ভারতে নিষিদ্ধের তালিকার গরু জবাই তারপর কী?
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ৩১ মার্চ, ২০১৫, ০৬:৫৭:২০ সন্ধ্যা
মধ্যপ্রদেশ এবং হরিয়ানার পর গোটা ভারতেই জরু জবাই নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং হিন্দু মৌলবাদী নেতা রাজনাথ সিং।রবিবার ইন্দোর শহরে জৈন ধর্মগুরুদের এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
এ ব্যাপারে তার সরকারের ‘সদিচ্ছার’ কথা ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ বলেন, ‘এ দেশে গরু জবাইকে কোনোভাবেই অনুমোদন করা হবে না। এটি বন্ধ করার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।
মহারাষ্ট্রে শুধু গরু নয়, মহিষ জবাইও নিষিদ্ধ করা হচ্ছে।
সমাবেশে জৈন ধর্মগুরু আচার্য শিভমুনি আসন্ন বাজেট অধিবেশনেই গোটা ভারতে গরু-মহিষ জবাই নিষিদ্ধ করে বিল আনার জন্য বিজেপি সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
তারপর কী? তারপর সম্ভবত ছাগল, ভেরা মুরগী জবাই নিষিদ্ধ হতে পারে এবং তা ঘটার যথেষ্ট কারন রয়েছে, কেননা জৈন ধর্মের অনুসারীরা নিরামিষ ভোজী ও সর্ব প্রকারের জীব হত্যার বিরোধী।
ভারতে নিষিদ্ধের তালিকার গরু জবাই তারপর কী? বাংলাদেশের লাভঃ বাংলাদেশীরা অধীর আগ্রহে পানির দরে গরুর মাংস খাওয়ার জন্য অপেক্ষা করছে।
বিষয়: বিবিধ
১০৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাঝে মাঝে মজা করে বলি উনারা যখন থেকে গরু খাওয়া শুরু করলো, তখন থেকে বাংলাদেশে গরুর দাম বাড়তে শুরু করেছে। ইউরোপের ইন্ডিয়ার গরুর মাংসের বিশাল এক রপ্তানী বাজার আছে। যা হোক এখন এই অছিলায় যদি এখানে দাম কমে।
"The world's largest exporters of beef are Brazil, India, Australia and the United States in that order (in 2014).[3] Beef production is also important to the economies of Uruguay, Canada, Paraguay, Mexico, Argentina, Belarus and Nicaragua." সূত্রঃ http://en.wikipedia.org/wiki/Beef
মানব যমিন
গরুর গোস্তের দাম কমবে।
মন্তব্য করতে লগইন করুন