এই নির্লজ্জতার শেষ কোথায়(???!) ==============================
লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৪ এপ্রিল, ২০১৫, ১০:২২:৫৩ রাত
আপনি খ্রীষ্টান দেখতে চান?
.
বলবো চলে যান ইংল্যান্ড,আমেরিকা
কিংবা খ্রীষ্টান ধর্মাবলম্বীদের
বদ্ধভূমি ইউরোপে৷
দেখতে পাবেন তাদের সভ্যতা,
সংস্কৃতি আর বিকৃত ধর্মের কিছু
কৃষ্টি কালচার৷
আপনি মুসলিম দেখতে চান?
.
বলবো চলে যান,সৌদিআরব,মিশর সহ
মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রি
গুলোতে৷
সেখানে দেখবেন মুসলমানদের আদর্শ ও
ইসলামিক কালচারাল,দেখবেন ইসলামীক
সভ্যতার বিভিন্ন নিদর্শনাবলী৷
আরও দেখবেন তারা জীবনের প্রতিটি
স্তরে ধর্মের মূল্যায়ন কিভাবে
করে!
আপনি বৌদ্ধ কিংবা হিন্দু দেখতে
চান?
.
চলে যান সূর্য উঠার দেশ জাপান
কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ
ভারতে৷
দেখতে পাবেন তাদের
সভ্যতা,সাংস্কৃতি ও ধর্ম পালনের
নানান রুপ৷
পৃথিবীর নানান ধর্ম-বর্ণ,দল-মত
নির্বিশেষে আমি আরও এক শ্রেণীর
লোক দেখি আমাদের এই মানব সমাজে!
সেটা হলো "মুনাফিক"!!!
এরা নির্দিষ্ট কোনো ধর্ম-বর্ণ,দল
কিংবা জনগোষ্ঠিতে সিমাবদ্ধ না
থাকলেও পৃথিবীতে কিন্তু এদের
সংখ্যা মোটেও কম না!
যাদের কে প্রায় প্রতিটি ধর্ম
গ্রন্থে মানব সভ্যতার নিকৃষ্ট জাতি
হিসেবে অবহিত করা হয়েছে,হোক সে
ইসলাম কিংবা অন্য কোনো ধর্মের
দাবীদার৷
☞এরা মুসলমান দাবী কোরেও
বক্তৃতার মঞ্চে গিয়ে বলে
"মা দূর্গা এসেছে বলেই ফসল ভালো
হয়েছে!"
.
☞এরা নির্বাচন প্রতিশ্রুতিতে ঘরে
ঘরে চাকরি দেওয়ার কথা বললেও চাকরি
না দিয়ে দিয়েছে নিরপরাধ মানুষের
নামে অসংখ্য মামলা আর নিরস্ত্র
মানুষের অগনিত লাশ!
.
☞এরা দেশপ্রেমিকের ভাব দেখালেও
দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে
যায় দাদা বাবুদের পতাকা সম্বলিত
শাড়ি পরে!
.
☞এরা সারাদিন রাজাকার বিরোধী
শ্লোগান দিয়ে নিজেদের
মুক্তিযুদ্ধা বললেও রাতে নিজের
মেয়েকে পাঠায় রাজাকারদের
বিছানায়৷
.
☞এরা মদিনার সনদের দোহাই দিয়ে দেশ
চালায় দাদা বাবুদের দেওয়া সিলেবাস
অনুসারে!
জাতপাতে ওরা যে যাই হোকনা
কেনো,ওদের আসল পরিচয় হলো এরা
"বঙ্গ মুনাফিক"!!!
কুখ্যাত ধর্ষক মানিক,বিশ্বজিৎ
হত্যাকারী হিংস্র জানোয়ার
চাপাতি ওরফে সাকিল সহ দেশের
শীর্ষস্থানীয় মানুষরুপি হিংস্র পশু
গুলোর উৎপত্তি ওদের মধ্য থেকেই!!
তবুও তাদের দেশপ্রেমের কি বাহার!!!
অবশ্যই তোদের এই প্রেমের জন্য
জাতি তোদের কখনো ভূলবেনা!
তোদের নাম মির্জাফরের নামের
পাশেই স্বর্নাক্ষরে লেখা থাকবে!!
আবার কেউতো দেখছি উলি আউলিয়া
হওয়ার পথে!!
কুকুরের লজ্জা টুকুও এদের কাছে
নেই!!
কেউকি একটু বলবেন,
বঙ্গ মুনাফিকদের এই
নির্লজ্জতার শেষ কোথায়(?!)
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন