মুক্তমনা নাকি মুত্রমনা !!!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ৩১ মার্চ, ২০১৫, ০৮:৩৪:১৭ রাত
বাঙ্গালীরা শব্দচয়নে বেশ পটু,যদিও নিজেরাই নিজেদের এ সংক্রান্ত নিয়ম নীতি মানেনা। বাংলা ভাষায় হাজার হাজার বিদেশী শব্দ রয়েছে এবং সেসবই বিভিন্নভাবে উচ্চরণ করে অধিক বাঙ্গালীপনা প্রকাশ করা হয়। একবার সংসদ থেকে বলা হয়েছিল "বিসমিল্লাহহির রহমান হির রহিম" আরবী ভাষা,তাই বাংলা চর্চার স্বার্থে এটার বাংলা তরজমা প্রকাশ করতে হবে বা বক্তব্য দিলে ওটার বাংলাটা বলতে হবে। সে সময় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন-তাইলে সবকিছুই তরজমা করে বলেন, যে চেয়ারে বসে আছেন ওটার নাম কাষ্টাসন.....এই নামে ডাকেন, দেখেন মানুষ আপনাকে কি বলে।
যাইহোক, বাংলাদেশে এসব নিয়ে যারা বেশী সোচ্চার তাদের বেশীরভাগই ভন্ড। এরাই ২১ শে ফেব্রয়ারীতে গাছের ডালে অ,আ,ক,খ লিখে আর এদের সন্তানরাই বাংলার সাথে ইংলিশ মিশিয়ে কথা বলে। কিন্তু অবাক করার মত বিষয় হল এরকম যারা বলে,এদের কেন জানি ইসলামী শব্দগুলোর প্রতি বেশী আক্রোশ । এরা ইনিয়ে বিনিয়ে যা বলে ও করে তা হল ইসলামই সকল কাজে বাধা,সুতরাং ওটা থেকে মুক্ত হতে হবে। তবেই প্রগতিশীল হওয়া যাবে। ইসলাম থেকে মুক্ত মন যে জনার তিনিই যেন মুক্ত মনা !
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানদের বিষয় চর্চা করলে প্রগতির অন্তরায় হবেনা,বিশেষ করে হিন্দুত্ববাদী চর্চা করা মানেই হল খাটি বাঙ্গালী হওয়া,এমনটাই তারা প্রকাশ করে। তাই দূর্গাপূজা হয়ে যায় সার্বজনীন অথবা সকলের উৎসব,বাঙ্গালীর উৎসব ইত্যাদী। কিন্তু উভয় বাংলায় একটি বিশাল সংখ্যক বাঙ্গালী মুসলিম থাকা সত্ত্বেও ঈদ কখনই সার্বজনীন হয়না,ওটা সর্বদা মুসলিমদের ধর্মীয় উৎসব। মুক্তমনার অর্থ হল মন মুক্ত ,স্বাধীন,উদার। অর্থাৎ সকল বিষয়ে স্বাধীনভাবে,চাপমুক্তভাবে কথা বলা। কিন্তু বাস্তবতা হল ইসলামের বিরোধীতা না করতে পারলে সে আর যাই হোক মুক্তমনা নয়।
এদের অনেকে পেইড এজন্ট,অনেকে পেমেন্ট ছাড়াই জয়গান গায়,অনেকে রুটির লোভে এটি করে, অনেকে নিজেরা বিজ্ঞানমনষ্ক সেটা প্রমান করতে নিজেদেরকে প্রগতিশীল বলে প্রকাশ করে। আর এর আধুনিক নাম হল মুক্তমনা। এর আরেকটু পরিশিলীত রূপ হল মুত্রমনা। আর যদি শব্দটিকে বিশেষ ভূখন্ড সমর্থিত করা যায় তবে তা হবে 'গো-চনা।'
এরা সর্ব বিষয়ে বিজ্ঞান মনষ্ক। সর্বদা প্রগতিশীল। মনে রাখা দরকার পৃথিবীর সর্বপ্রথম মুক্তমনা হল ইবলিশ শয়তান। সেই আল্লাহর আদেশ নি:শর্তভাবে পালন না করে নিজের আগুন হতে সৃষ্টি এবং আদমের মাটি হতে সৃষ্টি নিয়ে বৈজ্ঞানিক প্রশ্ন করেছিল। আল্লাহ যেন এসব আগাছার হাত থেকে আমাদের সুন্দর ফসলের ক্ষেতকে রক্ষা করেন !
বিষয়: বিবিধ
১৫৮৭ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল গবেষনা ।
এইসব মূত্র মনাদের মূল এজেন্ট হচ্ছে এই দেশে অবস্থানরত ভারতীয় "র" এবং বাংলারদেশের কিছু কট্টরপন্থী হিন্দুরা।
আর এই সব মূত্র মনাদের লক্ষ্য থাকে ইউরোপ যাওয়ার তাই এরা অনেকেই এজেন্ট ছাড়া ছাগলের তিন নাম্বার বাচ্চার মত লাফালাফি করে যায়।
মুসলিম বিজ্ঞানিদের কথা বাদ দিলাম। নিউটন আইনস্টাইন কেও বাদ দিতে হবে!!
একদম খাটি কথা, মানে দশ কথার এক কথা। অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর।
জাযাকাল্লাহু খাইরান জানাই!
দোয়ার দরখাস্ত রইল ভাই!!
দয়াময় আল্লাহ আপনার সুন্দর দোয়া কবুল করুন!আমিন!!
কল্যাণের পুর্ণতায় আপনার জীবন কে আল্লাহ ভরে তুলুন-এই দোয়া সব সময়!!
নিজেকে কিভাবে বিজ্ঞানমনস্ক হিসেবে পরিচিত করবেন?
জাজাকাল্লাহু খাইর।
মনে রাখা দরকার পৃথিবীর সর্বপ্রথম মুক্তমনা হল ইবলিশ শয়তান দারুন বলেছেন!
আল্লাহ আমাদের সব মুসলিম ভাইবোনদের অন্তরগুলোকে দ্বীনের পথে সোজা রাখুন! ইসলামের জন্য উন্মুক্ত করে দিন! আমিন!
জাযাকাল্লাহু খাইর!
মনে রাখা দরকার পৃথিবীর সর্বপ্রথম মুক্তমনা হল ইবলিশ শয়তান দারুন বলেছেন!
আল্লাহ আমাদের সব মুসলিম ভাইবোনদের অন্তরগুলোকে দ্বীনের পথে সোজা রাখুন! ইসলামের জন্য উন্মুক্ত করে দিন! আমিন!
জাযাকাল্লাহু খাইর!
সহমত
মন্তব্য করতে লগইন করুন