কেন এমন হল?

লিখেছেন লিখেছেন আমিনুল হক ২৪ এপ্রিল, ২০১৫, ১০:২৯:৪৫ রাত



বাংলাদেশ জিতেছে, এতে আমি সহ সারা বাংলাদেশের সমর্থক খুব খুশি। কিন্তু জানিনা সবাই একটা জিনিস খেয়াল করেছেন কি না। যখন প্রধানমন্ত্রী ODI & T20 কাপ দিচ্ছিলেন, তারপর যখন প্রধানমন্ত্রী সহ সবাই একসাথে কাপ নিয়ে উল্লাস করছিলেন, ফটোসেশনে অংশ নিলেন তখন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ছিলেন না।

আসলে কি কারনে ছিলেন না জানিনা, কিন্তু এটা দুঃখজনক। সাকিব ছিলেন আজকের ম্যাচ জিতানোর মূল হিরু, আর সাকিবের কারনে সবাই নিশ্চিত ছিল জিতব ও সাকিব ব্যাটে ছিল বলেই সাব্বির সাহস করে পাকিস্তানি বোলারদের নাকানি চুবানি দিয়েছে। তামিম ছিল ওয়ানডে সিরিজের হিরু। তামিমের কারনেই ওয়ানডেতে সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে বাংলাওয়াশ করেছে। আর সেই সাকিব-তামিম কাপ নেয়া, ফটোসেশনে নেই।

আসলে আমি সত্যিই অবাক, কেন এমন হল।

মোঃ আমিনুল হক আমিন

BCF Members.

বিষয়: বিবিধ

১০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File