১৫
254554
দ্য স্লেভ লিখেছেন : Happy Happy Happy Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File