মধ্যপ্রাচ্যে কেমন আছি আমরা ( পর্ব -২০ ) প্রবাসীদের সাথে দেশের বেইমানি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৫ এপ্রিল, ২০১৫, ০১:১১:৫৮ রাত
প্রবাসীদের আরেক নাম দেশ প্রেমিক।প্রিয় দেশ থেকে যখন প্রবাসে চলে আসে তখন দেশের প্রতি আলাদা একটা প্রেম সৃষ্টি হয় মনের গহিনে। দেশে রেখে আসা মা বাবা স্বজন সবার জন্য চিন্তা করতে হয়।
দেশের প্রতি ভালবাসা শুধু নয় দেশর জন্য কিছু করার চেষ্টা করেন অনেক প্রবাসীরা। কথার মাধ্যেম , কাজের মাধ্যমে, লিখার মাধ্যমে , বুদ্ধি দিয়ে সর্বপরি আর্থিক ভাবে। কিন্তু যখন দেশ সেই প্রবাসীর সাথে বেইমানি করে তখন প্রবাসীরা অনেক আঘাত পায়।
আমার এক বন্ধু গত কাল আসছে দেশ থেকে। তার দেশের বাড়ি চট্রগ্রাম। সে গত ১ মাস পূর্বে দেশে যায় বাত্সরিক ছুটি কাটানোর জন্য। প্রবাস থেকে দেশে যাওয়ার ২ মাস পূর্ব থেকেই অনেক রকম প্লান করে রাখেন প্রবাসীরা কোথায় যাবেন কি করবেন ইত্যাদি । বন্ধুটি দেশে গিয়ে যে প্রতারণার শিকার হয়েছে দেশের প্রশাসনের কাছে তা অত্যন্ত কষ্টের এবং দেশের জন্য কলঙ্কের। দেশে যাওয়ার তিন দিন পরেই তার ২ বন্ধুদের নিয়ে শহরে যায় বেড়াতে । রাত ১১ টায় ফিরার পথে ট্রাফিক পুলিশ তাদের বহনকারী গাড়িটি থামিয়ে দেয় চেক করার নাম করে । শুধু মাত্র প্রবাসী বন্ধুকে গাড়ি থেকে নামিয়ে নেয় ট্রাফিক পুলিশ।গাড়িতে বসে থাকা ২ জন বন্ধুদের ৩ জন পুলিশ গাড়ির গ্লাস বন্ধ করে আটকে রাখে। বন্ধুটি দেখতে দেশের অন্য দু চারটি ছেলের মত নয় , অনেকটা আলদা এক কথায় স্মার্ট। পুলিশ গাড়ি থেকে নামিয়ে তার হাতে ধরিয়ে দেয় " ইয়াবার তিনটি বড়ি " এবং থাকে ওই পুলিশ ইয়াবি গুলো পকেটে রাখার জন্য বলে।সেই সময় আশপাশ থেকে আরো ৬ জন পুলিশ চলে আসে তাদের গাড়ির কাছে। ইয়াবার বড়ি পকেটে রাখতে অনিচ্ছা দেখালে সাথে সাথে তার দিকে বন্ধুক উচু করে রাখা হয়। বন্ধুটি ভয়ে পুলিশের দেওয়া ইয়াবা পাকটে রাখে। প্রায় ১০ মিনিট দাড়িয়ে রাখার পর অন্য এক পুলিশ আসে ঘটনাস্থলে এসেই ২৫ হাজার টাকা না দিলে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখানো হয়। সে টাকা দিতে রাজি না হলে শেষ পর্যন্ত তার সাথে থাকা মোবাইল মানিব্যাগ নিয়ে গাড়িতে তুলে দেয়।কোনো রকম প্রতিবাদ দুরে থাক একটা শব্দ পর্যন্ত করার সুযোগ হয় নাই।
এ যখন দেশের পরিস্তিতি তখন বলতেই হয় দেশ থেকে প্রবাসে অনেক ভালো আছি।কোনো এক সময় আমরা দেখেছি দেশ থেকে আসার সময় সবাই বলে দিতেন প্রবাসে যাচ্ছ স্বচেতন থেক যাতে কোনো রকম বিপদে না পর। কিন্তু এখন প্রবাস থেকে দেশে গেলে আমরা বলে দেই ভাই দেশে যাচ্ছেন একটু সচেতন থাকবেন। শুনতে খারাপ হলে ও বলতে হয় প্রবাসীদের সাথে দেশ বেইমানি করতেছে। প্রবাসীর সম্মান দিতে দেশ সম্পূর্ণ রূপে ব্যর্থ। দেশের সরকার প্রশাসন দিয়ে প্রবাসীদের হয়রানির মাধ্যমে প্রবাসীদের সাথে বেইমানি করা ছাড়া আমি আর কিছুই বলতে পারিনা।
বিষয়: বিবিধ
১৫৫৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শালার বেটাঃ আপনারা যে কি করেন বলতে বলতে টাকাটা পকেটে ডুকালো আর বললো যান যান....
আমি মখার মত চাইয়া রইলাম,কেউ নাড়া দিস না..... হা হা হা....
আসলেই দেশটার অধঃপতন এক সীমাহীন পর্যায়ে চলে গেছে। মূল্যবান লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
বিষয়টি শেয়ার করার জন্য ধন্যবাদ।
পরের দিন পত্রিকায় দুই হাতে পেট্রোল বোমা ধরিয়ে দিয়ে ছবি সহ প্রকাশ করেছে এবং লিখেছে- ‘জামায়াতের রুকন পর্যায়ের নেতা অস্ত্র সহ গ্রেফতার।’
আমি আল্লাহ নামে শপথ করে বলতে পারি- উনি জামায়াতের কেউ ছিলেন না। তার অপরাধ ছিল- তিনি নিয়মিত নামায আদায় করতেন এবং সন্ত্রাসীদেরকে তোয়ায করতেন না।
কি ঘটবে বলে মনে হয়! আমার সোনার বাংলা –রাতারাতি শ্মশান হয়ে যাবে! ঐ পুলিশ, সন্ত্রাসী, এমনকি সরকারের ‘গদ্দীনসীন আমলা বা কামলা কেউ বাদ থাকবে না!
এবার বলুন, দেশপ্রেমের সংজ্ঞা কি?
দেশের আইন/ শৃঙ্খলা/ বিচার পরিস্থিতি – পুলিশ-রাজনীতিক- দুষ্ট- বদমাইশ –চোরের রাজত্ব- এত খারাপ কিছুর পরেও, ঐ ‘পোড়া দেশকে আমরা সবাই কিন্তু সত্যিই ভালবাসি। ইনহাস্ত ওয়াতানম! ঐ তো আমার জন্মভূমি!
মন্তব্য করতে লগইন করুন